যা দাবি করা হচ্ছেঃ “স্টেক খেতে সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল” গত ৪ মার্চ ঢাকা পোস্ট এমন শিরোনামে সংবাদ প্রকাশ করেছে।
অনুসন্ধানে যা পাওয়া যাচ্ছেঃ শিরোনামটি বিকৃত। মির্জা ফখরুলের নামে ঢাকা পোস্ট এমন কোনো সংবাদ প্রকাশ করেনি। সংবাদমাধ্যমটি গত ৪ মার্চ “চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। ‘চিকিৎসার জন্য’ শব্দ দুইটি পরিবর্তন করে ‘স্টেক খেতে’ বসিয়ে দিয়ে সেই শিরোনামটি বিকৃত করা হয়েছে।
ঢাকা পোস্ট গত ৪ মার্চ “স্টেক খেতে সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল” শির্ষক কোনো প্রতিবেদন প্রকাশ করেছিল কি না এ ব্যাপারে নিশ্চিত হওয়ার জন্য শুরুতেই সংবাদমাধ্যমটির অফিসিয়াল ওয়েবসাইটে অনুসন্ধান করা হয়। অনুসন্ধানে সরাসরি এই শিরোনামে কোনো প্রতিবেদন খুঁজে পাওয়া যায়নি। তবে, সেখানে গত ৪ মার্চ প্রকাশিত “চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল” শিরোনামে একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটি থেকে জানা যায়, গত ৪ মার্চ চিকিৎসার জন্য বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সিঙ্গাপুরের উদ্দেশে রওয়ানা দিয়েছিলেন। সঙ্গে তার স্ত্রী রাহাত আরা বেগম ছিলেন।
এই প্রতিবেদনে মির্জা ফখরুল ইসলামের ছবি এবং প্রতিবেদনটি প্রকাশের সময়ের সাথে ভাইরাল ছবিটির হুবহু মিল খুঁজে পাওয়া যায়।
দেখা যাচ্ছে যে, মূল শিরোনামের ‘চিকিৎসার জন্য’ শব্দ দুইটি বাদ দিয়ে ‘স্টেক খেতে’ শব্দ দুইটি বসিয়ে দিয়ে শিরোনামটি বিকৃত করা হয়েছে।
তাছাড়া, মূলধারার অন্যান্য সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনে চিকিৎসার জন্য মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিঙ্গাপুর গমন সংক্রান্ত তথ্য পাওয়া যায়। কিন্তু কোথাও স্টেক খেতে যাওয়া সংক্রান্ত কোনো কিছুর উল্লেখ পাওয়া যায়নি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সিঙ্গাপুর যাওয়া নিয়ে কিছু প্রতিবেদন দেখুন এখানে, এখানে এবং এখানে।
সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ ভাইরাল হওয়া পোস্টগুলোকে বিকৃত হিসেবে সাব্যস্ত করেছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।