মাশরাফিকে নিয়ে সম্প্রতি কিছু পোস্ট ফেসবুকে ভাইরাল হতে দেখা যাচ্ছে। এর মধ্যে কিছু পোস্টের শিরোনাম “মাশরাফিকে পাওয়া গেল ভারতীয় ওয়েব সিরিজে ।” কিছু পোস্টের শিরোনাম “ক্রিকেট দুনিয়া ছেড়ে অন্য জগতে পা দিলেন মাশরাফি।” কিন্তু, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা যায় যে, ওটিটি প্লাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাওয়া “ফারজি” নামের একটি ভারতীয় ওয়েব সিরিজের এক বাংলাদেশি পুলিশ অফিসারের চরিত্রের নাম মাশরাফি মোর্ত্তজা। এই চরিত্রে যিনি অভিনয় করেছেন তার নাম করণ মান। তাছাড়া,মূলধারার সংবাদ মাধম থেকেও নিশ্চিত হওয়া যায় যে, মাশরাফি কোনো ওয়েবসিরিজে অভিনয় করেনি। কিন্তু শিরোনামে মাশরাফির নাম এবং পোস্টের সাথে তার ছবি জুড়ে দেয়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টগুলোর শিরোনামকে “বিভ্রান্তিকর” হিসেবে চিহ্নিত করেছে।
প্রাসঙ্গিক কিছু কী-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে বাংলাদেশের মূলধারার কিছু সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, গত ১০ ফেব্রুয়ারি অ্যামাজন প্রাইম ভিডিওতে ‘ফারজি’ নামের একটি ভারতীয় ওয়েব সিরিজ মুক্তি পেয়েছে। এই সিরিজে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শহীদ কাপুর এবং বিজয় সেতুপতি। ভারতীয় জাল রুপি নিয়ে মূলত এই সিরিজটি নির্মাণ করা হয়েছে। সেখানে দেখানো হয়, পার্শ্ববর্তী বিভিন্ন দেশ হয়ে জাল রূপি ভারতে প্রবেশ করে। এর মধ্যে বাংলাদেশ অন্যতম। এ সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।
এই সিরিজে বিজয় সেতুপতির অভিনীত চরিত্রের নাম মাইকেল। ভারতকে জাল টাকামুক্ত করার প্রতিজ্ঞাবদ্ধ এক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ছিলেন মাইকেল। তিনি তথ্য পান, জাল নোট তৈরির সঙ্গে জড়িত চক্রের এক গুরুত্বপূর্ণ সদস্য বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ হয়ে ভারতে প্রবেশ করবে। তাই বাংলাদেশে অপারেশন পরিচালনা করার জন্য চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে দলবল নিয়ে পৌছান মাইকেল। যৌথ অপারেশন পরিচালনা করার উদ্দেশ্যে সীমান্তের অন্য প্রান্তে উপস্থিত ছিলেন বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল। এই দলের একজন সেনা অফিসারের নাম মাশরাফি মোর্ত্তজা। এ সংক্রান্ত একটি প্রতিবেদন দেখুন এখানে।
ইউটিউবে প্রাসঙ্গিক কিছু কী-ওয়ার্ড ধরে অনুসন্ধান করে CinemaxBD নামের একটি ইউটিউব চ্যানেলে “ফারজি” ওয়েব সিরিজের একটি বাংলা বর্ণনার ভিডিও খুঁজে পাওয়া যায়। সেখানে এক বাংলাদেশি সেনাবাহিনির অফিসারের ইউনিফর্মের নেইমপ্লেটে “মাশরাফী মোর্ত্তজা” নামটি খুঁজে পাওয়া যায়।
এরপর, টাইমস অফ ইন্ডিয়ার বিনোদন জগতের যাবতীয় খবর প্রকাশকারী শাখা এন্টারটেইনমেন্ট টাইমস এর ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, মাশরাফী মোর্ত্তজা চরিত্রে যিনি অভিনয় করেছেন তার নাম হচ্ছে করণ মান।
যদিও, ফেসবুকে ভাইরাল হওয়া পোস্ট গুলোর বিস্তারিত অংশের বলা আছে যে, মাশরাফি ফারজি সিরিজে অভিনয় করেননি বরং বাংলাদেশি এক সেনা কর্মকর্তার চরিত্রের নাম মাশরাফি মোর্ত্তজা। কিন্তু শিরোনাম এবং ছবি দেখে মনে হতেই পারে মাশরাফি ভারতীয় ওয়েব সিরিজে অভিনয় করেছেন। ফ্যাক্টওয়াচ এই কারণে ভাইরাল হওয়া পোস্টগুলোকে “বিভ্রান্তিকর” হিসেবে চিহ্নিত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?