সম্প্রতি ফেসবুকে LG Fans নামক পেইজ থেকে একটি পোস্ট ভাইরাল হয়েছে যেখানে দাবি করা হয়েছে, পোস্টটি শেয়ার করলে ফেসবুক ইউজাররা তাদের স্টকে থাকা ১৫০ টি হালকা ক্ষতিগ্রস্ত কিন্তু কার্যকরী রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিন জিতে নিতে পারবেন। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি একটি পুরোনো ফেসবুক স্ক্যাম, যা সম্প্রতি বাংলাভাষায় বাংলাদেশে ছড়াচ্ছে। তাই ফ্যাক্টওয়াচ এই পোস্টকে মিথ্যা আখ্যা দিচ্ছে।
গুজবের উৎস
LG Fans নামক পেইজ গিয়ে দেখা যাচ্ছে ২৩ এপ্রিল থেকে পোস্টটি ফেসবুকে রয়েছে এবং কমপক্ষে ৮৯ বার শেয়ার করা হয়েছে। তবে অন্য একটি অনুসন্ধানের মাধ্যমে জানা যাচ্ছে যে ২৩ এপ্রিলের আগেওপেইজটি থেকে একই পোস্ট করা হয়েছিলো যা পরবর্তীতে ডিলিট করা হয়।
ইংরেজি ভাষায় একই ধরনের কয়েকটি পোস্ট দেখুন এখানে, এখানে ।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
প্রথমেই ফ্যাক্টওয়াচ টিম দক্ষিণ কোরিয়াভিত্তিক ইলেক্ট্রনিক পণ্যের কোম্পানি LG Electronics-এর বাংলাদেশের ভেরিফায়েড ফেসবুক পেইজে অফারটি অনুসন্ধান করে। LG Bangladesh তাদের অফিশিয়াল ফেসবুক পেইজ থেকে বিভিন্ন ইলেকট্রনিক পণ্য জিতে নেওয়ার সুযোগের অফার দিলেও আলোচ্য ‘পোস্ট শেয়ারের মাধ্যমে হালকা ক্ষতিগ্রস্ত কিন্তু কার্যকরী রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিন জিতে নেওয়ার’ অফারটি খুঁজে পাওয়া যায় না।
LG Bangladesh-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকেও এমন কোনো অফার ঘোষণা করা হয় নি। LG Electronics-এর অফিশিয়াল ওয়েবসাইট থেকেও এমন কোনো অফার ঘোষণা করা হয় নি। এছাড়া LG-এর ইলেক্ট্রনিক পণ্যের বিভিন্ন স্থানীয় ডিস্ট্রিবিউটর যেমন বাটারফ্লাই গ্রুপ, Rangs Electronics, M.K. Electronics-এর ফেসবুক পেইজ এবং অফিশিয়াল ওয়েবসাইট থেকে এমন অফার দেওয়া হয় নি।
এদিকে যে ফেসবুক পেইজটি থেকে অফারটি পোস্ট করা হয়েছে দেখা যাচ্ছে পেইজটি কেবলমাত্র ১৮ এপ্রিল খোলা হয়েছে এবং আলোচ্য পোস্টটিই এখন পর্যন্ত এ পেইজের উল্লেখযোগ্য পোস্ট। পরবর্তীতে ফেসবুকে সার্চ করে LG Fans নামে অসংখ্য পেইজ পাওয়া যায় যেগুলোর বেশিরভাগ সম্প্রতি খোলা হয়েছে।
পেইজগুলো অনুসন্ধান করে দেখা যাচ্ছে যে একই অফার ইংরেজিসহ আরও কিছু ভাষায় পোস্ট করা হয়েছে।
Snopes নামক বিখ্যাত ফ্যাক্টচেকিং ওয়েবসাইটে ২০২২ সালের ১৬ আগস্টের একটি রিপোর্ট পাওয়া যাচ্ছে যেখান থেকে জানা যাচ্ছে Target Fans এবং Walmart Fans নামক দুটা ফেসবুক পেইজ থেকে গতবছর একই প্যাটার্নে পোস্ট শেয়ারের মাধ্যমে সামান্য ক্ষতিগ্রস্ত রেফ্রিজারেটর এবং ওয়াশিং মেশিন জিতে নেওয়ার স্ক্যাম ছড়িয়ে পড়েছিলো। আলোচ্য পোস্টের সাথে তুলনা করলে দেখা যাচ্ছে দূটা পোস্টেরই ভাষাগত দিক থেকে শুরু করে অফারের ধরন পুরোপুরি সাদৃশ্যপূর্ণ।
রেফ্রিজারেটর ছাড়াও LG Fans নামক একাধিক পেজ থেকে ১৫০ টি টিভি বিতরণ করার ঘোষণাও দেওয়া হয়েছে সম্প্রতি । (দেখুন- এখানে, এখানে) এসব পোস্টে দাবি করা হচ্ছে, যারা এই ফেসবুক পোস্ট শেয়ার করবে এবং ‘হয়ে গেছে’ কথাটি ক্যাপশনে লিখবে, তাদের মধ্য থেকে ১৫০ জনকে সামান্য ত্রুটিযুক্ত এই ১৫০টি টিভি পাঠানো হবে।
বলাবাহুল্য, এল জি এর ভেরিফাইড ফেসবুক পেজ এবং ওয়েবসাইটে এই ধরনের কোনো অফার খুজে পাওয়া যায়নি। ইতিপূর্বে Walmart Fans এবং ALDI Fans নামক ভুয়া ফেসবুক পেজের সাহায্যে একই ধরনের টিভি বিতরনের গুজব ছড়িয়ে পড়েছিল। আমেরিকাভিত্তিক snopes এবং অস্ট্রেলিয়াভিত্তিক 7news ইতিমধ্যে এই টিভি বিতরনের গুজবগুলো খন্ডন করেছে।
সুতরাং সার্বিক দিক থেকে এটিকে স্ক্যাম বিবেচনা করে ফ্যাক্টওয়াচ পোস্টটিকে মিথ্যা সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?