মক্কায় তুষারপাতের ভূয়া ভিডিও

10
মক্কায় তুষারপাতের ভূয়া ভিডিও মক্কায় তুষারপাতের ভূয়া ভিডিও

Published on: [post_published]

সুবহানাল্লাহ পবিত্র মক্কা নগরীতে  তুষারপাত –এমন ক্যাপশন সহ ২৮ সেকেন্ডের একটি ছোট ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে, এখানে কেবল বৃষ্টিপাত হচ্ছে, কোনো তুষারপাত হচ্ছে না। বরং ভিডিও ফিল্টার করার মাধ্যমে তুষারপাত দেখানো হচ্ছে। সাম্প্রতিক সময়ে সৌদি আরবের উত্তরাঞ্চলে তুষারপাত হলেও মক্কা নগরীতে কোনো তুষারপাত ঘটেনি। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এই ভিডিওটিকে বিকৃত সাব্যস্ত করছে।

গুজবের উৎস

ছড়িয়ে পড়া কয়েকটা ভিডিও দেখুন এখানে , এখানে এবং এখানে

ইংরেজিসহ অন্যান্য ভাষায়ও এই গুজব ছড়িয়ে পড়েছে। যেমন দেখুন এখানে

অনুসন্ধান

সৌদি আরবের জাতীয় আবহাওয়া অধিদপ্তর এর ভেরিফাইড টুইটার একাউন্ট থেকে একটি পোস্টে জানানো হয়েছে, ;প্রথমবারের মত মুক্কায় তুষারপাত, ১ইলাজানুয়ারি ২০২৩ এ’ শিরোনামে ছড়িয়ে পড়া ভিডিওটা ভুল। এখানে ফিল্টারের মাধ্যমে তুষারপাত এর দৃশ্য যোগ করা হয়েছে। মক্কায় সেদিনের তাপমাত্রা ছিল প্রায় ৩০ ডিগ্রি সেলসিয়াস, যা তুষারপাতের পক্ষে অনুকূল ছিল না।

এছাড়াও সৌদি আরবের National Center for Meteorology এর মুখপাত্র হুসাইন আল কাহতানি এক টুইটে বলেছেন যে, মক্কায় তুষারপাতের ভিডিওটি সঠিক নয়। বরং এটি টেকনোলজির মাধ্যমে ইফেক্ট ব্যবহার করে এডিট করা।

হারামাইন শরীফ এর ভেরিফাইড টুইটার একাউন্ট থেকেও একই তথ্য জানানো হয়েছে।

তাদেরকে উদ্ধৃত করে বিভিন্ন দেশী বিদেশী সংবাদমাধ্ম মক্কায় তুষারপাতের এই ভিডিওকে ভূয়া হিসেবে অভিহিত করেছে। যেমন মধ্যপ্রাচ্যের Mashable , খালিজ টাইমস ,  পাকিস্তান এর Daily Pakistan , বাংলাদেশের কালের কণ্ঠ, ঢাকা মেইল , যমুনা টিভি, চ্যানেল২৪ ইত্যাদি ।

দি কারেন্ট এবং ইসলামিক ইনফরমেশন এই ঘটনা নিয়ে ফ্যাক্টচেক প্রতিবেদনও প্রকাশ করেছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সাম্প্রতিক সৌদি আরবের উত্তরাঞ্চলীয় তাবুক প্রদেশে তুষারপাত হয়েছে । স্থানীয় অধিবাসীরা সেসকল তুষারপাতের ছবি এবং ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন।  আল আরাবিয়া নিউজ এর ২৮শে ডিসেম্বর এর এই প্রতিবেদনে এবং সৌদি গ্যাজেট এর ২৭শে ডিসেম্বর এর এই প্রতিবেদনেও এই তুষারপাতের কথা জানা যাচ্ছে। বাংলাদেশের দেশ রূপান্তর এবং কলম কথাতেও এই তুষারপাতের কথা জানা যাচ্ছে।

এছাড়া ,কিছুদিন ধরে মক্কা নগরীতে বৃষ্টিপাত হচ্ছে। তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম ilkha থেকে এই খবর নিশ্চিত হওয়া যাচ্ছে। ইলখা আরো জানাচ্ছে, প্রতিবছর নভেম্বর থেকে জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে মুক্কায় বৃষ্টিপাত হয়।

এর আগেও ২০১০ সহ বিভিন্ন সময়ে মক্কা নগরী ভারী বৃষ্টিপাত এবং বন্যার কারণে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবরের শিরোনাম হয়েছিল।

সারমর্ম

দেশী -বিদেশী বিভিন্ন উৎস থেকে সাক্ষ্য প্রমাণ বিশ্লেষণ করে নিশ্চিতভাবে বলা যায়, আলোচ্য ভিডিওটি সম্পাদনার মাধ্যমে তুষারপাত দেখানোর চেষ্টা করা হয়েছে। এছাড়া ক্যাপশনে সম্পূর্ণ ভুল তথ্য দেওয়া হয়েছে। তাই ফ্যাক্টওয়াচ আলোচ্য ভিডিওকে ‘বিকৃত’ সাব্যস্ত করছে।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.