কাবা শরীফের কাছে মেঝেতে ছিটিয়ে থাকা রক্তের পুরানো ভিডিও নিয়ে নতুন করে বিভ্রান্তি

16
কাবা শরীফের কাছে মেঝেতে ছিটিয়ে থাকা রক্তের পুরানো ভিডিও নিয়ে নতুন করে বিভ্রান্তি
কাবা শরীফের কাছে মেঝেতে ছিটিয়ে থাকা রক্তের পুরানো ভিডিও নিয়ে নতুন করে বিভ্রান্তি

Published on: [post_published]

১০ মে ২০২১ তারিখে ফেইসবুকে  “সুবহানাল্লাহ হটাৎ কাবার পাশ থেকে রক্ত বের হচ্ছে” ক্যাপশনে  একটি ভিডিও আপলোড হয়েছে যা ইতিমধ্যে ফেইসবুকে এবং ইউটিউবে প্রচুর শেয়ার হয়েছে। মূলত এটি একটি পুরানো ভিডিও যা বিভ্রান্তি ছড়াচ্ছে। ১ অক্টোবর ২০১৭ সালে প্রকাশিত মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম gulfnews.com এর একটি প্রতিবেদন সূত্রে জানা গেছে, এটি কোনো সাম্প্রতিক ঘটনা নয় এবং এই রক্তের উৎস একটি দুর্ঘটনা। 

১০ মে ২০২১ তারিখে ফেইসবুকে  “সুবহানাল্লাহ হটাৎ কাবার পাশ থেকে রক্ত বের হচ্ছে” ক্যাপশনে  একটি ভিডিও আপলোড করা হয়, যাতে লাইক, কমেন্ট এবং ভিউ বেড়ে চলেছে এখনও পর্যন্ত।

৫ মিনিট ১২ সেকেন্ডের বহুল শেয়ার হওয়া এই ভিডিওটির মতন দেখতে একই রকম একটি ভিডিও পাওয়া গেছে ইউটিউবে যেটির আপলোডকৃত তারিখ ৫ অক্টোবর ২০১৭।

এই একই ভিডিও “সুবহানাল্লাহ হটাৎ কাবার পাশ থেকে রক্ত বের হচ্ছে” শিরোনামে বার বার পোস্ট করা হচ্ছে ফেইসবুকে, যেমন এখানে, এখানে , এখানে ,  এবং ইউটিউবেও, যেমন এখানে  এবং এখানে ।

এদিকে “কাবার পাশ থেকে রক্ত বের হচ্ছে” শীর্ষক বিভ্রান্তিকর ক্যাপশনটির সাথে প্রাসঙ্গিক কোনো প্রতিবেদন প্রকাশ করেনি আন্তর্জাতিক বা সৌদি নির্ভর কোনো সংবাদমাধ্যম। বরং ১ অক্টোবর ২০১৭ সালে প্রকাশিত মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদমাধ্যম gulfnews.com এর একটি প্রতিবেদনে একই রকম একটি ঘটনার কথা জানা যায় ।

গাল্ফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে,

কাবা শরীফের দায়িত্বে থাকা বিশেষ বাহিনীর মুখপাত্র সামেহ আল সেলমি জানান এটি একটি পুরাতন ঘটনা। কাবা শরীফ প্রদক্ষিণরত মুসল্লীদের ভিড়ে পা পিছলে ৫০ বছর বয়সী একজন আফ্রিকান হজ্জ্বযাত্রী আঘাত পাবার পর এই ছবি তোলা হয়। আহত হজ্জ্বযাত্রীকে ঘটনাস্থলে প্রাথমিক চিকিত্সা দেবার পর আজিয়াদ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।

তবে, এই দূর্ঘটনার তারিখ বা সেই আফ্রিকান হজ্জ্বযাত্রীর পরিচয় নিয়ে আর কোন তথ্য সেখানে নেই।

গাল্ফ নিউজের প্রতিবেদনে যে ছবিটি ব্যবহৃত হয়েছে, তার সাথে ফেইসবুকে সম্প্রতি পোস্ট করা ভিডিওটি মিলে যাচ্ছে । এই একই ভিডিও ইউটিউবে প্রকাশ করা হয়েছিল ২০১৭-র ১ অক্টোবর।  স্পষ্টতই ঘটনাটি সাম্প্রতিক নয় এবং কোন ব্যাখ্যা ছাড়া ভিডিও টি শেয়ার করে চাঞ্চল্য সৃষ্টি করা হচ্ছে।

ছবি: গাল্ফ নিউজের প্রতিবেদনে  ব্যবহৃত ছবি


ছবি: ১ অক্টোবর ২০১৭ তারিখে ইউটিউবে প্রকাশিত  ভিডিও 

কাবার

 



তথ্যসূত্র

Furhad Rashid নামক ফেইসবুক একাউন্ট থেকে আপলোড হওয়া ভিডিও

gulfnews.com এর প্রতিবেদন

arynews.tv এর প্রতিবেদন

২০১৭ সালে প্রকাশিত ইউটিউব ভিডিও ১

২০১৭ সালে প্রকাশিত ইউটিউব ভিডিও

২০২১ সালে প্রকাশিত পুরানো ইউটিউব ভিডিও

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@www.fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ fb.com/search.ulab

 

 

 

 

 

 

No Factcheck schema data available.