আকাশে মসজিদের দৃশ্য ভেসে উঠেছে?

8
আকাশে মসজিদের দৃশ্য ভেসে উঠেছে? আকাশে মসজিদের দৃশ্য ভেসে উঠেছে?

Published on: [post_published]

সম্প্রতি “সুবহানাল্লাহ্, আকাশে মসজিদের দৃশ্য” ক্যাপশনে একটি ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওটিতে দেখা যায়, মসজিদ আকৃতির কোনো ছায়াবস্তু আকাশের মাঝে ভেসে উঠেছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি কোনো অলৌকিক ঘটনা নয়। বরং কম্পিউটার গ্রাফিকসের মাধ্যমে ভিডিওটি তৈরি করা হয়েছে।

ভাইরাল কয়েকটি পোস্ট দেখুন  এখানে, এখানে, এখানে, এবং এখানে

 

১২ সেকেন্ডের এই ভিডিওতে দেখা যায়, কিছু লোক একত্র হয়ে আকাশের দিকে আঙুল নির্দেশ করছে। কেউ কেউ মোবাইলে আকাশের ছবি তোলার চেষ্টা করছে। ক্যামেরা প্যান করে আকাশের দিকে সরালে দেখা যায়, মেঘের মাঝে সাদা রঙের মসজিদ সাদৃশ্য কোনো ছায়াবস্তু ভেসে উঠেছে। কয়েক সেকেন্ড পরে তা আবার মেঘের মাঝে মিশে যেতে দেখা গেছে।

উপস্থিত জনতার সম্মিলিত চিৎকার হিন্দি ভাষাতে করতে দেখা গেছে। বেশ কয়েকবার শুনেও সেখানে আরবি কিংবা বাংলা ভাষা শোনা যায়নি।

ফ্যাক্টওয়াচ অনুসন্ধান:

এ ধরণের ভিডিওর বিস্তারিত জানতে রিভার্স ইমেজ সার্চ ও বিভিন্ন কী-ওয়ার্ড সার্চের ব্যবহার করা হলে বেশকিছু তথ্য পাওয়া যায়। এমনকিছু ভিডিও পাওয়া যায় যেখানে আকাশের মাঝে বিভিন্ন ছায়ামূর্তি, প্রাণী আকৃতি কিংবা নারীমূর্তিকে উড়তে দেখা গেছে।

উল্লেখ্য, ইন্সটাগ্রামে Reinaldo official_1 নামে একটি আইডি পাওয়া গেছে। আর্টিস্ট পরিচয়ের এই ব্যক্তিটি বিভিন্ন সময়ে আকাশে উড়ন্ত ঘোড়া, যীশু খৃষ্ট, পরী, এ্যাঞ্জেল, সৈন্যদল, অচেনা জন্তু ইত্যাদি দের ভিডিও তৈরি করেন, এবং সেগুলো আপলোড করেন।

 

তাঁর এসকল ভিডিও পরবর্তীতে সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

প্রসঙ্গত, বর্তমানে যেই ভিডিওটি ফেসবুকে “সুবহানাল্লাহ্, আকাশে মসজিদের দৃশ্য” ক্যাপশনে প্রকাশিত হয়েছে, সে ভিডিওটির শুরুর কয়েক সেকেন্ডের দৃশ্য রেইনাল্ডো’র আপলোড করা ভিডিও থেকে নেওয়া হয়েছে। আশেপাশের দৃশ্য, সম্মেলিত চিৎকার, উপস্থিত জনতার চেহারা সবকিছুর সাথে রেইনাল্ডো’র আপলোড করা ভিডিওর মিল রয়েছে। ভিডিওটি দেখুন এখানে

তবে এখানে একটি বড় পার্থক্য হলো, রেইনাল্ডো’র ভিডিওটিতে এ্যাঞ্জেল সাদৃশ্য কিছুকে উড়তে দেখা যাচ্ছে। আর এখানে মসজিদ সাদৃশ্য কিছু।

ইতিপূর্বে, রেইনাল্ডো’র ভিডিও নিয়ে “অলৌকিক ঘটনা, ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে জয় শ্রী কৃষ্ণ” ক্যাপশন ব্যবহার করা হয়েছিল। বিষয়টি নিয়ে ফ্যাক্টওয়াচে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে।

বর্তমানে, “সুবহানাল্লাহ্, আকাশে মসজিদের দৃশ্য” এই ক্যাপশনের ভিডিওটি ঠিক কার তৈরি তা বের করা যায়নি। তবে পূর্বে “অলৌকিক ঘটনা, ভগবান শ্রী কৃষ্ণের জন্মাষ্টমীর দিনে জয় শ্রী কৃষ্ণ” ইত্যাদি ক্যাপশনে যে ভিডিওগুলো ভাইরাল হয়েছে আদতে তা কোনো অলৌকিক ঘটনা নয় এ বিষয়টি আগেই প্রমাণিত হয়েছে।

যে কারণে এই ভিডিওটিকেও অলৌকিক বলার সুযোগ নেই। কেননা ভাইরাল এই ভিডিও তৈরিতে শুরুতে যে ভিডিও বসানো হয়েছে তা ইতিপুর্বেই আর্টিস্ট রেইনাল্ডো’ তার ভূয়া ভিডিওগুলো তৈরিতে ব্যবহার করেছেন।

বিগত কিছু বছরের বিভিন্ন গণমাধ্যমের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করেও এমন জানা যায়নি যে, যেখানে বলা হয়েছে আকাশে মসজিদ দেখা গেছে।

সঙ্গত কারণে এ বিষয়টি সুস্পষ্ট যে কম্পিউটার গ্রাফিকসের মাধ্যমে এই ভিডিওটি তৈরি করা হয়েছে।

তাই, সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ ভাইরাল এসব ভিডিওকে ‘বিকৃত’ হিসেবে সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.