এবারের অস্কার অনুষ্ঠানে কুকুরের তালি দেয়ার দাবিটি সত্য নয়

10
এবারের অস্কার অনুষ্ঠানে কুকুরের তালি দেয়ার দাবিটি সত্য নয় এবারের অস্কার অনুষ্ঠানে কুকুরের তালি দেয়ার দাবিটি সত্য নয়

Published on: [post_published]

যা দাবি করা হয়েছে:  অস্কার আসরে দর্শক সারিতে বসে সামনের দু-পা তুলে অন্যান্য দর্শকদের মতো তালি দিয়েছে একটি কুকুর। এই কুকুরটির নাম মেসি। 

 যা পাওয়া যাচ্ছে: ‘অ্যানাটমি অব আ ফল’ সিনেমায় অভিনয় করে আলোচনায় এসেছে কুকুরটি। কুকুরটি অভিনয়ে দক্ষতার পরিচয় দিয়েছে। তবে অস্কার আসরে এর তালি দেবার মতো ঘটনা ঘটেনি। মেসি নামের কুকুরটি অস্কারের মূল অনুষ্ঠানে ছিল না এবং তালিও দেয়নি। ভিডিওতে যেই দুটি পা দিয়ে তালি দিতে দেখা যাচ্ছে তা ছিলো কৃত্রিমভাবে বানানো। মূলত কুকুরটি যেই চেয়ারে বসে ছিলো সেই চেয়ারের নিচে এক ব্যক্তি শুয়ে ছিলো। ব্যক্তিটির হাতে ছিলো সাদা রঙের কুকুরের কৃত্রিম দুটি পা। ঠিক কুকুরের বুকের সোজাসুজি তিনি পা দুটি উঁচু করে রেখেছিলেন এবং তা দিয়ে তালি দিয়েছিলেন। ঘটনাটি এমনভাবে সাজানো ছিলো যা দেখে মনে হবে কুকুরটি পা তুলে তালি দিয়েছে।

এমন কয়েকটি পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে এবং এখানে।

 

মেসি নামের কুকুরটির বিষয়ে বিস্তারিত জানতে বিভিন্ন কি-ওয়ার্ড ধরে গুগলে সার্চ করা হয়। সেখান থেকে জানা যায়, মেসি নামের কুকুরটি অভিনয় করেছে জাস্টিন ট্রেইট অভিনীত ‘অ্যানাটমি অব অ্যা ফল’ চলচ্চিত্রে। এই ছবিতে স্নুপ নামের চরিত্রে অভিনয় করেছে মেসি নামের কুকুরটি। চলচ্চিত্রটি এবারের অস্কারে পাঁচটি বিভাগে মনোনয়ন পেয়েছিল। যেখানে ছিল সেরা ছবি, সেরা পরিচালক, সেরা অভিনেত্রী, সেরা মৌলিক চিত্রনাট্য এবং সেরা সম্পাদনা। 

প্রসঙ্গত, এই কুকুরের যে ভিডিও প্রকাশ করে বলা হয়েছে যে অস্কারের আসরে তালি দিয়েছে কুকুরটি। সে বিষয়ে জানতেও বিভিন্ন কি-ওয়ার্ড ধরে গুগল সার্চ করা হয়। যার মাধ্যমে দেখা যায়, বাংলাদেশে সামাজিক মাধ্যমে যেমন বিষয়টি আলোচিত হচ্ছে পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও কুকুরের তালি দেবার ঘটনাটি আলোড়িত হয়েছে। বিষয়টির উপরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম newsweek থেকে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটির শিরোনাম- “Oscars ‘Fooled’ Crowd With Messi the Dog Clapping, Video Shows”. উল্লেখ্য, newsweek এর এই প্রতিবেদনটির মাধ্যমে কুকুরের তালি দেবার ঘটনার ফ্যাক্টচেক করা হয়েছে। প্রতিবেদনটির বিস্তারিত অংশের একটি জায়গায় উল্লেখ করা হয়েছে, “What we Kkow it turned out it was not a live shot, but rather a pre-recorded clip and, according to one reporter, it may not even have been the real Messi.” অর্থাৎ, এই দৃশ্যটি অস্কার অনুষ্ঠানে ধারণ করা কোনো লাইভ ভিডিও না। বরং পূর্বে ধারণ করা একটি ভিডিও ক্লিপ। 

