সম্প্রতি “পুরান ঢাকায় ভয়াবহ আগুন।“ ক্যাপশনে ১৫ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে শেয়ার হয়েছে। মূলত এটি এ বছরের ১৫ এপ্রিল (শুক্রবার) এর ঘটনা। সেদিন রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় বউ বাজার ৪নং গলির প্লাস্টিক কারখানায় আগুন লেগেছিল। পুরনো সেই অগ্নিকাণ্ডের ভিডিও তারিখ উল্লেখ না করে পুনরায় প্রচার করায় ফ্যাক্টওয়াচ এটিকে “বিভ্রান্তিকর” সাব্যস্ত করেছে।
ফেসবুকে বিভিন্ন পেজ এবং ব্যক্তিগত একাউন্ট থেকে প্রকাশিত পুরনো ভিডিওটি দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে।
উক্ত ভিডিওটির শুরুতে শোনা যায় কেউ একজন বলছেন, “শহীদনগর ৪ নং গলিতে আগুন লেগেছে”। এর ভিত্তিতে গুগলে অনুসন্ধান করে দেখা যায়, ১৫ এপ্রিল ২০২২ তারিখে রাজধানীর লালবাগের শহীদনগর এলাকায় বউ বাজার ৪নং গলির প্লাস্টিক কারখানায় আগুন লেগেছিল। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। শুক্রবার ছুটির দিন হওয়ায়, কারখানায় কোনো শ্রমিক না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটে নি উক্ত অগ্নিকাণ্ডে। উক্ত অগ্নিকাণ্ড নিয়ে প্রকাশিত কয়েকটি ভিডিও প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?