সম্প্রতি “কাজী হায়াতের লাশ আসবে এফডিসিতে, পরিচালকরা গোসল করাবে” শিরোনামে একটি সংবাদ প্রচার করেছে একাধিক অনলাইন পোর্টাল। বাস্তবে কাজী হায়াৎ জীবিত আছেন এবং বার্ধক্যজনিত রোগে ভুগছেন। গতবছর পরিচালক সমিতির ৪০ বছর পূর্তিতে এফডিসিতে গিয়েছিলেন কাজী হায়াৎ। সেদিন এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “মারুফকে (ছেলে) বলেছি আমার লাশ আসবে এফডিসি, পরিচালকরা গোসল করাবে। দাফন হবে নিজের গ্রামে”। মূলত তার এই কথাটিই সম্প্রতি কিছু সংবাদের শিরোনামে প্রেক্ষাপট না-জানিয়ে ব্যবহৃত হয়েছে যা জনমনে বিভ্রান্তি ছড়াচ্ছে।
উক্ত সংবাদগুলোর বিস্তারিত অংশে গিয়ে দেখা যায়, বর্ষীয়ান চলচ্চিত্র-নির্মাতা কাজী হায়াৎ মারা যান নি। পুরো সংবাদটি হুবহু কপি করা হয়েছে ৩০ ডিসেম্বর ২০২১ তারিখে রাইজিং বিডি থেকে “লাশ আসবে এফডিসিতে, পরিচালকরা গোসল করাবে: কাজী হায়াৎ” শিরোনামে প্রকাশিত একটি সংবাদ থেকে। মূলত গতবছর ডিসেম্বরে পরিচালক সমিতির ৪০ বছর পূর্তিতে এফডিসিতে গিয়েছিলেন কাজী হায়াৎ। সেদিন এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “মারুফকে (ছেলে) বলেছি আমার লাশ আসবে এফডিসি, পরিচালকরা গোসল করাবে। দাফন হবে নিজের গ্রামে”। তার সেই কথাটি “কাজী হায়াতের লাশ আসবে এফডিসিতে, পরিচালকরা গোসল করাবে” বিভ্রান্তিকর শিরোনামে নতুন করে ভাইরাল হয়েছে ফেসবুকে। সংবাদগুলোর কমেন্টবক্সে পাঠকদের প্রতিক্রিয়া দেখুন নিচের স্ক্রিনশটে।
ছবি: ফেসবুকে পাঠকরা বিভ্রান্ত হচ্ছেন।
এদিকে উক্ত বিভ্রান্তিকর শিরোনামযুক্ত সংবাদগুলোতে ফিচার ইমেজ হিসেবে যে ছবিটি ব্যবহৃত হয়েছে তা কাজী হায়াতের নয়, বনানী কবরস্থানে প্রয়াত নায়করাজ রাজ্জাকের মরদেহের।
ছবি: বিভ্রান্তিকর শিরোনামযুক্ত সংবাদগুলোতে ব্যবহৃত ফিচার ইমেজ
ছবি: এটি মূলত বনানী কবরস্থানে প্রয়াত নায়করাজ রাজ্জাকের মরদেহের ছবি।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?