“মেডিকেল এক্সামে প্রথম হয়েছে হলিক্রস কলেজের প্রিয়ন্তী সুলতানা” – সম্প্রতি এমন একটি পোস্ট পাওয়া যাচ্ছে ফেসবুকে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছেন রাজশাহী ক্যাডেট কলেজের রাফসান জামান। প্রিয়ন্তী সুলতানা নামে কারও প্রথম হওয়ার দাবিটি সম্পূর্ণরূপে গুজব। তাই ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “মিথ্যা” আখ্যা দিচ্ছে।
গুজবের উৎস
গত ১২ মার্চ ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশের দিন থেকে এ গুজব ফেসবুকে ছড়িয়ে পরে। এ রকম কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে মূলধারার গণমাধ্যমগুলো থেকে জানা যাচ্ছে, দেশের সরকারি-বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রথম হয়েছে রাফসান জামান নামক একজন শিক্ষার্থী। রাফসান রাজশাহী ক্যাডেট কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পরীক্ষা দিয়েছে। এ বিষয়ে সমকালের প্রতিবেদন দেখুন এখানে, বিডিনিউজ২৪ ডট কমের প্রতিবেদন দেখুন এখানে, যুগান্তরের প্রতিবেদন দেখুন এখানে, কালের কণ্ঠের প্রতিবেদন দেখুন এখানে, দৈনিক জনকণ্ঠের প্রতিবেদন দেখুন এখানে, ঢাকা ট্রিবিউনের প্রতিবেদন দেখুন এখানে।
ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর একাধিক পত্রিকা রাফসান জামানের সাক্ষাৎকার নিয়েছে। রাফসান জামানের সাক্ষাৎকার নিয়ে প্রথম আলোর প্রতিবেদন দেখুন এখানে, বাংলা ট্রিবিউনের প্রতিবেদন দেখুন এখানে, ডেইলি স্টারের প্রতিবেদন দেখুন এখানে।
বরাবরের মতো এ বছরও স্বাস্থ্য অধিদপ্তরে একটি সভার মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করেন। দৈনিক সমকালের ভেরিফায়েড ফেসবুক পেইজে সভাটির রেকর্ডেড লাইভ পাওয়া যাচ্ছে। ভিডিওটির ২ মিনিট ১৮ সেকেন্ডের দিকে দেখা যায়, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকারী হিসেবে রাফসান জামানের নাম ঘোষণা করছেন।
তাই উপযুক্ত প্রমাণসাপেক্ষে ফ্যাক্টওয়াচ উক্ত পোস্টকে মিথ্যা সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?