‘‘জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগর না ফেরার দেশে চলে গেছেন’’ – এমন একটি খবর কিছু অখ্যার ওয়েব পোর্টালের মাধ্যমে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এই গুজবের কোনো সত্যতা পাওয়া যায়নি।
গুজবের উৎস
সাম্প্রতিক সময়ে ছড়ানো কয়েকটি গুজব পোস্ট দেখুন এখানে এবং এখানে।
এই পোস্টটি KS kibria গ্রুপে করেন Sipu Sipu নামের ফেসবুক প্রোফাইলধারী একজন। তিনি ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তী এবং বাংলাদেশের অভিনেতা আলমগীরের মৃত্যুর গুজবও ছড়ান। উল্লেখ্য এদের কারোই মৃত্যু ঘটে নি, এবং এদের মৃত্যুর গুজব নতুন না। এর আগে ২০২১ সালের এপ্রিলে মিশা সওদাগরের মৃত্যুর গুজব একবার ছড়ানো হয়েছিল, দেখুন এখানে। নায়ক আলমগীরের মৃত্যুর গুজবও এপ্রিল ২০২১ সালেই এসেছিল। দেখুন এখানে। চলতি ২০২২ সালের মে মাসে মিঠুন চক্রবর্তীর মৃত্যুর গুজবও ছড়ানো হয়, দেখুন এখানে।
এমন ভুল বানান এবং অপ্রয়োজনীয় কমা চিহ্ন ব্যবহার করে লেখা পোস্টটি প্রকাশিত হয় ৮ অক্টোবর, ২০২২ সালে। এই খবরে সাগর হুদা এবং নিশা সওবদাগর নামের দুই জনের মৃত্যুর কথাও উল্লেখ করা হয়। তবে এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য বা অন্য কারো অনুভুতি জানতে চাওয়া হয় নি।
২০২১ সালে যখন একই গুজব ছড়িয়ে পরে তখন রাইজিং বিডি মিশা সওদাগরের সাক্ষাৎকার নিয়েছিল। তিনি তখন বলেন–
সম্প্রতি ৮ই অক্টোবর তারিখে দৈনিক ইত্তেফাক পত্রিকায় মিশা সওদাগর এর একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে।
এছাড়া নিজের ভেরিফাইড ফেসবুক একাউন্ট এর মাধ্যমেও তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় রয়েছেন ।
সারমর্ম
ঢাকার চলচিত্রের জনপ্রিয় খল অভিনেতা মিশা সওদাগরের মৃত্যুর খবরটি মিথ্যা, এবং একটি পুরোনো গুজবের পুনরাবৃত্তি। এবং এটিকে গুজব বলেই চিহ্নিত করছে ফ্যাক্টওয়াচ।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?