কর্ণাটকে কংগ্রেস প্রার্থী কানিজ ফাতেমার কাছে হেরেছেন হিজাব-বিরোধী বি.সি. নাগেশ?

11
কর্ণাটকে কংগ্রেস প্রার্থী কানিজ ফাতেমার কাছে হেরেছেন হিজাব-বিরোধী বি.সি. নাগেশ? কর্ণাটকে কংগ্রেস প্রার্থী কানিজ ফাতেমার কাছে হেরেছেন হিজাব-বিরোধী বি.সি. নাগেশ?

Published on: [post_published]

সম্প্রতি সামাজিক মাধ্যমে ভারতের কর্ণাটক রাজ্যের বিধানসভা নির্বাচন ২০২৩ নিয়ে একটি পোস্ট শেয়ার হতে দেখা গেছে যেখানে দাবি করা হচ্ছে যে, রাজ্যটির কংগ্রেস প্রার্থী কানিজ ফাতেমা সাবেক শিক্ষামন্ত্রী বি.সি. নাগেশকে। বি.সি. নাগেশ হিজাবের উপর নিষেধাজ্ঞা জারি করেছিলেন। তিনি কানিজ ফাতেমার কাছে ১৬ হাজারের অধিক ভোটে হেরেছেন। তবে, ফ্যাক্টওয়াচ অনুসন্ধান করে দেখেছে যে, বিধানসভার কংগ্রেস প্রার্থী কানিজ ফাতেমা কর্ণাটকের গুলবার্গা উত্তর আসনে বিজেপি প্রার্থী চন্দ্রকান্ত পাতিলকে ২৭১২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। অন্যদিকে, কর্ণাটকের তিপতুর আসনে রাজ্যটির সাবেক শিক্ষামন্ত্রী ও বিজেপি প্রার্থী বি.সি. নাগেশকে ১৭৬৫২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন অন্য কংগ্রেস প্রার্থী সাদাকশারি। অতএব, কানিজ ফাতেমা বি.সি. নাগেশকে নয় বরং, অন্য একজন বিজেপি প্রার্থী চন্দ্রকান্ত পাতিলকে পরাজিত করেছেন। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টগুলোর দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

Image: Example of a viral Facebook post

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টগুলোর দাবির সত্যতা যাচাই করতে আমরা প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ড ব্যবহার করে গুগল সার্চ করি এবং বেশকিছু ভারতীয় সংবাদমাধ্যমের সংবাদ খুঁজে পাই। ফ্রি প্রেস জার্নাল এর একটি সংবাদ থেকে আমরা জানতে পেরেছি যে, ভারতীয় জাতীয় কংগ্রেস এর কর্ণাটক বিধানসভার প্রার্থী কানিজ ফাতেমা রাজ্যটির গুলবার্গা উত্তর আসনে তাঁর প্রতিদ্বন্দ্বী ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর প্রার্থী চন্দ্রকান্ত পাতিলকে পরাজিত করেছেন। কানিজ ফাতেমা ২০২২ সালের ফেব্রুয়ারিতে কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে হিজাব রা নিয়ে নিষেধাজ্ঞার বিরোধী ছিলেন এবং প্রতিবাদ করেছিলেন গুলবার্গা উত্তর আসনে কানিজ ফাতেমার জয় সম্পর্কিত আরও কিছু সংবাদ পড়ুন এখানে এবং এখানে

Image: Excerpt from the Siasat Daily news article

 

অন্যদিকে, ফ্রি প্রেস জার্নাল এর আরেকটি সংবাদ থেকে জানা গেছে যে, কর্ণাটকে ২০২১ সালে শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব রার পর নিষেধাজ্ঞা জারি করা শিক্ষামন্ত্রী বি.সি. নাগেশ রাজ্যটির তিপতুর আসনে কংগ্রেস প্রার্থী সাদাকশারিকাছে ১৭৬৫২ ভোটে হেরেছেন। তিপতুর আসনে সাবেক শিক্ষা মন্ত্রী বি.সি. নাগেশের পরাজয় সম্পর্কিত কিছু সংবাদ পড়ুন এখানে, এখানে, এবং এখানে

Image: Excerpt from the Free Press Journal news article

 

ভারতীয় নির্বাচন কমিশন এর ওয়েবসাইটে আমরা ২০২৩ সালের কর্ণাটক বিধানসভা নির্বাচনের ফলাফল খুঁজে পেয়েছি। উক্ত ওয়েবসাইটে রাজ্য হিসেবে “কর্ণাটক” এবং নির্বাচনী আসন হিসেবে “গুলবার্গা উত্তর” নির্বাচন করে দেখা গেছে যে, ভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রার্থী কানিজ ফাতেমা (৮০৯৭৩ ভোট) ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এর প্রার্থী চন্দ্রকান্ত পাতিলকে (৭৮২৬১ ভোট) ২৭১২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন। নির্বাচন কমিশন এর ওয়েবসাইট থেকে প্রাপ্ত গুলবার্গা উত্তর আসনের ফলাফল দেখুন এখানে। 

Image: Excerpt from the website of the Election Commission of India

 

অন্যদিকে, ভারতীয় নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে প্রাপ্ত তিপতুর আসনের ফলাফল থেকে জানা গেছে, ভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রার্থী সাদাকশারি (৭১৯৯৯ ভোট) ভারতীয় জনতা পার্টির (বিজেপি) প্রার্থী বি.সি. নাগেশকে (৫৪৩৪৭ ভোট) ১৭৬৫২ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।

Image: Excerpt from the website of the Election Commission of India

 

ফ্যাক্টক্রিসেন্ডো, আজতক ভারত, নিউজচেকার এর মতো ভারতীয় ফ্যাক্ট-চেকিং সংস্থাগুলো বিধানসভার নির্বাচনে কানিজ ফাতেমা কর্তৃক বি.সি. নাগেশকে পরাজিত করার দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে এবং একে বিভ্রান্তিকর বলে রায় দিয়েছে।

উল্লেখ্য, ২০২১ সালে কর্ণাটকের শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পরিধানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় এবং রাজ্যটির তৎকালীন শিক্ষামন্ত্রী বি.সি. নাগেশ কে সমর্থন করেন। কর্ণাটকে হিজাব এর উপর নিষেধাজ্ঞা এবং পরবর্তীতে এর বিরুদ্ধে প্রতিবাদের উপর প্রকাশিত কিছু আন্তর্জাতিক সংবাদমাধ্যমের সংবাদ পড়ুন এখানে, এখানে, এখানে, এবং এখানে। 

Image: Quote of B.C. Nagesh on banning hijab, excerpt from CNN news article

 

অতএব, এই বিষয়টি এখন স্পষ্ট যে, কংগ্রেস প্রার্থী কানিজ ফাতেমা বিজেপি প্রার্থী বি.সি. নাগেশকে পরাজিত করেননি বরং, অপর একজন বিজেপি প্রার্থী চন্দ্রকান্ত পাতিলকে পরাজিত করেছেন। তাছাড়া, কানিজ ফাতেমা এবং বি.সি. নাগেশের নির্বাচনী আসনও আলাদা ছিলো। বি.সি. নাগেশ তাঁর আসন তিপতুরে অপর একজন কংগ্রেস প্রার্থী সাদাকশারির সাথে হেরেছেন।

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টগুলোর দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.