বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর সভাপতি কাজী সালাউদ্দিন এর নাম এবং ছবি ব্যবহার করে একটি পোস্টার ফেসবুকে ভাইরাল হয়েছে। এখানে দাবি করা হচ্ছে , কাজী সালাউদ্দিন দাবি করেছেন, সাফ ফুটবল টুর্নামেন্টজয়ী বাংলাদেশ নারী ফুটবল দলকে আপাতত কোনো পুরস্কার দেওয়া হচ্ছে না, তবে ভবিষ্যতে তাদের বিয়েতে আর্থিক সহায়তা করা হবে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, কাজী সালাউদ্দিন এমন কোনো কথা বলেননি। এটা মূলত একটা কৌতুক/স্যাটায়ার পোস্ট ছিল। তবে অনেকেই এই বক্তব্যকে সালাউদ্দিন এর উক্তি ভেবে ক্ষোভ প্রকাশ করছেন।
গুজবের উৎস
কিংবদন্তি ফুটবলার কাজী সালাউদ্দিন ওরফে সভাপতি সালাউদ্দিন নামক একটি স্বল্প পরিচিত পেজ থেকে ২১শে সেপ্টেম্বর দুপুর ১ টায় এই পোস্টার প্রথম প্রকাশিত হয়েছিল বলে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে।
এই পোস্টের ক্যাপশনে বলা হয়- সাফ শিরোপা জেতায় পুরুষ্কার হিসেবে মেয়েদের বিয়ের সমস্ত খরচ বাফুফের কাধে নিলাম।
পোস্টার এ বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন এর ছবি ব্যবহার করে তার উক্তি হিসেবে লেখা হয়, ‘’এখন কোনো পুরুষ্কার না দিতে পারলেও কথা দিলাম বড় হলে ওদের বিয়ের সমস্ত খরচ বাফুফে থেকে দেওয়া হবে’’ ।
পরবর্তী কয়েক ঘন্টায় এই পোস্টার ব্যাপক আকারে ভাইরাল হয়। অনেকেই কাজী সালাউদ্দিন এর সমালোচনা করে এই পোস্টার শেয়ার করেন। এমন কয়েকটা পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে ।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
পোস্টারে ‘পুরস্কার’ বানানটা ভুল লেখার কারণেও এই পোস্টার এবং এবং উক্তিটির মূল উৎস সম্পর্কে প্রশ্ন জাগে।
এছাড়া , মূলধারার সংবাদ মাধ্যমে সালাউদ্দিন এর বরাতে এমন কোনো বক্তব্য পাওয়া যায়নি।
গত ২১শে সেপ্টেম্বর বিমানবন্দর থেকে সাফজয়ী ফুটবলারদের একটি ছাদখোলা বাসে পুরা শহর প্রদক্ষিণের পর নেওয়া হয় মতিঝিলে অবস্থিত বাফুফে ভবনে। এখানে একটি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সংবাদ সম্মেলনে পুরস্কার বিষয়ক এক প্রশ্নের জবাবে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন জানান , বাফুফের এখন ফান্ড কম, আপনারা জানেন। ইতিমধ্যে আমাদের দুই সহ-সভাপতি ৫০ লক্ষ করে ১ কোটি টাকা পুরস্কার জোগাড় করে দিয়েছে। এরপরে অন্য স্পন্সর বা আগ্রহী ব্যক্তি বা প্রতিষ্ঠান যারা আর্থিক পুরস্কার দিতে চায়, আমরা তাদের কাছ থেকে সব অর্থ সংগ্রহ করব ,এবং সবার মাঝে সমান ভাবে ভাগ করে দিব। এখান থেকে বাফুফে নিজে কোনো টাকা রাখবে না।
এর আগে ২০শে সেপ্টেম্বর বাফুফে ভবনে অন্য এক সংবাদ সম্মেলনে সাফজয়ী মেয়েদেরকে সভাপতির পক্ষ থেকে কোনও উপহার দেয়া হবে কিনা- এমন প্রশ্নের জবাবে রসিকতার সুরে কাজী সালাউদ্দিন বলেন, ‘অনেক ভালবাসা আর অভিনন্দন। আমি তো পারলে প্রত্যেককে ২ কোটি টাকা করে দিয়ে দিতাম। তবে সেটা সম্ভব না। ’
তবে কোনো সংবাদ সম্মেলনে কিংবা সাক্ষাৎকারে সাফজয়ী ফুটবলারদের বিয়ের ব্যাপারে সালাউদ্দিন এমন কথা বলেছেন এমন জানা যায় নি। এটিকে হয়ত স্যাটায়ার হিসেবেই পোস্ট করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে ফেসবুকে এই পোস্ট যে রকম বিভ্রান্তি ছড়িয়েছে, তার প্রেক্ষিতে ফ্যাক্টওয়াচ এ সংক্রান্ত পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?