সম্প্রতি “হতভম্ব ফুটবল বিশ্ব, বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির বাড়ি বাংলাদেশে” শিরোনামে একটি সংবাদ ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে দেখা যায়, জামালপুরের শামীম হাসান তাঁর বাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙে সাজিয়েছেন । মূলত সেই বাড়িটি নিয়ে বিভিন্ন অনলাইন পোর্টাল সংবাদ পরিবেশন করেছে। তবে সংবাদটিতে ব্যবহৃত ক্লিকবেইট শিরোনামটি সাধারণ ব্যবহারকারীদের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ উক্ত শিরোনামগুলোকে মিথ্যা চিহ্নিত করছে।
বিভিন্ন কী-ওয়ার্ড সার্চে দেখা যায়, ৮ জুন ২০২২ তারিখে জাগো নিউজ নামের অনলাইন পোর্টাল থেকে “মেসির বাড়ি জামালপুরে!” শিরোনামে সংবাদটি প্রকাশিত হয়। পরবর্তীতে এখান থেকে কপি হয়ে সংবাদটি বিভিন্ন যায়গায় ছড়িয়ে পড়ে। সংবাদটি দেখুন এখানে। সংবাদটি নিয়ে তাৎক্ষণিকভাবে সাধারণ ব্যবহারকারীদের মাঝে বিভ্রান্তির সৃষ্টি হয়। ব্যবহারকারীদের মন্তব্যের স্ক্রিনশট দেখুন নিচে –
আর্জেন্টিনার রোসারিওতে জন্মগ্রহণ করা মেসি বর্তমানে আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অধিনায়ক। জনপ্রিয় এই ফুটবলার জন্মসূত্রে আর্জেন্টিনার নাগরিক। বাংলাদেশে তার কোনো সম্পত্তি বা বাড়ি নেই। প্রকাশিত সংবাদটির বিস্তারিত অংশে দেখা যায়, জামালপুরের শামীম হাসান তাঁর টিনের বাড়িটি আর্জেন্টিনার পতাকার রঙ অনুযায়ী সাজিয়েছেন। বাড়িটিতে মেসির একটি ছবিও রাখা হয়েছে। তবে “হতভম্ব ফুটবল বিশ্ব, বিশ্বখ্যাত ফুটবলার লিওনেল মেসির বাড়ি বাংলাদেশে” শিরোনামটি মূলত ক্লিকবেইট হিসেবে দেয়া হয়েছে। আবার “হতভম্ব ফুটবল বিশ্ব” বলায় বিষয়টাকে আর রস হিসেবে দেখবার কোনো সুযোগ নেই। মূল সংবাদে এ ধরনের কোনো তথ্য নেই। একারণে ফ্যাক্টওয়াচ এমন শিরোনামগুলোকে “মিথ্যা” সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?