“হাসিনার পিয়ন রিজভী যুক্তরাষ্ট্রে আটক” – বিভ্রান্তিকর শিরোনামে মিথ্যা ভিডিও

10
“হাসিনার পিয়ন রিজভী যুক্তরাষ্ট্রে আটক” – বিভ্রান্তিকর শিরোনামে মিথ্যা ভিডিও “হাসিনার পিয়ন রিজভী যুক্তরাষ্ট্রে আটক” – বিভ্রান্তিকর শিরোনামে মিথ্যা ভিডিও

Published on: [post_published]

হাসিনার পিওন রিজভী যুক্তরাষ্ট্রে আটক — এমন ক্যাপশনযুক্ত একটি ভিডিও ফেসবুকে এবং ইউটিউবে ছড়িয়ে পড়েছে। তবে এই খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। সংযুক্ত ভিডিওটি প্রকৃতপক্ষে ভিন্ন  ঘটনার প্রেক্ষিতে অনুষ্ঠিত আলোচনার অংশবিশেষ। উক্ত ভিডিওতে আমেরিকায় কারো গ্রেফতারের কথা আলোচিত হয়নি। ভিন্ন ঘটনার ভিডিওতে অপ্রাসঙ্গিক দাবি জুড়ে দেয়ার কারণে ফ্যাক্টওয়াচ একে মিথ্যা সাব্যস্ত করছে।

গুজবের উৎস

ফেসবুকে এই ভিডিওযুক্ত কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে

ইউটিবে এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

ফেসবুকে প্রকাশিত ১৪ মিনিট ২১ সেকেন্ড এর এই ভিডিওতে দেখা যাচ্ছে , সাংবাদিক কনক সারোয়ারের সাথে অর্থনীতিবিদ ড রেজা কিবরিয়া কথা বলছেন । কোনো একটি আলোচনার মাঝের অংশ থেকেই ভিডিওটি শুরু হয়ে যায়  । আলোচনা থেকে ধারণা করা যাচ্ছে, দীর্ঘদিন আগেই এই টকশো রেকর্ড করা হয়েছিল।

অনুসন্ধানে দেখা যাচ্ছে , kanaksarwar NEWS  নামক ভেরিফাইড ইউটিব চ্যানেল থেকে গত ২১শে ফেব্রুয়ারি ২০২১ তারিখে ৫৮ মিনিট দীর্ঘ এই সাক্ষাতকারটি প্রচার করা হয়েছিল। ভিডিওর শিরোনাম ছিল , সাবেক অর্থমন্ত্রী শাহ কিবরিয়া হত্যাকাণ্ড এবং রাজনৈতিক পরিস্থিতি নিয়ে ড. রেজা কিবরিয়ার বিশ্লেষণ ।  এই ভিডিওর ২৮ মিনিট ৩০ তম সেকেন্ড থেকে ৪২ মিনিট ৫০ সেকেন্ড পর্যন্ত অংশবিশেষ রেকর্ড করে একটি ভিডিও ক্লিপ বানিয়ে ফেসবুকে ভুল শিরোনামে প্রচার করা হচ্ছে।

১৪ মিনিট ৫৯ সেকেন্ডের এই ভিডিওটিও নেওয়া হয়েছে ইউটিউবের একই উৎস থেকে ।

ইউটিউবের অপর একটি ভিডিওতে ‘হাসিনার পিওন গওহর রিজভী যুক্তরাষ্ট্রে আটক ! হাসিনা মহা বিপদে |’ শিরোনাম থাকলেও ভিতরে কনক সারোয়ার এর সাথে ক্যাপ্টেন (অবঃ) শহীদুল ইসলাম এর সাক্ষাতকার দেখা যাচ্ছে।

এই সাক্ষাতকারটিও নেওয়া হয়েছে কনক সারোয়ার নিউজ ভেরিফাইড চ্যানেল এর FACEBOOK এ পোষ্ট দিয়ে | এগারো মাস কারাবন্দী মেজর মোরসালিন | ক্যাপ্টেন শহিদ ইসলামের বিশ্লেষণ শীর্ষক ভিডিও থেকে।

১২ মিনিট ৪৬ সেকেন্ডের অপর একটি ভিডিও ইউটিউবে দেখা যাচ্ছে , যার শিরোনাম ছিল হাসিনার পিওন গওহর রিজভী যুক্তরাষ্ট্রে আটক ! হাসিনা মহা বিপদে | Captain Shahid Islam


এই ভিডিওতেই যুক্তরাষ্ট্রে কারো আটকের খবর নিয়ে আলোচত হয়নি। বরং সাম্প্রতিক সময়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর কর্মকর্তা শরীফ উদ্দিন এর চাকরিচ্যুতি নিয়েই আলোচনা হচ্ছিল।

এই ভিডিওটি নেওয়া হয়েছে নাগরিক টিভির ইউটিউব চ্যানেল এর ক্যাপ্টেন (অব:) শহীদ ইসলামের সাথে সংবাদ বিশ্লেষন| Nagorik TV | PostScript| Episode #28 নামক ভিডিও থেকে।

এসকল ভিডিওর কোনোটাতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার রিজভী নামক পিয়ন, কিংবা হাসিনা নামে অন্য কারো পিয়ন এর আটক ব্যাপারে কোনো আলোচনা হয়নি।

সার্বিক বিবেচনায়, ফ্যাক্টওয়াচ ভিডিওর সাথে অপ্রাসঙ্গিক শিরোনাম জুড়ে দেয়ায় পোস্টগুলোকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.