অভ্যুত্থান-পরবর্তী চলমান নৈরাজ্যের প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি সিংহের ছবি ছড়িয়ে দিয়ে দাবি করা হচ্ছে, “ঢাকার মিরপুর চিড়িয়াখানা থেকে একটি সিংহ বের হয়ে রাস্তায় ঘোরাঘুরি করছে, সবাই সাবধানে থাকবেন!” তবে ফ্যাক্টওয়াচ টিম অনুসন্ধান করে দেখেছে, রাস্তায় সিংহ ঘোরাঘুরির ছবিটি বাংলাদেশের নয়। বরং এটি ভারতের গুজরাটের একটি গ্রামের ঘটনা। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম মারফত বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির সাথে সংশ্লিষ্ট দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।
অনুসন্ধান:
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঢাকার রাস্তায় সিংহ ঘোরাঘুরির ছবিটির যথাযথতা নিশ্চিত হতে আমরা উক্ত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ পদ্ধতিতে অনুসন্ধান করি। আমাদের অনুসন্ধানে “Susanta Nanda” নামক একটি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে গত ২২ মার্চ ২০২৩ এ প্রকাশিত একটি ভিডিও পাওয়া গেছে, যার সাথে আলোচিত ছবিটির বেশ মিল রয়েছে। উক্ত ভিডিওটির ক্যাপশনে লেখা রয়েছে: “From the streets of Gujrat.” পরবর্তীতে আরও অনুসন্ধান করে ভারতীয় সংবাদমাধ্যম এবিপি লাইভ, ইন্ডিয়া টুডে, লেটেস্টলি, ইন্ডিয়া টাইমস প্রভৃতি থেকে বেশকিছু সংবাদ খুঁজে পাওয়া গেছে। “Watch How A Pack Of Dogs Chases Away A Lion In Gujarat In This Viral Video” শিরোনামের ইন্ডিয়া টাইমসের এই খবরটিতে বলা হয়েছে, ভারতের গুজরাটের সোমনাথ নামক গ্রামে রাতের বেলা একটি সিংহ ঢুকে পড়ে এবং কিছু কুকুর সেটিকে দেখে তাড়া করে। খবরটিতে সিংহের গ্রামে ঢুকে পড়ার যে ছবিটি ব্যবহার করা হয়েছে তার সাথে আমাদের আলোচিত ছবিটির মিল রয়েছে।
অতএব, উপরের আলোচনা থেকে এই বিষয়টি স্পষ্ট যে, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ঢাকার রাস্তায় সিংহ ঘোরাঘুরির ঘটনাটি বাংলাদেশের নয়। বরং সেটি ভারতের গুজরাটের সোমনাথ নামক একটি গ্রামের ঘটনা।
যেসব পোস্টে ঘটনাটিকে বাংলাদেশের বলে দাবি করা হচ্ছে তার কয়েকটি নমুনা দেখবেন এখানে, এখানে, এবং এখানে।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ছবিটির সাথে সংশ্লিষ্ট দাবিকে বিভ্রান্তিকর বলে সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।