মেসি এবং আর্জেন্টিনা ফুটবল দল কি মার্চে বাংলাদেশে আসছে?

42
মেসি এবং আর্জেন্টিনা ফুটবল দল কি মার্চে বাংলাদেশে আসছে?
মেসি এবং আর্জেন্টিনা ফুটবল দল কি মার্চে বাংলাদেশে আসছে?

Published on: [post_published]

“মার্চ মাসেই বিশ্বকাপ সাথে নিয়ে বাংলাদেশে আসছে মেসি ও আর্জেন্টিনার পুরো টিম! কোটি ভক্তদের জন্য খুশির খবর!” — এমন শিরোনামে কিছু ভিডিও এবং ছবিসহ একটি পোস্ট ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, দাবিটির কোনো সত্যতা নেই। মূলধারার সংবাদমাধ্যমগুলো থেকে জানা যায় যে, আগামী মার্চে আয়োজিত তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট অংশ নিতে আর্জেন্টিনার কাবাডি দল বাংলাদেশে আসছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া তথ্যটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে।   

ফেসবুকে ভাইরাল এমনকিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

আর্জেন্টিনা ফুটবল দল বিশ্বকাপ নিয়ে ঢাকায় আসছে কি না জানার জন্য প্রাসঙ্গিক কিছু কী ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হলেও এ সংক্রান্ত নিশ্চিত কোনো তথ্য মূলধারার সংবাদমাধ্যমে পাওয়া যায়নি। তবে, আগামী মার্চে বাংলাদেশ সফরে আসছেন আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেজ ক্যাফিয়েরো। এ সময়ে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকেও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। কিন্তু দলটির পক্ষ থেকে এখনও বাংলাদেশ সফর সংক্রান্ত কোনো ঘোষণা দেয়া হয় নি। এ সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে

পরবর্তীতে মূলধারার আরও কিছু সংবাদমাধ্যমে প্রচারিত প্রতিবেদন থেকে জানা যায়,আগামী ১১ থেকে ২২ মার্চ পর্যন্ত তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই টুর্নামেন্টে বাংলাদেশ ছাড়াও ১২টি দেশ অংশগ্রহণ করবে। দলগুলো হচ্ছে― স্বাগতিক বাংলাদেশ, আর্জেন্টিনা, চাইনিজ তাইপে, ইংল্যান্ড, ইরাক, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালয়েশিয়া, নেপাল, পোল্যান্ড, শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড। আর্জেন্টিনা প্রথমবারের মতো এই টুর্নামেন্টে অংশ নিতে যাচ্ছে এবং দলটি থেকে এ ব্যাপারে নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনগুলো দেখুন এখানে এবং এখানে

তবে, বাংলাদেশের মূলধারার কিছু সংবাদমাধ্যমে “মার্চেই ঢাকায় আসছে আর্জেন্টিনা দল” এমন শিরোনামে তৃতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট অংশ নিতে আর্জেন্টিনার কাবাডি দল বাংলাদেশে আসার সংবাদ প্রচার করা হয়েছে। “কাবাডি দল” কথাটি উল্লেখ না থাকার কারণা বিভ্রান্তির সৃষ্টি হয়, এবং আর্জেন্টিনার ফুটবল দল মনে করে ফেসবুকে আলোচিত তথ্যটি ভাইরাল হয়। এমন কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে

উল্লেখ্য, আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ জেতার পরে লিওনেল মেসি দুই সপ্তাহের বিরতি নিয়ে আবার পিএসজিতে যোগ দিয়েছেন, এবং নতুন করে আবার এক বছরের চুক্তি সই করেছেন। এই ক্লাবে ফেরার পর মেসিকে গার্ড অফ অনার দেওয়া হয়। খেলাধুলা ভিত্তিক একটি সংবাদ মাধ্যম দ্য স্পোর্টস মিডিয়ায় পিএসজিতে লিওনেল মেসির খেলার সময়সূচির একটি তালিকা খুঁজে পাওয়া যায়। সেখান থেকে জানা যায়, মার্চে পিএসজির হয়ে মেসির তিনটি ম্যাচ রয়েছে।

তাছাড়া, ফেসবুকে প্রচারিত ভিডিওটিতে কোথাও এমন কোনো প্রমাণ দেয়া হয়নি যার মাধ্যমে এটা নিশ্চিত ভাবে বলা যায় যে, মার্চেই বিশ্বকাপ সাথে নিয়ে বাংলাদেশে আসছে মেসি ও আর্জেন্টিনার জাতীয় ফুটবল দল। বরং, ভিডিওতে আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো আন্দ্রেজ ক্যাফিয়েরোর বাংলাদেশে সফর, আর্জেন্টিনার ফুটবল দলকে বাংলাদেশে আমন্ত্রণ, মেসিকে ব্রাজিলে আমন্ত্রণ ইত্যাদি সম্পর্কে বলা হয়েছে। যেগুলো শিরোনামের সাথে অসঙ্গতিপূর্ণ।

সঙ্গত কারণে, ভিত্তিহীন এই দাবিটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.