৮ অক্টোবর ২০২২ তারিখে “ভারত বাংলাদেশকে দখল করার গোপন কল রেকর্ড ফাঁস” ক্যাপশনে ৮ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশিত হয়েছে ফেসবুকে। ভিডিওটির প্রথম ৭ সেকেন্ড দুই ব্যক্তির মধ্যকার একটি কল রেকর্ড শোনা যায়, যাকে ঘিরে ক্যাপশনে দাবি করা হচ্ছে এটি “ভারত বাংলাদেশকে দখল করার গোপন কল রেকর্ড”। মূলত এই কল রেকর্ডটি parbattanews.com নামের একটি অনলাইন সংবাদমাধ্যমের ফেসবুকে পেজ থেকে ২০১৭ সালে প্রকাশিত ভিডিও থেকে নেয়া হয়েছে। পার্বত্য নিউজ নামে একটি অনলাইন পোর্টাল দাবি করেছে, এটি পার্বত্য চট্টগ্রামে জেএসএস (জাতীয় জনসংহতি সমিতি) সন্ত্রাসীর চাঁদাবাজির অডিও রেকর্ড।
সম্প্রতি ফেসবুকে উক্ত ক্যাপশন সহকারে প্রকাশিত ভিডিওটি দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে।
ভাইরাল ভিডিওটির প্রথম ৭ সেকেন্ডে দেখা যায় ভিডিওর বাম পাশের কোনায় parbattanews এর লোগো এবং ভিডিওটির নিচের অংশে “পার্বত্য চট্টগ্রামে জেএসএস সন্ত্রাসীর চাঁদাবাজীর অডিও রেকর্ড” লেখাটি। এর ভিত্তিতে গুগলে অনুসন্ধান করতেই ১৫ অক্টোবর ২০১৭ তারিখে parbattanews.com নামের একটি অনলাইন সংবাদমাধ্যমের ফেসবুকে পেজ থেকে প্রকাশিত মূল ভিডিওটি পাওয়া যায়। ভিডিওটি দেখতে ক্লিক করুন এখানে।
সম্প্রতি ভাইরাল ভিডিওটির প্রথম ৭ সেকেন্ডের ফোনালাপের অংশটুকু হুবহু নিচে তুলে ধরা হল:
এখানে বাঙালি-পাহাড়ি কোনো ভেদাভেদ নাই।
হ্যাঁ
বুঝছেন?
হ্যাঁ
আন্দোলন হবেআমাদের সরকারের প্রধানমন্ত্রীর সাথে।
উক্ত অংশটুকু parbattanews এর ভিডিওর ১ মিনিট ২৯ সেকেন্ড থেকে ১ মিনিট ৩৫ সেকেন্ড অংশে পাওয়া গেছে। পার্বত্য নিউজের বরাতে জানা যায়, “এটি পার্বত্য চট্টগ্রামে জেএসএস সন্ত্রাসীর চাঁদাবাজির অডিও রেকর্ড। আলোচিত অডিওতে একজন বাঙালী মাছচাষীকে চাঁদার দাবীতে ফোন করে হুমকি দিচ্ছে এক জেএসএস সন্ত্রাসী।“ যদিও এই অডিও কলটি সম্পর্কে অন্য কোনো সংবাদমাধ্যম থেকে প্রকাশিত কোনো সংবাদ খুঁজে পাওয়া যায় নি। ফলে, এই চাঁদাবাজির দাবিটিরই কোনো প্রমাণ ভিডিও থেকে পাওয়া যায় নি।
তবে উপরোক্ত তথ্যপ্রমাণ থেকে বিষয়টি স্পষ্ট যে, উক্ত ফোনালাপের রেকর্ডটি বেশ পুরনো এবং ভিন্ন প্রেক্ষাপটের। ফোনালাপের রেকর্ডটি থেকে একটি খণ্ডিত অংশ অন্য একটি দাবিতে সম্প্রতি প্রচার করায় ফ্যাক্টওয়াচ এটিকে “মিথ্যা” সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?