সম্প্রতি আর্জেন্টিনার জাতীয় দলের গোলরক্ষক মার্টিনেজ তার ইনস্টাগ্রামে লিখলেন, ” লাভ ফ্রম বাংলাদেশ” এমন একটি দাবি ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, মার্টিনেজ নিজ থেকে এমন কিছু লিখেননি তবে তার একাউন্ট থেকে এমন একটি পোস্ট শেয়ার করা হয়েছে। বাংলাদেশ থেকে জিহাদ নামে তার একজন ভক্ত মার্টিনেজের একটি ছবি ইন্সটাগ্রাম স্টোরিতে দেয় এবং সেখানে “লাভ ফ্রম বাংলাদেশ” লিখে মার্টিনেজকে ট্যাগ করেন। পরবর্তীতে এই স্টোরিটি মার্টিনেজের অ্যাকাউন্ট থেকে আরেকটি স্টোরির মাধ্যমে শেয়ার করা হয়। তাই “মার্টিনেজ লিখেলেন” এই কথাটি মূলত বিভ্রান্তিকর। অতএব, ফ্যাক্টওয়াচ এই খবরসহ ফেসবুক পোস্টগুলোকে “বিভ্রান্তিকর” চিহ্নিত করছে।
প্রতিবেদনগুলোতে বলা হয়, জিহাদ নামক একজন সামাজিক মাধ্যম ব্যবহারকারীর একটি স্টোরি মার্টিনেজের নজরে আসলে তিনি সেটি শেয়ার করে সেখানে লিখেছেন “লাভ ফ্রম বাংলাদেশ”।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
সামাজিক মাধ্যম ইন্সটাগ্রামে ভাইরাল খবরে উল্লেখিত “জিহাদ ৬৮৩” আইডিটি খুঁজে পাওয়া যায়। সেখানে “emi” নামের একটি ইন্সটাগ্রাম স্টোরিতে তিন দিন আগে আর্জেন্টাইন গোলরক্ষক এমলিয়ানো মার্টিনেজকে ট্যাগ করতে দেখা যায়।
লক্ষ্য করলে দেখা যাবে, “Mahbub Subhan Zihad” এর এই স্টোরির ছবিটিই ভাইরাল বিভিন্ন প্রতিবেদনে দেখা যাচ্ছে এবং পরিষ্কারভাবে এই স্টোরিতেই “Love from Bangladesh” লেখাটি রয়েছে। অর্থাৎ এই স্টোরিতে লেখাটি জিহাদ লিখেছেন।
এমিলিয়ানো মার্টিনেজের পেজে তার দেয়া স্টোরিটি জমা না থাকায় এই স্টোরিটি খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, প্রাসঙ্গিক কি-ওয়ার্ডের মাধ্যমে গুগল সার্চ করা হলে রিউমার স্ক্যানার নামক একটি ফ্যাক্ট-চেকিং প্রতিষ্ঠানের এ সংক্রান্ত একটি প্রতিবেদন সামনে আসে। “এমি মার্টিনেজ তার ইন্সটাগ্রাম স্টোরিতে “লাভ ফ্রম বাংলাদেশ” লিখেনি” শিরোনামে প্রকাশিত এই প্রতিবেদন থেকে মার্টিনেজের একাউন্ট থেকে প্রকাশিত স্টোরিটি খুঁজে পাওয়া যায়।
লক্ষ্য করলে দেখা যাবে, “zihad683” থেকে দেওয়া উপরোল্লিখিত ওই স্টোরিটিই মার্টিনেজ নিজের একাউন্টে শেয়ার করেন। সেখানে জিহাদের লেখাটিই হুবহু দেখা যাচ্ছে। এ বিষয়ে রিউমার স্ক্যানারের ওই প্রতিবেদনে মাহবুব সোবহান জিহাদের একটি বক্তব্য পাওয়া যায়। সেখানে জিহাদ বলেছেন যে, তিনি নিজে থেকেই ‘লাভ ফ্রম বাংলাদেশ’ এমন লিখাটি লিখেছেন, মার্টিনেজ শুধু তার স্টোরিটি শেয়ার করেছেন।
অর্থাৎ, মার্টিনেজ নিজ থেকে “Love from Bangladesh” এমন লিখাটি লিখেননি, জিহাদের স্টোরিতে তার একাউন্টটিকে ট্যাগ করা হলে তার বিপরীতে লিখাটি শেয়ার করা হয় মাত্র।
অতএব, আর্জেন্টিনার গোলরক্ষক মার্টিনেজ লিখেছেন “লাভ ফ্রম বাংলাদেশ” এই কথাটি ভুল। কথাটি তিনি লিখেননি, লিখেছেন “Mahbub Subhan Zihad”। পরবর্তীতে মার্টিনেজের একাউন্ট থেকে তার স্টোরিতে লিখাটি শুধুমাত্র শেয়ার করা হয়েছিলো। তাই ফ্যাক্টওয়াচ উক্ত ভাইরাল খবরকে ” বিভ্রান্তিকর” চিহ্নিত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?