সম্প্রতি “ক্লাবে ২০ মিনিট দেরিতে পৌঁছায় তাকে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি..” এমন শিরোনামে একটি লেখা দুইটি ছবিসহ সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে জনা যায়, উক্ত ছবি দুইটির মধ্যে একটি ছবি বিকৃত করা হয়েছে। এছাড়া সেখানে লেখাটির নির্দিষ্ট কোনো সূত্র না থাকায় এর সত্যতা সম্পর্কেও জানা যায়নি। তবে যেহেতু প্রথম ছবিটি বিকৃত তাই ফ্যাক্টওয়াচ এমন ছবিসহ ফেসবুক পোস্টগুলোকে “বিকৃত” চিহ্নিত করছে।
ফেসবুকপোস্টগুলোথেকেদুইটিছবিপাওয়াযায়।প্রথমটিতেকিয়ানুরিভসকেএকটিট্রেনেএকটিপ্রাণীরসাথেবসেথাকতেদেখাযায়।উক্তছবিটিদিয়েগুগলরিভার্সইমেজসার্চকরাহলে, “File: Seats in a teain of BJS Line 8, 2012.jpg” শিরোনামেট্রেনেরআসনেরছবিটিপাওয়াযায়।
তবে কিয়ানু রিভস সাবওয়েতেমাঝে মাঝে চলাফেরা করেন। ২০১৭ সালে তার এমন একটি ভিডিও খুব ভাইরাল হয়। এমনকি কিয়ানু রিভস ছাড়াও আরোও অনেক সেলিব্রিটিকেই সাবওয়ে তে চলাফেরা করতে দেখা যায়।