সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি কোলাজকৃত ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে ছবিটি প্রধানমন্ত্রীর পুত্রবধুর। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ছবিটি মার্কিন অভিনেত্রী Katie Cassidy এর। সঙ্গত কারণেই ফ্যাক্টওয়াচ ছবিটিকে মিথ্যা বলে সাব্যস্ত করছে।
অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পত্রধু এবংসজীবওয়াজেদজয়েরস্ত্রীক্রিস্টিনওয়াজেদের বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিতছবিরসাথেদাবিকৃতঅভিনেত্রীরচেহারায়ওকোনোসাদৃশ্যপাওয়াযায়না।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।