Newsweek এর প্রতিবেদনটিতে থেকেই জানা যাচ্ছে, ঘটনাটির বিষয়ে জানতে Newsweek কর্তৃপক্ষ Hollywood Reporter, Chris Gardner এর সাথে যোগাযোগ করেছে। এ বিষয়ে Chris Gardner এর মন্তব্য হলো- “Messi the dog from Anatomy of a Fall was not due to attend the #Oscars but there is a look alike in front of a camera in the Dolby filing a segment with a small audience.” যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় মেসি নামের কুকুরটি অস্কার অনুষ্ঠানে যোগ দেয়নি। তবে ডলবি থিয়েটারে অল্প কিছু দর্শকের সাথে ক্যামেরার সামনে মেসির এই ভিডিওটি রেকর্ড করা হয়েছে দেখা যাচ্ছে। 

একই বিষয়ে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা অ্যাসোসিয়েট প্রেসের (এপি) একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনেটিতে বলা হয়েছে, মেসি অস্কারের মূল অনুষ্ঠানে অংশ নেয়নি বরং আগে ধারণকৃত একটি ভিডিও ক্লিপ মূল ভিডিওতে জুড়ে দেয়া হয়েছে। “However. Associated Press photographer Chris Pizzello said that about 45 minutes before the show, when guests were starting to file into the Dolby Theatre, cameras were filming Messi in the spot that was later used as a “cut in” reaction shot”. মূল অনুষ্ঠানের ৪৫ মিনিট পূর্বে অতিথিরা যখন সবেমাত্র ডলবি থিয়েটারে আসতে শুরু করেছে তখন কুকুর মেসির এই ভিডিওটি ধারণ করা হয়। 

কুকুর মেসি যে অস্কারের মূল অনুষ্ঠানে অংশ নিয়ে তালি দেয়নি তা নিয়ে ইউএসটুডে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনটি সারমর্ম এই যে, মেসির তালির দৃশ্যটি আসল নয়। মূলত মেসির চেয়ারের সামনে শুয়ে এক ব্যক্তি দুইটি কৃত্রিম পা উপরে তুলে নাড়াচ্ছিল।   

লন্ডনভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ট্যাব এ বিষয়ে একটি ফ্যাক্টচেক প্রতিবেদনে প্রকাশ করেছে। প্রতিবেদনটির মাধ্যমে তারাও নানা তথ্য-উপাত্ত পেশ করে প্রমাণ করেছে কুকুরের তালি দেবার ঘটনাটি বানানো। কুকুরটি তালি দেয়নি বরং একজন মানুষ নিচ থেকে এমনভাবে দুটি কৃত্রিম পা নাড়িয়েছেন যা দেখে মনে হবে কুকুরটি তালি দিয়েছে। ক্যামেরার এঙ্গেলও সেভাবেই ধরা হয়েছে। 

বলাবাহুল্য, পরিকল্পিতভাবে পূর্বে রেকর্ড করা ভিডিও অস্কার একাডেমির মূল অনুষ্ঠানের মাঝে জুড়ে দেয়া হয়েছে। আর তা দেখে জনসাধারণ এবং কিছু মিডিয়া ধরে নিয়েছে ঘটনাটি সত্য। অথচ কুকুরটি যে তালি দেয়নি এবং একজন ব্যক্তিই যে নিচে শুয়ে কুকুরের সামনে কৃত্রিম পা নাড়িয়েছে ভিডিওর মাধ্যমে তার প্রমাণ মিলেছে। 

সঙ্গত কারণে এবারের অস্কার অনুষ্ঠানে কুকুরের তালি দেয়ার দাবিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” সাব্যস্ত করেছে। 

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।।
এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকেঃ
ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.