মাস্টার রোলে কর্মরতদের অব্যাহতি প্রদানের প্রজ্ঞাপনটি ভুয়া

67
মাস্টার রোলে কর্মরতদের অব্যাহতি প্রদানের প্রজ্ঞাপনটি ভুয়া
মাস্টার রোলে কর্মরতদের অব্যাহতি প্রদানের প্রজ্ঞাপনটি ভুয়া

থ্রেডসে একটি প্রজ্ঞাপনসদৃশ পৃষ্ঠা ছড়িয়ে পড়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আদলে এই পৃষ্ঠায় আছে,  “সমতার নীতি ও অনগ্রসর জনগোষ্ঠীর কর্মে প্রতিনিধিত্ব লাভ নিশ্চিতকরণের লক্ষ্যে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে অর্থাৎ সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত/আধা-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, স্ব-শাসিত ও সংবিধিবন্ধ কর্তৃপক্ষের এবং বিভিন্ন কর্পোরেশনের চাকুরিতে/কর্মে মাস্টার রোলের সকল কর্মচারী চাকুরি/কর্মে সাময়িকভাবে অব্যাহতি প্রদান করা হলো।” প্রজ্ঞাপনটি ভুয়া- এই মর্মে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মন্ত্রণালয়টি। মন্ত্রণালয়ের ওয়েবসাইট এবং মূলধারার সংবাদ মাধ্যমের সূত্রে অনুসন্ধান চালিয়ে ফ্যাক্টওয়াচ মাষ্টাররোলের কর্মীদের অব্যাহতি সংক্রান্ত প্রজ্ঞাপনটিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে।

ভুয়া প্রজ্ঞাপনটি ছড়িয়ে পড়ার পরে সংবাদ মাধ্যমগুলি কোন অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেনি। তবে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়াবসাইটে সংবাদ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হওয়ার পর মূলধারার সংবাদ মাধ্যম প্রতিবেদন প্রকাশ করেছে।

বিডি নিউজ ২৪ এর প্রতিবেদনে উল্লেখ করেছে, “এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, ২০২৪ সালের নভেম্বর ৭ তারিখ দেওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনের ছবি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।”

বাংলা ট্রিবিউন প্রতিবেদনে উল্লেখ করেছে, “সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া মাস্টার রোলের কর্মচারীদের অব্যাহতির প্রজ্ঞাপনটি ভুয়া বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। সোমবার (১১ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মানসুর হোসেনের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।”

সমকালও তাদের প্রতিবেদনে মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির উল্লেখ ছাড়া কোন নিজস্ব অনুসন্ধান চালায়নি।

ফলে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি এবং সেই বিজ্ঞপ্তি অনুসারে মূলাধারার প্রতিবেদন আমলে নিয়ে, প্রজ্ঞাপন আদলের পৃষ্ঠাটিতে উল্লেখিত মাস্টার রোলের সকল কর্মীর সাময়িকভাবে অব্যাহতির বিষয়টিকে মিথ্যা হিসেবে চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।

ভুয়া প্রজ্ঞাপনসদৃশ পৃষ্ঠাটি শেয়ার হয়েছে এখানে, এবং এখানে

No Factcheck schema data available.

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh