কিয়ানু রিভস এর ট্রেনে বসে থাকার ছবিটি বিকৃত

13
কিয়ানু রিভস এর ট্রেনে বসে থাকার ছবিটি বিকৃত কিয়ানু রিভস এর ট্রেনে বসে থাকার ছবিটি বিকৃত

Published on: [post_published]

সম্প্রতি “ক্লাবে ২০ মিনিট দেরিতে পৌঁছায় তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি..” এমন শিরোনামে একটি লেখা দুইটি ছবিসহ সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে জনা যায়, উক্ত ছবি দুইটির মধ্যে একটি ছবি বিকৃত করা হয়েছে। এছাড়া সেখানে লেখাটির নির্দিষ্ট কোনো সূত্র না থাকায় এর সত্যতা সম্পর্কেও জানা যায়নি। তবে যেহেতু প্রথম ছবিটি বিকৃত তাই ফ্যাক্টওয়াচ এমন ছবিসহ ফেসবুক পোস্টগুলোকে “বিকৃত” চিহ্নিত করছে। 

 

এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে

উক্ত ফেসবুক পোস্টে অভিনেতা কিয়ানু রিভসকে (Keanu Reeves) নিয়ে কথা বলা হয় বিষয়বস্তুর কোনো সূত্র না দেখিয়ে সেখানে, কিয়ানুর জীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন গল্পের কথা বলা হয়

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

ফেসবুক পোস্টগুলো থেকে দুইটি ছবি পাওয়া যায় প্রথমটিতে কিয়ানু রিভসকে একটি ট্রেনে একটি প্রাণীর সাথে বসে থাকতে দেখা যায় উক্ত ছবিটি দিয়ে গুগল রিভার্স ইমেজ সার্চ করা হলে, “File: Seats in a teain of BJS Line 8, 2012.jpgশিরোনামে ট্রেনের আসনের ছবিটি পাওয়া যায়

উক্ত ছবিতে কোথাও কিয়ানু রিভস কিংবা কোনো প্রানীকে দেখতে পাওয়া যায় না ছবিতে থাকা একটি ডিজিটাল মনিটরের মাধ্যমে জানা যায়, এই ট্রেনটি চীনের বেইজিং সাবওয়ের একটি ট্রেন এছাড়াও সেখানে ব্যবহৃত ভাষাটিও চাইনিজ 

অর্থাৎ, এই ছবিতে কিয়ানু রিভস এবং ওই প্রাণীটির ছবি প্রযুক্তির মাধ্যমে সেখানে বসিয়ে দেয়া হয়েছে 

অন্যদিকে কিয়ানু রিভস এর ছবিটি ১৮ মে ২০১৯ তারিখে দ্য গার্ডিয়ানের একটি প্রতিবেদনে দেখতে পাওয়া যায়। “Keanu Reeves: ‘Grief and loss, those things don’t ever go away’” প্রতিবেদনটি কিয়ানু রিভসের একটি ইন্টারভিউ নিয়ে তৈরি

এই প্রতিবেদন থেকে জানা যায়, ছবিটি ২০১০ সালের এবং নিউইয়র্কে তোলা সূত্র হিসেবে “Splash News” এর নাম উল্লেখ করা হয় পরবর্তীতে “Sad Keanu” নামে নেট দুনিয়ায় ছবিটি নিয়ে ব্যপক আলোচনা হয়

এই ছবির সাথে ফেসবুক পোস্টে উল্লেখিত কোনো দাবির মিল পাওয়া যায়নি ছবিটি নিয়ে কিয়ানু রিভস একটি অনুষ্ঠানে আলোচনা করেন 

ভিডিওসহ এই প্রতিবেদনটি দেখুন এখানে

অন্যদিকে, ফেসবুক পোস্টে থাকা দ্বিতীয় ছবিটি সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি তবে একটি টুইটার পোস্টে ছবিটি ০১ জুন ২০১৪ সালে দেখতে পাওয়া যায় 

অর্থাৎ, এই ছবিটি প্রায় সাত বছর আগের

তবে কিয়ানু রিভস সাবওয়েতে মাঝে মাঝে চলাফেরা করেন। ২০১৭ সালে তার এমন একটি ভিডিও খুব ভাইরাল হয়। এমনকি কিয়ানু রিভস ছাড়াও আরোও অনেক সেলিব্রিটিকেই সাবওয়ে তে চলাফেরা করতে দেখা যায়।

কিয়ানু রিভস সম্পর্কে বিস্তারিত জানতে পড়ুন এখানে

এছাড়া ফেসবুক পোস্টের লেখাটিতে কোনো সূত্র না থাকায় এর সত্যতা যাচাই করা যায়নি 

অতএব, উক্ত পোস্টগুলোতে ব্যবহৃত ছবি দুইটির একটি বিকৃত হওয়ায় ফেসবুক পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচবিকৃতচিহ্নিত করছে 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

No Factcheck schema data available.