প্রথম আলোর ফটোকার্ড বিকৃত করে জাতিবিদ্বেষের উসকানি

32
প্রথম আলোর ফটোকার্ড বিকৃত করে জাতিবিদ্বেষের উসকানি
প্রথম আলোর ফটোকার্ড বিকৃত করে জাতিবিদ্বেষের উসকানি

Published on: [post_published]

জনৈক বাংলাদেশী চাকমা তরুণ নিজেকে কোরিয়ান হিসেবে পরিচয় দিয়ে প্রতারণা করেছেন এবং পরবর্তীতে ছিনতাই করেছেন মর্মে একটি খবর ফেসবুকে ছড়িয়ে পড়েছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে,এই খবরের কোনো ভিত্তি নেই। জনপ্রিয় সংবাদমাধ্যম ‘প্রথম আলো’র একটি ফটোকার্ড এর আদলে এই এই ভুয়া খবরযুক্ত ফটোকার্ড তৈরি করা হয়েছে।

গুজবের উৎস

ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে


প্রথম আলোর ফটোকার্ডে বানানো এই কার্ডে একটি যুগল ছবির নিচে লেখা রয়েছে, চাকমা ছেলে ফেসবুকে কোরিয়ান সেজে বাঙালি বিটিএস ফ্যান মেয়ের সাথে প্রেম । দেখা করতে ডেকে নিয়ে স্বর্নলংকার ছিনতাই।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

আলোচিত ফটোকার্ডের ওপরের দিকে প্রথম আলোর লোগো  এবং ‘বিনোদন । ১১ অক্টোবর ২০২৩’ কথাটি লেখা রয়েছে। এই সূত্র ধরে প্রথম আলোর ভেরিফাইড ফেসবুক থেকে দেখা যাচ্ছে, গত ১১ই অক্টোবর প্রথম আলোর  বিনোদন শাখা থেকে ৫টি ফটোকার্ড পোস্ট করা হয়। এগুলোর বিষয়বস্তু ছিল যথাক্রমে পরীমনি, অপু বিশ্বাস, হুমায়ূন আহমেদ , ‘অ্যানিমেল’ চলচ্চিত্র এবং ‘ময়ে ময়ে’ গান ।তবে বিটিএস সম্পর্কিত কোনো খবর এদিন বিনোদন শাখায় বা প্রকাশিত হয়নি ।

বিষয়বস্তু বিবেচনায় এই খবরটা ‘বিনোদন’ সেকশনের বদলে ‘বাংলাদেশ’ সেকশনে প্রকাশের জন্য বেশি মানানসই ছিল। কিন্তু প্রথম আলোর কোনো সেকশনেই ওইদিনে, কিংবা নিকট অতীতে এই ধরনের কোনো সংবাদ দেখা যায়নি। প্রথম আলো ছাড়া অন্য কোনো গণমাধ্যমেও এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি।

প্রথম আলোর বিনোদন শাখার প্রতিটি ফটোকার্ডেরই ব্যাকগ্রাউন্ডে  ‘পেল পিংক’ ও ‘ল্যাভেন্ডার পিংক’ রঙের একাধিক শেড/স্ট্রাইপ ছিল। একই রঙের শেড এবং অন্যান্য ডিজাইন ঠিক রেখে  নতুন ফটোকার্ডে কেবলমাত্র ছবি ও ক্যাপশন পরিবর্তন দেখা যাচ্ছে। প্রথম আলোর ব্যবহৃত ফন্ট এর সাথে এই নতুন কার্ডে ব্যবহৃত ফন্টেও পার্থক্য রয়েছে। এছাড়া ‘স্বর্নলংকার’ বানান ভুলও লক্ষণীয়, যে ধরনের ভুল মূলধারার গণমাধ্যমে সাধারণত দেখা যায়না।

ফটোকার্ডে ব্যবহৃত ছবিটা ব্যবহার করে রিভার্স ইমেজ সার্চ করে দেখা যাচ্ছে, গত ৭ই অক্টোবর ‘জুই ফুল’ নামক একটি আইডি থেকে একটি পাবলিক পোস্টে এই ছবি সহ আরো কয়েকটি ছবি আপলোড করা হয়েছিল। ক্যাপশন থেকে জানা যাচ্ছে, ‘জুন’ নামের এই ছেলেটি দেশের বাইরে থেকে ‘জুই ফুল’ আইডির মানুষটির সাথে দেখা করতে এসেছিল।

এই পোস্ট থেকে উক্ত তরুণের জাতীয়তা বা বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি। কমেন্ট বক্সে কেউ কেউ তাকে কোরিয়ান হিসেবে অভিহিত করলেও ফ্যাক্টওয়াচের পক্ষে এটা নিশ্চিত করা সম্ভব হয়নি।

তবে বাংলাদেশী-কোরিয়ান এর প্রণয় কোনো বিরল ঘটনা নয়।  ২০২২ সালের জুলাই মাসে কোরিয়ান নাগরিক ‘কিংকং’ বাংলাদেশে এসে জনৈক ‘আমেনা বেগম’ কে বিয়ে করেছিলেন। ২০২৩ এর জুলাই মাসে কোরিয়ান ‘তোহো কিম’কে বিয়ে করেন বাংলাদেশী ‘পি জে হেলেন’ । এসব খবর স্থানীয় গণমাধ্যমে প্রচারিত হয়েছিল।

আলোচ্য এই ছবির তরুণ কোরিয়ান নাগরিক কিনা, এটা পুরোপুরি নিশ্চিত হওয়া সম্ভব না হলেও প্রথম আলোর ফটোকার্ডটি যে বিকৃত — এটা নিশ্চিত করা সম্ভব হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ এ সংক্রান্ত পোস্টগুলোকে ‘বিকৃত’ সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.