মাহাথির মোহাম্মদ এর মৃত্যুর খবরটি গুজব

12
মাহাথির মোহাম্মদ এর মৃত্যুর খবরটি গুজব মাহাথির মোহাম্মদ এর মৃত্যুর খবরটি গুজব

Published on: [post_published]

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ মৃত্যুবরণ করেছেন – এই মর্মে একটি গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ৯৬ বছর বয়স্ক মাহাথির মুহাম্মদ বর্তমানে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং শেষ খবর পাওয়া পর্যন্ত বেঁচে আছেন।

গুজবের উৎস

সামাজিক যোগাযোগ মাধ্যম মনিটরিং সফটওয়ার ‘ক্রাউডট্যাংগল’ থেকে দেখা যাচ্ছে, ২৫শে জানুয়ারি দুপুর ১ টা ২২ মিনিটে ADHER MANIK নামক পেজ থেকে বাংলাভাষায় এই গুজবটা প্রথমবারের মত ছড়ানো হয়।

পরবর্তী কয়েক ঘণ্টায় এই গুজব ভাইরাল হয়ে পড়ে। এমন কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে , এখানে , এখানে  ।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান

ফেসবুক ছাড়া মূলধারার কোনো সংবাদমাধ্যম , এমনকি কোনো অনলাইন পোর্টালেও মাহাথির মুহাম্মদ এর মৃত্যুর এই খবর প্রকাশিত হয়নি। আন্তর্জাতিক কোনো সংবাদমাধ্যমেও এমন কথা জানা যায়নি।

মাহাথির মুহাম্মদ এর ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে বাংলাদেশ সময় বিকাল ৫ টায় মালয় ভাষায় একটি সংবাদ বিবৃতি প্রকাশ করা হয়। গুগল ট্রান্সলেটর এর সাহায্যে অনুবাদ করে দেখা গেল, এখানে বলা হয়েছে, আজ (২৫শে জানুয়ারি) তুন ডাঃ মাহাথির বিন মুহাম্মদের স্বাস্থ্যের অবস্থার উন্নতি হয়েছে। তার ভাল ক্ষুধা ভালো এবং ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটে (IJN) তার পাশে থাকা পরিবারের সদস্যদের সঙ্গে ভালো সময় কাটিয়েছেন। — ডাঃ মাহাথির এবং তার পরিবার এবং যারা তার দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তিনি জনসাধারণের কাছে তার স্বাস্থ্যের অবস্থা নিয়ে খুব বেশি উদ্বিগ্ন না হওয়ারও আহ্বান জানিয়েছেন।  ডাঃ মাহাথির স্থানীয় বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে আইজেএন-এ চিকিত্সা চালিয়ে যাবেন। আপাতত, IJN পরিবার ছাড়া অন্য দর্শনার্থীদের মাহাথির মুহাম্মদকে দেখার জন্য অনুমতি দিবে না ।

সংবাদ বিজ্ঞপ্তির শেষে DATIN PADUKA MARINA MAHATHIR এর নাম রয়েছে, যিনি মাহাথির মুহাম্মদ এর বড় মেয়ে।

প্রসঙ্গত উল্লেখ্য, গত শনিবার ২২শে জানুয়ারি মাহাথির মুহাম্মদ National Heart Institute (মালয় ভাষায়  Institut Jantung Negara Sdn Bhd -IJN) এ  ভর্তি হন। করোনারি কেয়ার ইউনিট বা CCU তে তাকে তখন রাখা হয়। পরবর্তীতে তার অবস্থা স্থিতিশীল রয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।

এর আগে, ৭ জানুয়ারি তিনি একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। ১৩ই জানুয়ারি তিনি হাসপাতাল ত্যাগ করেন। ২ সপ্তাহের মধ্যে তিনি আবার একই হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

গণমাধ্যমে প্রতিক্রিয়া

ফেসবুকে ছড়িয়ে পড়া মাহাথির মুহাম্মদ এর মৃত্যুর খবর কে ‘গুজব’ উল্লেখ করে কয়েকটি সংবাদমাধ্যম এবং ফ্যাক্ট চেকিং সংস্থা নিশ্চিত করেছে । যেমন – রিউমার স্ক্যানার, আই নিউজ বিডি , বাংলাদেশ জার্নাল , মানবকণ্ঠ  , সময়ের কণ্ঠস্বর ইত্যাদি ।

এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেকেই এই ভুল খবরটাকে শুধরে দিচ্ছেন।

সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ  ভাইরাল হওয়া এই খবরটাকে ‘মিথ্যা’ সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.