চীনের মেইশান বাঁধকে ভারত-বাংলাদেশের মধ্যকার বাঁধ দাবি করে হুমকি 

32
চীনের মেইশান বাঁধকে ভারত-বাংলাদেশের মধ্যকার বাঁধ দাবি করে হুমকি 
চীনের মেইশান বাঁধকে ভারত-বাংলাদেশের মধ্যকার বাঁধ দাবি করে হুমকি 

মোহাম্মদ আরাফাত

Published on: [post_published]

সম্প্রতি সামাজিক মাধ্যমে শেয়ারকৃত একটি বাঁধের ভিডিওর ক্যাপশন পড়ে মনে হচ্ছে যেন এটি বাংলাদেশ এবং ভারতের মধ্যে অবস্থিত একটি বাঁধ। তবে ফ্যাক্টওয়াচ টিম অনুসন্ধান করে দেখেছে যে, আলোচিত ভিডিওটিতে যে বাঁধটি দেখা যাচ্ছে সেটি চীনের আনহুই (Anhui) প্রদেশে অবস্থিত মেইশান (Meishan) নামক একটি বাঁধ। ইন্টারনেট থেকে প্রাপ্ত বিভিন্ন ভিডিও দেখে বাঁধটির পরিচয় নিশ্চিত হওয়া গেছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির সাথে সংশ্লিষ্ট দাবিকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে। 

 

অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির সাথে সংশ্লিষ্ট দাবিটি সঠিক কিনা তা যাচাই করতে আমরা উক্ত ভিডিও থেকে কয়েকটি স্ক্রিনশট নিয়ে রিভার্স ইমেজ অনুসন্ধান করি। আমাদের অনুসন্ধানে চীনের আনহুই প্রদেশে অবস্থিত মেইশান বাঁধের বেশ কিছু ভিডিও খুঁজে পাওয়া গেছে, যার সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটিতে দৃশ্যমান বাঁধটির বেশ মিল রয়েছে। মেইশান বাঁধের কয়েকটি ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে

অতএব, এ থেকে বোঝা যাচ্ছে যে, সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটিতে যে বাঁধকে ভারত-বাংলাদেশের মধ্যে অবস্থিত বাঁধ বলে দাবি করা হয়েছিল সেটি আসলে চীনের আনহুই প্রদেশে অবস্থিত মেইশান বাঁধ।

মেইশান বাঁধকে ভারত-বাংলাদেশের মাঝে অবস্থিত বাঁধ বলে যে ভিডিওগুলো শেয়ার করা হয়েছিল সেগুলোর কিছু নমুনা দেখুন এখানে, এখানে, এবং এখানে


সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত ভিডিওটির সাথে সংশ্লিষ্ট দাবিকে বিভ্রান্তিকর বলে সাব্যস্ত করছে।

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.