ওবায়দুল কাদের এর নামে মিথ্যা বক্তব্য ভাইরাল

114
ওবায়দুল কাদের এর নামে মিথ্যা বক্তব্য ভাইরাল
ওবায়দুল কাদের এর নামে মিথ্যা বক্তব্য ভাইরাল

Published on: [post_published]

ওবায়দুল কাদেরের নতুন শ্লোগান “শেখ হাসিনা ভোট চোর শেখ হাসিনা ভোট চোর” — এমন শিরোনামে একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ওবায়দুল কাদের শেখ হাসিনাকে নিয়ে এমন কোনো বক্তব্য দেননি। ভিডিওটি এডিট করে অন্য আরেকটি সমাবেশের স্লোগানকে ওবায়দুল কাদেরের বক্তব্য হিসেবে যুক্ত করে বিকৃত করা হয়েছে। এ কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া তথ্যটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে।   

ফেসবুকে ভাইরাল এমনকিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ভাইরাল হওয়া ভিডিওটির শ্লোগানটির কী ওয়ার্ড ধরে সার্চ করে ইউটিউবে গত ২৯ অক্টোবর বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশের “শেখ হাসিনা ভোট চোর” শীর্ষক শ্লোগানের একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। এর সাথে ভাইরাল হওয়া ভিডিওটির শ্লোগানের হুবহু মিল খুঁজে পাওয়া যায়। কিন্তু ঐ কণ্ঠস্বরের সাথে ওবায়দুল কাদেরের কন্ঠ এবং বাচনভঙ্গির কোনো মিল নেই। ভিডিওটি দেখুন এখানে

ভাইরাল হওয়া ভিডিওটির শেষ অংশে সমাবেশ ময়দানের পেছনে কুমিল্লা লেখা একটি ব্যানার দেখা যায়। এই কী ওয়ার্ড ধরে ওবায়দুল কাদেরের ২০১৮ সালে কুমিল্লায় জনসভায় ভাষণ দেয়ার একটি ভিডিও খুঁজে পাওয়া যায়। ওবায়দুল কাদেরের বক্তব্যের যে ভিডিওটি শেয়ার করা হয়েছে মূলত সেটি হচ্ছে কুমিল্লার সেই জনসভারই ভিডিও। ভিডিওটি দেখুন এখানে


পাশাপাশি, ইউটিউবে ওবায়দুল কাদেরের কুমিল্লার জনসভায় ভাষণ দেয়ার অন্য আরেকটি ভিডিও পাওয়া যায়। এই ভিডিওর সাথে ভাইরাল হওয়া ভিডিওটির বেশ কিছু মিল খুঁজে পাওয়া যায়। দুই ভিডিওতেই মঞ্চের পেছনে একই ব্যানার দেখা যাচ্ছে, এবং পাশের দেয়ালের নকশাও এক।

আবার, ওবায়দুল কাদেরের কন্ঠস্বর এবং বাচনভঙ্গির সাথে ভাইরাল হওয়া “ভোটচোর” শ্লোগান-সংবলিত ভিডিওর কণ্ঠস্বরের কোনো মিল পাওয়া যায়নি।

অর্থাৎ, ২০১৮ সালের কুমিল্লায় এক জনসভায় ওবায়দুল কাদেরের বক্তব্যের সাথে গত ২৯ অক্টোবর রংপুরের অনুষ্ঠিত বিএনপির বিভাগীয় সমাবেশে উচ্চারিত হওয়া “শেখ হাসিনা ভোট চোর” শ্লোগানটি এডিট করে যুক্ত করে দেয়া হয়েছে। দাবি করা হচ্ছে যে, শেখ হাসিনাকে নিয়ে এটি ওবায়দুল কাদেরের বক্তব্য।

সঙ্গত কারণে, ভিত্তিহীন এই দাবিটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.