সম্প্রতি ফেসবুকে একটি পোস্ট ভাইরাল হতে দেখা যাচ্ছে যেখানে দাবি করা হচ্ছে, লিওনেল মেসি পিএসজি ছাড়ার পরে গোট কোম্পানি ক্লাবটির সাথে স্পন্সরশিপ বাতিল করেছে। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায়, গোট এখনও পিএসজির ফুটবল দলের জার্সির একটি স্পন্সর। তাছাড়া, নির্ভরযোগ্য কোনো সোর্স থেকে পিএসজির সাথে গোটের স্পন্সরশিপ বাতিল সংক্রান্ত কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টগুলোকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করেছ।
গোট (GOAT) হচ্ছে একটি বিলাসবহুল অনলাইন মার্কেটপ্লেস যা হাই-এন্ড স্নিকার্স, পোশাক এবং আনুষাঙ্গিক বিক্রয় করে থাকে। ফ্রেঞ্চ স্পোর্টস জায়ান্ট প্যারিস সেন্ট-জার্মেইনের বর্তমান অফিশসিয়াল স্লিভ স্পনসর হচ্ছে গোট।
কিন্তু ফেসবুকে ভাইরাল পোস্টগুলোতে দাবি করা হচ্ছে, গোট কোম্পানি পিএসজির সাথে স্পন্সরশিপ বাতিল করেছে। তাই এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য পিএসজির অফিসিয়াল ওয়েবসাইটে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে ক্লাবটির ফুটবল দলের জার্সির অফিসিয়াল স্পন্সরের জায়গায় গোটের নাম খুঁজে পাওয়া যায়।
গোট তার স্পন্সরশিপ বাতিল করে থাকলে পিএসজির ওয়েবসাইটে গোটের নাম থাকাটা নিতান্তই অযৌক্তিক।
তাছাড়া, আন্তর্জাতিক মূলধারার কোনো সংবাদমাধ্যমেও পিএসজির সাথে গোটের স্পন্সরশিপ বাতিল হওয়া সংক্রান্ত কোনো তথ্য পাওয়া যায়নি। পিএসজি বা গোটের তরফ থেকেও এমন কোন ঘোষণা পাওয়া যায়নি।
অতএব, সবকিছু বিবেচনা করে ভাইরাল হওয়া পোস্টগুলোকে ফ্যাক্টওয়াচ মিথ্যা হিসেবে সাব্যস্ত করেছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।