জানাপা নেতার বিরুদ্ধে ভুল ছবি দিয়ে নারী নির্যাতনের অভিযোগ

29
জানাপা নেতার বিরুদ্ধে ভুল ছবি দিয়ে নারী নির্যাতনের অভিযোগ
জানাপা নেতার বিরুদ্ধে ভুল ছবি দিয়ে নারী নির্যাতনের অভিযোগ

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার নেত্র নিউজের সাংবাদিক বীথি সপ্তর্ষিকে মারধর করেছেন এবং তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন- এমন দাবিতে দুটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে জানা যাচ্ছে, এই ছবিগুলো ২০২১ সালে নিহত এলমা চৌধুরী নামক ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর। বীথি সপ্তর্ষি নিজেও তার ফেসবুক একাউন্ট থেকে জানাচ্ছেন, এই ছবি তার নয়, এবং তিনি বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন না। সঙ্গত কারনে ফ্যাক্টওয়াচ এই পোস্টগুলোকে ‘বিভ্রান্তিকর’ চিহ্নিত করছে।

গুজবের উৎসঃ

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে। এসব পোস্টের মাধ্যমে একে জুলাই আন্দোলনের কর্মীদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব হিসেবে চিত্রিত করা হচ্ছে। অন্যান্য প্রধান নারী সমন্বয়কদের নীরবতা নিয়েও কেউ কেউ প্রশ্ন তুলছেন।


অনুসন্ধানঃ

২০২১ সালের ১৫ই ডিসেম্বর ‘আপনি-ই-ধামরাই (Apni-e Dhamrai)’ নামক ফেসবুক পেজে আলোচিত এই ছবি দুটি আপলোড করা হয়েছিল। এসব ছবিতে গোলাপী রঙের কামিজ পরিহিত এবং মুখে আঘাতের চিহ্ন বিশিষ্ট এক তরুণীকে শায়িত অবস্থায় দেখা যায়। আশেপাশের পরিবেশ দেখে একে কোনো হাসপাতাল বা ক্লিনিকের বিছানা হিসেবে ধারনা করা যায়। একটি ছবিতে গ্লাভস পরিহিত কেউ একজন তার মাথা স্পর্শ করে আছেন, এবং পিছনে নীল রঙের একটি প্লাস্টিকের চেয়ার দেখা যাচ্ছে। ধূসর রঙের স্ট্রেচারের হাতলও দৃশ্যমান হচ্ছে এই ছবিতে।

এই ছবি দুটিই ৯০% রোটেট করিয়ে ,শায়িত অবস্থা থেকে দন্ডায়মান অবস্থায় রুপান্তর করে সাম্প্রতিক সময়ে ফেসবুকে আপলোড করা হয়েছে এবং একে সাংবাদিক বীথি সপ্তর্ষির ছবি হিসেবে দাবি করা হচ্ছে।

তবে ‘আপনি-ই-ধামরাই’ পেজে ছবির ক্যাপশন থেকে জানা যাচ্ছে, এই তরুণীর নাম ইলমা চৌধুরী মেঘলা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের ২০১৫-১৬ সেশনের ছাত্রী ছিলেন। বিবাহিত এই ছাত্রী সুফিয়া কামাল হলের আবাসিক শিক্ষার্থী ছিলেন এবং তার স্বামী কানাডা প্রবাসী ব্যবসায়ী বলে জানা গেছে।এই মেঘলাকে পাশবিক নির্যাতনে হত্যার অভিযোগ উঠেছে তার শ্বশুর বাড়ির লোকদের দ্বারা।

প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে সে সময়ে এলমা চৌধুরী মেঘলার হত্যার এই ঘটনা নিয়ে সংবাদমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশিত হয়েছিল। (যেমন দেখুন এখানে,এখানে,এখানে) এসব সংবাদ থেকে জানা যাচ্ছে, প্রাথমিকভাবে এলমা চৌধুরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করা হচ্ছিল। পরবর্তীতে এলমার বাবার মামলার প্রেক্ষিতে স্বামী ইফতেখারকে গ্রেফতার করা হয়েছিল। এলমার পরিবারের দাবি ছিল,এটি কোনো আত্মহত্যা নয়, বরং স্বামী কর্তৃক নির্যাতনের কারনে তার মৃত্যু হয়েছে এবং এই হত্যাকে আত্মহত্যা হিসেবে দাবি করা হচ্ছে।

২০২২ সালের ২৪শে জুন পুলিশের পক্ষ থেকে এই মামলায় মেঘলার স্বামীর নামে চার্জশিট দাখিল করা হয়। তবে এই চার্জশিটে মেঘলার স্বামী ইফতেখার আবেদীনকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অপরাধে অভিযুক্ত করা হয় ।
এ ছাড়া দাবিটি ফেসবুকে ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে নেত্র নিউজের বিশেষ প্রতিনিধি  বিথী সপ্তর্ষি গত সোমবার (৭ এপ্রিল) তার নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে জানান, ‘প্রথম কথা, আমি দেশে নাই। দ্বিতীয় কথা, এই ছবি আমার না এবং আপনাদের এই সব পোস্টের কারণে রিয়েল ভিক্টিমের আইডেন্টিটি ক্রাইসিস তৈরি হতে পারে।হুদাই এই ধরনের নোংরা প্রোপাগান্ডা ছড়ায়েন না।’

অর্থাৎ, ২০২১ সালে নিহত মেঘলার ছবিকে সাম্প্রতিক সময়ের বীথি সপ্তর্ষির ছবি দাবি করে গুজব ছড়ানো হচ্ছে।

Claim:
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর যুগ্ম আহবায়ক সারোয়ার তুষার নেত্র নিউজের সাংবাদিক বীথি সপ্তর্ষিকে মারধর করেছেন এবং তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন- এমন দাবিতে দুটি ছবি ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

Claimed By:
Facebook users

Rating:
Mostly false

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh