সম্প্রতি ফেসবুকে একটি ছবি শেয়ার করে দাবি করা হচ্ছে যে “সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছেন মা, মা হারা বাচ্চা কোলে নিয়ে শিক্ষকতা করছেন বাবা”। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দাবিটি মিথ্যা। প্রথমত, ছবিটি ২০১৬ সালের, এবং দ্বিতীয়ত, ছবিটি সমীক্ষা করে জানা গেছে, এখানে মেক্সিকোর এক শিক্ষক তার ছাত্রীর বাচ্চাকে কোলে নিয়ে ছাত্রীকে নোট নিতে সহায়তা করছেন। ফলে, মা-হারা বাচ্চা কোলে নিয়ে কোনো শিক্ষকের ক্লাস করার দাবি ভিত্তিহীন।
ফেসবুকের একাধিক পেজ এবং গ্রুপ থেকে “সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছেন মা, মা-হারা বাচ্চা কোলে নিয়ে শিক্ষকতা করছেন বাবা” শিরোনামে পোস্টগুলো দেখুন এখানেএখানেএখানেএখানেএখানেএখানেএখানে।
উল্লেখিত ছবিটি ঘিরে প্রচলিত গল্প, “একজন ব্যক্তি আছেন যার স্ত্রী সন্তান জন্ম দিতে গিয়ে মারা যান এবং তারপর তিনি একা হয়ে যান। একা থাকার কারণে তাদের সন্তানদের সমস্ত দায়িত্ব তার উপর এসে পড়ে। ছেলেকে কোলে নিয়েই তিনি কলেজে পড়াতে যান। এই কারণে কলেজের ছাত্র-ছাত্রীরাও তাকে খুব সম্মান করে।
অনেকেই এমন কঠিন পরিস্থিতিতে এসে হাল ছেড়ে দেন বা অন্য কোন পথ অবলম্বন করেন। কিন্তু তিনি না অন্য কোন পথ অবলম্বন করেছেন না হাল ছেড়েছেন তিনি বাবা হিসেবে নিজের সমস্ত দায়িত্ব পালন করার পাশাপাশি মা হিসেবেও সমস্ত দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি একজন শিক্ষক হওয়ার দায়িত্বও খুব সুন্দরভাবে পালন করেছেন। সমাজের এরকম শিক্ষক এবং বাবাদের কুর্নিশ জানাই।”
ছবি যাচাই
ফ্যাক্টওয়াচ গুগল রিভার্স ইমেজ সার্চ করে দেখেছে, ছবিটি ২০১৬ সালের। ১৩ জুলাই ২০১৬ তারিখে সিএনএন মেক্সিকো সংস্করণে প্রকাশিত একটি প্রতিবেদন থেকে জানা যায়, মূলত ছাত্রীকে নোট নিতে সহায়তা করতেই সে শিক্ষক (মইসেস রেইস সেন্দোভাল) তার বাচ্চাটিকে কোলে নিয়েছিলেন।
স্প্যানিশ ভাষায় সিএনএন এর প্রতিবেদন গুগল ট্রান্সলেটরের মাধ্যমে অনুবাদ
সিএনএন-এরপ্রতিবেদনের স্ক্রিনশট
এরপর আমরা মইসেস রেইস সেন্দোভালের ‘Moisés Reyes Sandoval’ নামে ফেসবুক আইডিটি সনাক্ত করি। ৬ জুলাই ২০১৬ তারিখে উল্লেখিত ছবিটির সাথে স্প্যানিশ ভাষায় লেখা ক্যাপশনে একটি পোস্ট করেছিলেন তিনি।
“আমার একজন ছাত্রী আছে যে বিভিন্ন প্রতিকূলতার মধ্যেও স্কুল ছেড়ে দেয়নি। তাই ক্লাসে নোট নিতে যাতে কোন সমস্যা না হয় সেজন্য আমি তার সন্তানকে কোলে নিই।”
(লেখাটি স্প্যানিশ ভাষা থেকে গুগল ট্রান্সলেটরের মাধ্যমে অনুবাদ করা হয়েছে।)
প্রসঙ্গত উল্লেখ্য, অধ্যাপক মইসেসের স্ত্রী আরিয়ানা ইবারা জীবিত। ‘Ariana Ibarra’ ফেসবুক আইডি থেকে নিয়মিত পোস্ট করা হয়। এ প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত তার স্ত্রী আরিয়ানার মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি।
সিদ্ধান্ত
সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল ছবিটি মূলত ২০১৬ সালের যেখানে মেক্সিকোতে এক শিক্ষক তার ছাত্রীর বাচ্চাকে কোলে নিয়ে ক্লাস নিচ্ছিলেন। এমনকি তার স্ত্রী এখনো জীবিত। সুতরাং “সন্তান জন্ম দিতে গিয়ে মারা গেছেন মা, মা হারা বাচ্চা কোলে নিয়ে শিক্ষকতা করছেন বাবা” এমন দাবিযুক্ত পোস্টগুলো মিথ্যা।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?