হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের গণহারে গ্রেফতার করছে ভারতীয় সরকার – এমন একটি ভিডিও সম্প্রতি ফেসবুকে কর্ণাটকের মুসকান ইস্যুতে ভাইরাল হয়েছে। এটি হিজাব নিষিদ্ধকরণের বিরুদ্ধে শিক্ষার্থীদের কোনো আন্দোলনের ভিডিও নয়, বরং গত বছর সেপ্টেম্বরে কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুতে সংঘটিত National Education Policy (NEP)-এর বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনের ভিডিও।
গুজবের উৎস
‘হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের গণহারে গ্রেফতার করছে হিন্দুত্ববাদি মালাউন সরকার’ শিরোনামে গত ৯ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ থেকে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায় ভারতীয় পুলিশ একটি আন্দোলনের ব্যানার নিয়ে বসে থাকা আন্দোলনকারীদের লাঠিপেটা করছে ও তুলে নিয়ে যাচ্ছে। সেখানে হিজাব ও বোরকা পরিহিত আন্দোলনকারীও রয়েছে। এরকম কিছু পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে, এখানে ।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
Sahil Online নামক নিউজ পোর্টাল থেকে ২০২১ সালের ১৫ সেপ্টেম্বরের ন্যাশনাল এডুকেশন পলিসি (NEP)-এর বিরুদ্ধে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের লাঠিচার্জ’ শিরোনামে রিপোর্টে যে ছবিগুলো পাওয়া যায় সেগুলো ভাইরাল ভিডিও থেকে নেয়া কিছু স্থিরচিত্রের সাথে হুবুহু মিলে যায়।
Sahil Online -এর ইউটিউব চ্যানেলে সেদিন একই শিরোনামে এ আন্দোলনের বিভিন্ন সংগৃহীত ভিডিও ফুটেজ প্রকাশ করে। দেখা যাচ্ছে, এই ভিডিওর ২:০২ মিনিট থেকে শুরু হওয়া অংশটি হিজাব নিষিদ্ধ করার বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীদের গ্রেফতার করা শিরোনামে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিও।
ইউটিউবে প্রকাশিত ভিডিওর শুরুর দিকে দেখা যায় কিছু বোরকা পরিহিত শিক্ষার্থী প্ল্যাকার্ড নিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেছে এবং একটি প্ল্যাকার্ডে পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে লেখা রয়েছে – #Karnataka rejects NEP.
গত বছর সেপ্টেম্বর থেকে National Education Policy (NEP) এর বিরুদ্ধে ভারতীয় শিক্ষার্থীরা আন্দোলন করে আসছে। কর্ণাটকে এই পলিসি প্রথমবার বাস্তবায়িত হলে ২০২১ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময় থেকে রাজধানী বেঙ্গালুরুতে শিক্ষার্থীরা আন্দোলন শুরু করে এবং বিধান সৌধের উদ্দেশ্যে রোড মার্চ করে। এসময় তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে। এরকম কিছু সংবাদ দেখুন এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টওয়াচের সিদ্ধান্ত
যেহেতু এই ভিডিওর সাথে সম্প্রতি ভাইরাল হওয়া মুসকানকাণ্ডের কোনো সম্পৃক্তি নেই, তাই ফ্যাক্টওয়াচ গুজবটিকে মিথ্যা সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?