গত ২৮ ডিসেম্বর, ২০২২ তারিখে বাংলাদেশে মেট্রোরেল উদ্বোধনের পর পর সামাজিক মাধ্যমে দাবি করা হচ্ছে যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলি আর্টিজানে নিহত জাপানি প্রকৌশলীদের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণের ঘোষণা দিয়েছেন। তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গেছে, মেট্রোরেল স্টেশনের নামকরণ হবে স্টেশনগুলো যে এলাকায় অবস্থিত সেই এলাকার নামে এবং নিহত জাপানি প্রকৌশলীদের নামফলক কিছু স্টেশনে রাখা হবে। উল্লেখ্য, নিহত জাপানিদের নামে মেট্রোরেল স্টেশনের নামকরণ হবে – এই দাবিটি কয়েক বছর আগেও সামাজিক মাধ্যম এবং গণমাধ্যমে সরব ছিলো এবং মেট্রোরেল প্রকল্পের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিরা এই দাবিটি নাকচ করে দিয়েছিলেন। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সাম্প্রতিক সময়ে শেয়ারকৃত পোস্টগুলোর দাবিটিকে মিথ্যা সাব্যস্ত করছে।
মেট্রোরেল স্টেশনের নামকরণ হলি আর্টিজানে নিহত জাপানি প্রকৌশলীদের নামে হবে – এই দাবিটির সত্যতা যাচাই করতে অনুসন্ধান করে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যের ভিডিও খুঁজে পেয়েছি যেখানে মেট্রোরেল উদ্বোধনের পূর্বে একটি সমাবেশে তিনি বলছেন, “হলি আর্টিজানে নিহত জাপানি প্রকৌশলীদের স্মরণে কিছু স্টেশনে তাদের নামফলক রাখা হবে।” আমাদের অনুসন্ধানে বেশকিছু সংবাদ খুঁজে পাওয়া গিয়েছে, যেখানে বলা হয়েছে হলি আর্টিজানে জঙ্গি হামলায় নিহত সাত জাপানি নাগরিকদের স্মরণে মেট্রোরেলের স্টেশনে তাদের নামফলক রাখার কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেখুন এখানে, এখানে এবং এখানে।
সাম্প্রতিক সময় ছাড়াও কয়েক বছর আগে সামাজিক মাধ্যম এবং বিভিন্ন সংবাদমাধ্যম মেট্রোরেল স্টেশনগুলোর নামকরণ নিহত জাপানি প্রকৌশলীদের নামে হবে – এই দাবি সংক্রান্ত পোস্ট এবং সংবাদ প্রকাশ করেছিলো। বেশকিছু মেইনস্ট্রিম এর সংবাদমাধ্যম তখন এই খবরটি প্রচার করেছিলো। দেখুন এখানে এবং এখানে।
তবে, ঢাকা ম্যাস ট্রানজিট এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক উক্ত খবরটি নাকচ করে দেন এবং জানান যে, নিহত জাপানি নাগরিকদের নামে কোন স্টেশনের নামকরণ করা হবে না এবং তাদের স্মরণে দুটো স্মৃতিস্মারক তৈরি করা হবে। এম এ এন সিদ্দিকের বক্তব্যটি শুনুন এখানে।
তাছাড়া, গত ২৮ ডিসেম্বর, ২০২২ এ বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে বলেন, “প্রস্তাব করেছিলাম হলি আর্টিজানের জাপানিজ ভিক্টিমদের নামে স্টেশনগুলোর নামকরণ করতে। সব পরিবারের সম্মতির প্রয়োজন ছিলো। পরে সিদ্ধান্ত হয়েছে ফার্মগেট স্টেশনে তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভাষ্কর্য নির্মাণের।…”
উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর, ২০২২ এ উত্তরা উত্তর স্টেশন থেকে আগারগাঁও স্টেশন পর্যন্ত মেট্রোরেল চলাচল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যদিকে, ১লা জুলাই, ২০১৬ এ গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় মেট্রোরেল প্রকল্পের সাতজন জাপানি সমীক্ষক নিহত হন। তাঁদের স্মরণেই মেট্রোরেলের কিছু স্টেশনে নামফলক স্থাপনের ঘোষণা দেন প্রধানমন্ত্রী।
অতএব, এ বিষয়টি স্পষ্ট যে নিহত জাপানি প্রকৌশলীদের নামে নামকরণ হচ্ছে না মেট্রোরেলের স্টেশনগুলোর। বরং তাঁদের স্মরণে কিছু নামফলক রাখা হবে কিছু স্টেশনে। স্টেশনগুলোর নামকরণ সংশ্লিষ্ট এলাকার নামেই হবে। যেমন: উত্তরা উত্তর স্টেশন, আগারগাঁও স্টেশন, ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন, কমলাপুর স্টেশন, ইত্যাদি।
সুতরাং, সবকিছু বিবেচনা করে আমরা এই সিদ্ধান্তে এসেছি যে শেয়ারকৃত পোস্টগুলোর দাবি মিথ্যা।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?