ব্রাজিলের কোচ হন নি, কাকা পেশাদার কোচের লাইসেন্স পেয়েছেন মাত্র

30
ব্রাজিলের কোচ হন নি, কাকা পেশাদার কোচের লাইসেন্স পেয়েছেন মাত্র
ব্রাজিলের কোচ হন নি, কাকা পেশাদার কোচের লাইসেন্স পেয়েছেন মাত্র

Published on: [post_published]

সম্প্রতি সামাজিক মাধ্যমে ব্রাজিলের সাবেক ফুটবল খেলোয়াড় রিকার্ডো কাকা এর একটি ছবি শেয়ার হতে দেখা যাচ্ছে এবং ছবিটির সাথে দাবি করা হচ্ছে যে কাকা ব্রাজিল ফুটবল দলের কোচ হয়েছেন। তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গিয়েছে যে কাকা ব্রাজিলের কোচ হননি বরং তিনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন অ্যাকাডেমি থেকে লাইসেন্স এ প্রাপ্ত হয়েছেন এবং পেশাদার কোচ হিসেবে কাজ করার যোগ্যতা অর্জন করেছেন। উল্লেখ্য, লাইসেন্স এ ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন এর কোচিং ডিগ্রির ক্রমোচ্চ শ্রেণীবিভাগ (Hierarchy) এর দ্বিতীয় ধাপ এবং এই লাইসেন্সটি অর্জনের মাধ্যমে যে-কেউ কোন অনূর্ধ্ব-১৮ দল কিংবা বি-দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ উক্ত ছবিটির সাথে তোলা দাবিকে মিথ্যা বলে সাব্যস্ত করছে।

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

কাকা ব্রাজিলের কোচ হয়েছেন – এই দাবিটির সত্যতা যাচাই করতে উক্ত পোস্টগুলোতে ব্যবহৃত কাকা’র ছবিটি গুগল রিভার্স ইমেজ সার্চ করে আমরা কাকা’র অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে মে ১৭, ২০২২ এর একট পোস্ট খুঁজে পাই এবং উক্ত পোস্টটি থেকে জানতে পেরেছি যে তিনি ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন অ্যাকাডেমি থেকে লাইসেন্স এ প্রাপ্ত হয়েছেন। ছবিতে তাকে একটি সার্টিফিকেট এবং একটি লাইসেন্স কার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। কাকা’র লাইসেন্স এ প্রাপ্তি নিয়ে আরও বিস্তারিত জানতে আমরা কিছু নির্দিষ্ট কি-ওয়ার্ড ব্যবহার করে গুগল সার্চ করি এবং কিছু সংবাদের খোঁজ পাই। উক্ত সংবাদগুলোতে বলা হয়েছে যে, লাইসেন্স এ প্রাপ্তির মাধ্যমে কাকা কেবল ব্রাজিলেই পেশাদার কোচ হিসেবে প্রশিক্ষণ দিতে পারবেন এবং এই লাইসেন্সটি ফুটবল কোচিং ডিগ্রির সর্বোচ্চ ধাপ বা প্রো লাইসেন্স (PRO License) অর্জনের পূর্বশর্ত। প্রো লাইসেন্স অর্জন এর মাধ্যমে যে-কেউ ফুটবলের বড় কোন টুর্নামেন্টে কোন দলের কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পারবেন। দেখুন এখানে, এখানে, এবং এখানে

ফুটবলে কোচদের জন্য বিভিন্ন রকমের কোচিং লাইসেন্স রয়েছে। প্রত্যেকটি লাইসেন্স ঠিক করে দেয় একজন কোচ কোন স্তরের দলকে প্রশিক্ষণ দিবে। যেমন: লাইসেন্স সি (License C) প্রাপ্ত কোচরা কেবল কোন স্কুলের ফুটবল দলকে প্রশিক্ষণ দিতে পারবেন, লাইসেন্স বি (License B) প্রাপ্ত কোচরা কোন অপেশাদার ক্লাব বা অনূর্ধ্ব-১৬ দলকে প্রশিক্ষণ দিতে পারবেন, লাইসেন্স এ (License A) প্রাপ্ত কোচরা কোন পেশাদার ক্লাব, বি-দল কিংবা কোন অনূর্ধ্ব-১৮ দলকে প্রশিক্ষণ দিতে পারবেন, এবং প্রো লাইসেন্স (PRO License) প্রাপ্ত কোচরা বড় কোন ফুটবল টুর্নামেন্টে কোন দলের ব বড় কোন ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারবেন। দেখুন এখানে এবং এখানে

উল্লেখ্য, ২০০২ সালে ব্রাজিলের জাতীয় ফুটবল দলে রিকার্ডো কাকা’র অভিষেক হয় এবং ঐ বছরই অনুষ্ঠিত ফিফা বিশ্বকাপ ফুটবলে খেলার জন্য নির্বাচিত হন। এছাড়াও, কাকা সাও পাওলো, এসি মিলান, এবং রিয়াল মাদ্রিদে খেলেন। তিনি ২০১৭ সালে ফুটবল খেলা থেকে অবসর নেন এবং ২০২১ সালের সেপ্টেম্বর এ পেশাদার দলের দায়িত্ব নেওয়ার যোগ্যতা অর্জনের জন্য ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন অ্যাকাডেমির লাইসেন্স এ কোর্সে যোগ দেন এবং মে ১৭, ২০২২ এ উক্ত লাইসেন্সটি অর্জন করেন। দেখুন এখানে

অতএব, এ বিষয়টি স্পষ্ট যে কাকা ব্রাজিলের কোচ হননি বরং তিনি কোন পেশাদার দল কিংবা ক্লাবের কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার যোগ্যতা হিসেবে লাইসেন্স “এ” প্রাপ্ত হয়েছেন। যেহেতু প্রো লাইসেন্স প্রাপ্তি ছাড়া কেউ বড় টুর্নামেন্টে কোন দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারেন না, সুতরাং কাকা’র ব্রাজিল দলের কোচ হওয়ার আপাতত কোন সম্ভাবনা নেই। পরবর্তীতে প্রো লাইসেন্স প্রাপ্ত হলে তিনি যে কোন বড় দলের কোচ হিসেবে দায়িত্ব নিতে পারবেন।

সুতরাং, সবকিছু বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে সামজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির সাথে তোলা দাবিটি মিথ্যা।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.