“বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর, আলহামদুলিল্লাহ” — এমন শিরোনামে একটি তথ্য ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর করা হয়নি বরং, জামিনের জন্য আবেদন করা হয়েছে। এ কারণে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া তথ্যটিকে “মিথ্যা” হিসেবে চিহ্নিত করেছে।
গত ৭ ডিসেম্বর বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয় এবং হতাহতের ঘটনা ঘটে। এই ঘটনায় ৪৭৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত দেড় থেকে দুই হাজার বিএনপির নেতাকর্মীকে আসামি করে পল্টন মডেল থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। এই মামলার ভিত্তিতে গত ৮ ডিসেম্বর রাতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং মির্জা আব্বাসকে আসামি হিসেবে তাদের নিজ বাসা থেকে আটক করা হয়। এরপর ৯ ডিসেম্বর তাদের আদালতে হাজির করা হয়। আসামিপক্ষের আইনজীবীরা জামিনের আবেদন করলেও মামলার তদন্ত শেষ না হওয়ার কারণে ওইদিন তাদেরকে আবার কারাগারে পাঠানো হয়। এ সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখুন এখানে এবং এখানে।
পুলিশের করা এই মামলায় ১১ ডিসেম্বর বেলা ১১টায় ঢাকা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষস্থানীয় আরও নেতাকর্মীদের জামিনের আবেদন করা হয়। এই জামিন আবেদনের শুনানির জন্য ১২ ডিসেম্বর ধার্য করেছে আদালত। এ সংক্রান্ত কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
অর্থাৎ মির্জা ফখরুলের জামিন মঞ্জুর হবে কি না এ ব্যাপারে ১২ ডিসেম্বর সোমবার নিশ্চিত হওয়া যাবে।
তাছাড়া, মূলধারার কোনো সংবাদমাধ্যমে এমন কোনো সংবাদ প্রকাশিত হয়নি যার মাধ্যমে নিশ্চিত হওয়া যায় যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর করা হয়েছে।
উল্লেখ্য, আটককৃত বিএনপির নেতাকর্মীদের মধ্যে ঢাকা মহানগর বিএনপির উত্তরের আহ্বায়ক আমানউল্লাহ আমান ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবদুল কাদের ভূঁইয়ার গত ৮ ডিসেম্বর জামিন মঞ্জুর করা হয়েছে।
দেখা যাচ্ছে যে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন মঞ্জুর হওয়ার আগেই ভাইরাল হওয়া পোস্টগুলোতে দাবি করা হচ্ছে তিনি মুক্ত। সঙ্গত কারণে ভিত্তিহীন এই দাবিটিকে ফ্যাক্টওয়াচ “মিথ্যা” হিসেবে সাব্যস্ত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?