মেসি বা নেইমারের নামে স্টেডিয়াম নামকরণের প্রস্তাব দিয়েছে ফিফা?

7
মেসি বা নেইমারের নামে স্টেডিয়াম নামকরণের প্রস্তাব দিয়েছে ফিফা?
মেসি বা নেইমারের নামে স্টেডিয়াম নামকরণের প্রস্তাব দিয়েছে ফিফা?

Published on: [post_published]

ফেসবুকে মেসি এবং নেইমারকে নিয়ে আলাদা আলাদা পোস্টে একটি তথ্য ছড়িয়ে পড়েছে। দাবি করা হচ্ছে, মেসি এবং নেইমারকে স্মরণীয় করে রাখতে বিশ্বের সকল দেশের একটি করে স্টেডিয়াম তাদের নামে নামকরণ করার প্রস্তাব দিয়েছেন ফিফার প্রেসিডেন্ট। কিছু পোস্টে মেসিকে নিয়ে এই দাবিটি করা হয়েছে, আবার কিছু পোস্টে নেইমারকে নিয়ে। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ফিফার প্রেসিডেন্ট এই প্রস্তাবটি দিয়েছিলেন পেলেকে নিয়ে, মেসি বা নেইমারকে নিয়ে নয়। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া তথ্যটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে।

ফেসবুকে ভাইরাল এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে এবং এখানে


ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

ফিফার প্রেসিডেন্ট জিয়ান্নি ইনফান্তিনো মেসি বা নেইমারকে নিয়ে এমন কনো প্রস্তাব দিয়েছিলেন কি না এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য প্রাসঙ্গিক কিছু কী ওয়ার্ড ধরে অনুসন্ধান করা হয়। অনুসন্ধান থেকে জানা যায়, জিয়ান্নি ইনফান্তিনো মূলত পেলেকে স্মরণীয় করে রাখার উদ্দেশ্যে এমন একটি প্রস্তাব দিয়েছিলেন। ক্যান্সারের আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা ব্রাজিলিয়ান কিংবদন্তি ফুটবলার পেলেকে এক অন্যরকম উপায়ে স্মরণ করা এবং শ্রদ্ধা জানাতে ফিফার তরফ থেকে এই প্রস্তাবটি দেয়া হয়েছিল।

জিয়ান্নি ইনফান্তিনো পেলের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করতে সান্তোস ফুটবল ক্লাবের নিজস্ব ফুটবল মাঠ ভিলা বেলমিরোতে উপস্থিত হয়ে ফিফার তরফ থেকে প্রস্তাবটি দিয়েছিলেন। এই প্রস্তাবের আরেকটি উদ্দেশ্য ছিল পরবর্তী প্রজন্ম যাতে ফুটবল জগতে পেলের অবদান, তাঁর ফুটবলে পারদর্শিতা, তার জনপ্রিয়তা ইত্যাদি সম্পর্কে জানতে পারে এবং তাঁকে শ্রদ্ধাভরে স্মরণ করতে পারে। তাই তারা বিশ্বের ২১১ টি ফুটবল ফেডারেশনকেই অনুরোধ করে, যেন তারা তাদের অন্তত একটি স্টেডিয়ামের নামকরণ পেলের নাম অনুসারে করে।

অন্যদিকে মেসি বা নেইমারকে নিয়ে ফিফার তরফ থেকে এমন কোনো প্রস্তাব দেয়া হয়েছে কি না এ ব্যাপারে নির্ভরযোগ্য কোনো তথ্য মূলধারার কোনো গণমাধ্যমে পাওয়া যায়নি। তবে মেসিকে সম্মান জানানোর জন্য মারাকানা স্টেডিয়ামে ওয়াক অফ ফেমে পায়ের চিহ্ন রেখে যাওয়ার জন্য মেসিকে আমন্ত্রণ জানানোর খবর পাওয়া যায়।

উল্লেখ্য, পেলেকে সম্মান জানানোর জন্য বিশ্বের প্রথম দেশ হিসেবে নিজেদের জাতীয় স্টেডিয়ামকে পেলের নামে নামকরণ করার সিদ্ধান্ত নেয় আফ্রিকান দেশ কেপ ভার্দে। তাছাড়া, ব্রাজিলের সান্তোস বন্দরের নাম পরিবর্তন করে রাখা হবে সান্তোস পেলে পোর্ট

অর্থাৎ, পেলে মারা যাওয়ার পরে ফিফার তরফ থেকে তার প্রতি সম্মান জানানোর এই ঘটনাকে ভিন্নভাবে ব্যবহার করে মেসি এবং নেইমারের নাম জুড়ে দিয়ে ফেসবুকে প্রচার করা হচ্ছে। তাই এই দাবিকে ফ্যাক্টওয়াচ মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.