যা দাবি করা হচ্ছে : অনলাইন নিউজ মিডিয়া “ফেস দ্য পিপল” এর বরাতে দাবি করা হচ্ছে, পদত্যাগপত্র জমা দিলেন সেনাবাহিনীর ১৫ জনের বেশি সেনা অফিসার।
অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছে : “ফেস দ্য পিপল” এর ওয়েবসাইট এবং ফেসবুক পেজে এমন কোনো খবর দেখা যাচ্ছে না। উপরন্তু, “ফেস দ্য পিপল” এর ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে যে তারা এমন কোনো সংবাদ প্রকাশ করেনি।
এসব পোস্টে নির্দিষ্ট কোনো অফিসারের নাম কিংবা র্যাংক উল্লেখ না করে কেবলমাত্র দাবি করা হয়েছে যে পদত্যাগপত্র জমা দিলেন সেনাবাহিনীর ১৫ সেনা অফিসার।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান :
অসংখ্য ফেসবুক ব্যবহারকারী এসব পোস্টের কমেন্ট সেকশনে জানাচ্ছেন যে সংবাদটি ভুয়া। তারা কাউকে বিভ্রান্ত না হতে আহবান জানাচ্ছেন।
সংবাদ ও টকশোভিত্তিক ফেসবুক পেজ “ফেস দ্য পিপল” এর ফেসবুক পেজ ও তাদের ওয়েবসাইট ‘ফেস দ্য পিপল নিউজ’ এ অনুসন্ধান করে সেনাবাহিনীর ১৫ জন অফিসারের পদত্যাগের কোনো তথ্য পাওয়া যায় নি। তদুপরি, গত ৩১শে জুলাই রাত ১১ টা ৫০ মিনিটে প্রকাশিত এক পোস্টে এই পেজ থেকে জানানো হয়েছে, “ফেস দ্য পিপল” এমন কোনো নিউজ প্রকাশ করেনি’।
মূলধারার কোনো গণমাধ্যম, কিংবা আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর (ISPR- Inter-Services Public Relations) এর ওয়েবসাইটে এমন ধরনের গণপদত্যাগেরও কোনো খবর পাওয়া যায় নি।
সিদ্ধান্ত :
সেনাবাহিনীর অভ্যন্তরে কোনো কর্মকর্তা পদত্যাগ করেছেন কিনা, সেটা মূলধারার কোনো গণমাধ্যমে আসে নি। যেহেতু “ফেস দ্য পিপল” কে সূত্র ধরে যে দাবিটা করা হচ্ছে, এবং উক্ত ফেসবুক পেজ থেকে এমন কোনো সংবাদ প্রকাশ করা হয়নি বলে তারা জানিয়ে, তাই ফ্যাক্টওয়াচ এ সকল পোস্টকে মিথ্যা সাব্যস্ত করছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।