সম্প্রতি চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং অভিনেতা কাজী হায়াৎ মারা গেছেন — এমন একটি দাবি সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে। কিন্তু অনুসন্ধানে দেখা যাচ্ছে, ভাইরাল এই খবরের বিস্তারিত অংশটি ২০২১ সালে প্রকাশিত ভিন্ন একটি খবর থেকে হুবহু নেয়া হয়েছে। শুধুমাত্র শিরোনাম পরিবর্তন করে এই তথ্যটি ছড়ানো হচ্ছে। এছাড়া মূলধারার গণমাধ্যমেও এ ধরণের কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
“wdnews7.com” নামে একটি ওয়েবপোর্টালের মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ে। খবরের শিরোনামে দাবি করা হয়, “মারা গেলেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা কাজী হায়াৎ”।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
এসব খবরে কাজী হায়াৎ এর মৃত্যুর দাবি করা হলেও, বিস্তারিত অংশে কোথাও দাবিটি খুঁজে পাওয়া যায়নি। সেখানে “রাইজিং বিডি” নামে একটি ওয়েবপোর্টালের বরাত দিয়ে বলা হচ্ছে,”বেশ কিছুদিন ধরেই অসুস্থ দেশের খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা কাজী হায়াৎ। অসুস্থতা নিয়েই বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) পরিচালক সমিতির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এফডিসিতে আসেন তিনি। এসময় আবেগপ্রবণ হয়ে ৭৪ বছর বয়সী এই পরিচালক বলেন, “মারুফকে (ছেলে) বলেছি, আমার লাশ আসবে এফডিসিতে, পরিচালকরা গোসল করাবে, দাফন হবে নিজের গ্রামে।“
পরবর্তীতে প্রাসঙ্গিক কিছু কি-ওয়ার্ডের মাধ্যমে অনুসন্ধান করে রাইজিং বিডি প্রকাশিত প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়। “লাশ আসবে এফডিসিতে, পরিচালকরা গোসল করাবে: কাজী হায়াৎ”- শিরোনামে ৩০ ডিসেম্বর, ২০২১ এ প্রতিবেদনটি প্রকাশিত হয়। পরিচালক সমিতির ৪০ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে এফডিসিতে এসে, তিনি মারা যাওয়ার পর নিজের দেহ কোথায় দাফন হবে এবং কিভাবে কি হবে এ বিষয়ে তার ইচ্ছার কথা জানিয়েছিলেন। উক্ত প্রতিবেদনটি মূলত এই বিষয় নিয়েই প্রকাশিত হয়েছিল। কোথাও তার মৃত্যু সংত্রান্ত কোনো তথ্য ছিলো না। কিন্তু একই প্রতিবেদন হুবহু নকল করে শুধুমাত্র শিরোনামটি বদলে তার মৃত্যুর কথা জুড়ে দেয়া হয়েছে।
অর্থ্যাৎ, ভিন্ন প্রসঙ্গের একটি প্রতিবেদনের উপর ভিত্তি করে শিরোনাম পালটে তার মৃত্যুর দাবিটি ছড়িয়ে পড়েছে।
কাজী হায়াৎ এর এই একই বক্তব্যকে কেন্দ্র করে এর আগেও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। এরপর ফ্যাক্টওয়াচ সেগুলো যাচাই করে প্রতিবেদন প্রকাশ করে। ফ্যাক্টওয়াচের সেই প্রতিবেদনটি পড়ুন এখানে।
তারও আগে এমন মৃত্যুর গুজবের প্রেক্ষিতে কাজী হায়াৎ এর ছেলে কাজী মারুফ বলেছিলেন, “আমার বাবা ভালো আছেন। প্লিজ, কেউ অপপ্রচার চালাবেন না।“
উল্লেখ্য, সম্প্রতি পরিচালক সমিতির নির্বাচনে কাজী হায়াৎ বিজয়ী হন। এর প্রেক্ষিতে তাকে ফুলের মালা দিয়ে বরণ করেন তার সহকর্মীরা। এ বিষয়ে সম্প্রতি ৩১ ডিসেম্বর, ২০২২ এ প্রথম আলো প্রকাশিত একটি প্রতিবেদন পড়ুন এখানে।
এছাড়া দেশের মূলধারার গণমাধ্যম কিংবা কাজী হায়াৎ এর ছেলে বা নির্ভরযোগ্য কোনো সূত্র থেকেই তার মৃত্যুর এমন খবর খুঁজে পাওয়া যায়নি।
সুতরাং, নিশ্চিতভাবেই দেখা যাচ্ছে কাজী হায়াৎ এর মৃত্যুর খবরটি সঠিক নয়। তাই ফ্যাক্টওয়াচের বিবেচনায় এমন ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করা হয়েছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?