মেয়র তাপসের একান্ত সচিব পরিচ্ছন্নতা কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন?

25
মেয়র তাপসের একান্ত সচিব পরিচ্ছন্নতা কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন? মেয়র তাপসের একান্ত সচিব পরিচ্ছন্নতা কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন?

Published on: [post_published]

সম্প্রতি একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে, যার ক্যাপশনে বলা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তাপসের একান্ত সচিব নগর পরিচ্ছন্নতা কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা গেছে, ভিডিওটিতে যে ব্যক্তিটিকে নগর পরিচ্ছন্নতা কর্মীদের হাতে লাঞ্ছিত হতে দেখা গেছে, তিনি মেয়র তাপসের একান্ত সচিব নন।

ফেসবুকে ছড়িয়ে পড়া এমনকিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে

 

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:  

২০ অক্টোবর ২০২২ তারিখে জাতীয় প্রেসক্লাবের সামনে চাকরিচ্যুতির আদেশ বাতিল করে পুনর্বহালসহ ছয় দফা দাবিতে মানববন্ধন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চাকরিচ্যুত পরিচ্ছন্নতাকর্মীরা। এ সময়ে জনৈক ব্যক্তি মানববন্ধনে বাধা প্রদান করে এবং বিতর্কে জড়ালে আন্দোলনরত পরিচ্ছন্নতাকর্মীরা তাকে ধাওয়া করে গণপিটুনি দেয়। পরবর্তীতে গণপিটুনির সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হলে দাবি করা হয় পরিচ্ছন্নতাকর্মীদের হাতে গণপিটুনির শিকার ব্যক্তিটি দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র তাপসের একান্ত সচিব।

এ বিষয়ে তদন্ত করতে দক্ষিণ সিটি করপোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে যেয়ে দেখা যায়, মেয়র তাপসের একান্ত সচিব হিসেবে কর্মরত আছেন মোহাম্মদ মারুফুর রশিদ খান (উপসচিব)। গণপিটুনির শিকার ব্যক্তিটির সাথে মোহাম্মদ মারুফুর রশিদ খানের ছবির কোনো মিল পাওয়া যায়নি। এদিকে সামাজিক মাধ্যমে গণপিটুনির ভিডিওটি ব্যাপক হারে ভাইরাল হলে, জাতীয় সংবাদ মাধ্যম বাংলা ভিশন টেলিভিশন বিষয়টি নিয়ে একটি ভিডিও প্রতিবেদন প্রকাশ করে। উক্ত প্রতিবেদন থেকে জানা যায়, পরিচ্ছন্নতাকর্মীদের হাতে লাঞ্চিত হওয়া ওই ব্যক্তির নাম মো. তৌহিদ। তিনি ঢাকা মহানগর দক্ষিণের ২০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক। পেশায় একজন সার্জিক্যাল ব্যবসায়ী। প্রতিবেদনটি দেখুন এখানে

অর্থাৎ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) চাকরিচ্যুত পরিচ্ছন্নতাকর্মীদের হাতে মারধরের শিকার ব্যক্তিটি মেয়র তাপসের একান্ত সচিব মোহাম্মদ মারুফুর রশিদ খান নন।

সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এমন ক্যাপশনগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.