সম্প্রতি “রাজপথে কি হচ্ছে” ক্যাপশনে ১ মিনিট ৩৬ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। ভিডিওটিতে বলা হচ্ছে, “মুসল্লিরা নামাজ শেষ করেই রাজপথে নেমেছে। মুফতি কাজী ইব্রাহীমের দ্রুত মুক্তির দাবীর স্লোগানে রাজপথ মুখরিত।“ মূলত ভিডিওটি এক বছর আগের। সেদিন ঢাকায় ফ্রান্সের দূতাবাস ঘেরাওয়ের কর্মসূচি নিয়ে “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নামের একটি দল শত শত নেতাকর্মী নিয়ে বিক্ষোভ মিছিল করেছিল। সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি সেই মিছিলের।
সম্প্রতি কি হচ্ছে” ক্যাপশনে ১ মিনিট ৩৬ সেকেন্ডের ভিডিওটি ফেসবুকের বিভিন্ন পেজ থেকে শেয়ার হয়েছে। এমন কিছু পোস্ট দেখুন এখানে,এখানে,এখানে,এখানে এবং এখানে।
ভাইরাল ভিডিওটির শুরুতেই বলা হয়, “আপনারা দেখছেন, মুসল্লিরা নামাজ শেষ করেই রাজপথে নেমেছে। মুফতি কাজী ইব্রাহীমের দ্রুত মুক্তির দাবীর স্লোগানে রাজপথ মুখরিত। সকল ঘরানার আলমেদের কষ্টে আমাদের অন্তরগুলো কাঁদছে। এই স্লোগানে স্লোগানে রাজপথ আজ প্রকম্পিত। মুসলিম কাজী মুফতি ইব্রাহীম দেশের বরেণ্য আলেম।“
ভিডিওটির প্রথম ১৩ এবং ৩৪ সেকেন্ডে দেখা যায়, মিছিলকারীদের হাতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর ছবি এবং “Made in France” লেখাযুক্ত একটি স্টিক ব্যানার। এছাড়াও ভিডিওটির ৯ সেকেন্ডে মিছিলের সম্মুখভাগে একটি ইংরেজি লেখাযুক্ত ব্যানার দেখা যায়।
ছবি: সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওতে ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর ছবি
এই সকল তথ্য ধরে অনুসন্ধান করে ফ্যাক্টওয়াচ ইউটিউবে ১ নভেম্বর ২০২০ তারিখে Associated Press (AP) এর ইউটিউব চ্যানেলে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পায়, যেখানে সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটির সাথে সাদৃশ্য রয়েছে। দুটো ভিডিওর ব্যানারে “Lay Siege” লেখাটি পাওয়া গিয়েছে। AP’র ভিডিওটির ক্যাপশনে দেয়া তথ্য থেকে জানা যায়, এটি গতবছর ফ্রান্সে ইসলাম এবং নবীর কার্টুন নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর কিছু বক্তব্যের প্রতিবাদে “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নামের একটি দলের বিক্ষোভ মিছিল ছিল।
ভাইরাল ভিডিওটির প্রথম ১৩ এবং ৩৪ সেকেন্ডে দৃশ্যমান ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর ছবি এবং “Made in France” লেখাযুক্ত একটি স্টিক ব্যানারের সাথে ২৭ অক্টোবর, ২০২০ তারিখে প্রকাশিত বাংলাদেশ প্রতিবেদনের একটি প্রতিবেদনের ব্যবহৃত ছবির সাথে মিল পাওয়া গেছে। সেই প্রতিবেদনটিও ছিল ফ্রান্স দূতাবাস অভিমুখে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল নিয়ে।
এ বিষয়ে বিবিসি বাংলার একটি প্রতিবেদন সূত্রে জানা যায়, “ফ্রান্সে ইসলাম এবং নবীর কার্টুন নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর সাম্প্রতিক কিছু বক্তব্যের প্রতিবাদে ইসলামী আন্দোলন আজ (২৭ অক্টোবর, ২০২০) ঢাকায় দূতাবাস ঘেরাওয়ের এই কর্মসূচি নিয়েছিল। সকালে দলটির নেতাকর্মীরা ঢাকায় বায়তুল মোকাররম মসজিদের উত্তরগেটে জড়ো হয়ে সমাবেশ করেন। সমাবেশের পর ফ্রান্সের দূতাবাস ঘেরাও করার শ্লোগান তুলে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলকারিরা ঢাকার শান্তিনগর মোড়ে পুলিশের বাধার মুখে অবস্থান নিয়ে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ করে তাদের ঘেরাও কর্মসূচি শেষ করেন।“
উল্লেখ্য যে, ২৭ সেপ্টেম্বর দিবাগত রাত ২টার দিকে রাজধানীর লালমাটিয়ার জাকির হোসেন রোডের বাসা থেকে কাজী ইব্রাহীমকে আটক করে ডিবির একটি দল। সর্বশেষ তথ্য অনুযায়ী, ইউটিউব, ফেসবুকসহ বিভিন্ন মাধ্যম ব্যবহার করে নানান বক্তব্য দিয়ে আলোচিত-সমালোচিত মুফতি কাজী ইব্রাহীমকে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলায় রিমান্ড শেষে কারাগারে পাঠিয়েছেন আদালত।
উপরোক্ত তথ্যপ্রমাণ অনুযায়ী, সম্প্রতি ভাইরাল হওয়া ভিডিওটি মুফতি কাজী ইব্রাহীমের মুক্তির দাবীতে রাজপথে কোনো মিছিলের নয়। মূল ভিডিওটি ১ বছরের পুরনো ফ্রান্সে ইসলাম এবং নবীর কার্টুন নিয়ে প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রঁর কিছু বক্তব্যের প্রতিবাদে “ইসলামী আন্দোলন বাংলাদেশ” নামের একটি দলের বিক্ষোভ মিছিলের। ফ্যাক্টওয়াচ তাই ভাইরাল ভিডিওটির ধারাভাষ্য দাবিকে মিথ্যা সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?