মুসকান বিষয়ক গুজবে বিখ্যাত ব্যক্তিদের নাম ব্যবহার

24
মুসকান বিষয়ক গুজবে বিখ্যাত ব্যক্তিদের নাম ব্যবহার
মুসকান বিষয়ক গুজবে বিখ্যাত ব্যক্তিদের নাম ব্যবহার

Published on: [post_published]

কর্ণাটকের উদুপি জেলার  মুসলিম মেয়ে মুসকান খান এর হিজাব পরিহিত একটি ছোট ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর থেকে এ সম্পর্কিত বিভিন্ন গুজব সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা যাচ্ছে। বলিউড এর বিভিন্ন তারকা, বিভিন্ন দেশের বিভিন্ন রাজনীতিবিদ কিংবা বিশ্বের বিভিন্ন বিখ্যাত ব্যক্তি মুসকান এর আন্দোলনে সমর্থন দিয়েছেন, এমন গুজব ছড়িয়েছে।

ভিডিও আকারে ছড়িয়ে পড়া এ গুজবগুলো আড়াই থেকে সাড়ে চার মিনিটব্যাপী লম্বা। মুসকান এবং বিখ্যাত ব্যক্তিদের কিছু স্থিরচিত্র ও ভিডিও ক্লিপ নিয়ে প্রতিটি ভিডিও বানানো হয়েছে। নারীকণ্ঠের ধারাভাষ্য মোটামুটি একই রকম। ধারাভাষ্যে সেদিন মুসকানের ঘটনার বর্ণনা, উক্ত বিখ্যাত ব্যক্তি মুসকানের সাহসিকতার প্রশংসা করেছেন, মুসকানের সপক্ষে এবং হিজাবের সপক্ষে বলেছেন, মুসকানকে কোটি টাকা আর্থিক সহায়তা দিয়েছেন ঘুরেফিরে এ কথাগুলো বলা হয়েছে। তবে বিখ্যাত ব্যক্তিদের নিজ কণ্ঠে দেওয়া এমন বক্তব্য, অথবা তাদের সোশাল মিডিয়া প্রোফাইলে শেয়ার করা বক্তব্যের কোনো ছবি নেই এই ভিডিওগুলোয়। এক কথায় বলা যায়, ভিডিওগুলোর ধারাভাষ্যে যে দাবিগুলো করা হয়েছে, উপস্থাপিত কনটেন্টে তার সপক্ষে কিছু নেই।

এমন কয়েকটি গুজব নিয়ে আমাদের এই ফ্যাক্ট ফাইল।

১। শাকিব খান

‘এইমাত্র সাহসী মুসকান খানকে নিয়ে একি বললেন শাকিব খান। হিজাব নিয়ে নতুন ঘোষণা’-  এই ক্যাপশনযুক্ত ভিডিওটি ভাইরাল হয় যেখানে মুসকানকে নিয়ে নায়ক শাকিব খানের কোন বক্তব্য উপস্থাপন করা হয় নি। হিজাব নিয়ে কোন ঘোষণার কথাও বলা হয় নি। দেখুন এখানে, এখানে, এখানে

গণমাধ্যমে এই জনপ্রিয় নায়ক মুসকানকে নিয়ে কিছু বলেছেন এমন কোন বক্তব্য পাওয়া যায় না। শাকিব খানের ভেরিফায়েড ফেসবুক পেইজেও এমন কোন তথ্য নেই।

২। অপু বিশ্বাস

‘এইমাত্র সাহসী মুসকান খানকে নিয়ে একি বললেন নায়িকা অপু বিশ্বাস’ – শিরোনামে ভিডিওটি ভাইরাল হয়। দেখুন এখানে, এখানে

গণমাধ্যমে নায়িকা অপু বিশ্বাস মুসকানকে নিয়ে কিছু বলেছেন এমন কোন বক্তব্য পাওয়া যায় না। অপু বিশ্বাসের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকেও এমন কিছু বলা হয় নি।

৩। নায়ক দেব

‘এইমাত্র সাহসী মুসকান খানকে নিয়ে একি বললেন নায়ক দেব’ – এই ভিডিওটিতে বলা হয় টালিউডের নায়ক দেব মুসকানের সাহসিকতার প্রশংসা করেছেন এবং তাকে কোটি কোটি রুপি আর্থিক সহায়তা প্রদান করেছেন। দেখুন এখানে, এখানে

দেবের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে মুসকানকে নিয়ে অথবা তাকে আর্থিক সহায়তা দেওয়া সংক্রান্ত কোন পোস্ট পাওয়া যায় না। কোনো সংবাদমাধ্যমেও এমন কোনো খবর দেখা যায় নি।

৪। নায়ক জিৎ

‘এইমাত্র সাহসী মুসকান খানকে নিয়ে একি বললেন নায়ক জিৎ’ – এই ভিডিওটিতে নায়ক দেবের গুজবটির মতোই বলা হয় নায়ক জিত মুসকানের সাহসিকতার প্রশংসা করেছেন এবং তাকে কোটি কোটি রুপি আর্থিক সহায়তা প্রদান করেছেন। দেখুন এখানে, এখানে, এখানে

জিতের ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে মুসকানকে নিয়ে অথবা তাকে আর্থিক সহায়তা দেওয়া সংক্রান্ত কোন পোস্ট পাওয়া যায় না। কোনো সংবাদমাধ্যমেও এমন কোনো খবর দেখা যায় নি।


৫। অমিতাভ বচ্চন

‘সাহসী মুসকান খানকে নিয়ে একি বললেন অমিতাভ বচ্চন’- এমন ক্যাপশনযুক্ত একটি ভিডিও ফেসবুকে দেখা যাচ্ছে। দেখুন এখানে । ভিডিওতে দাবি করা হয়েছে, অমিতাভ বচ্চন বলেছেন, মুসকানের জন্য ১০ কোটি টাকা দিব আমি।

তবে অমিতাভ বচ্চনের ভেরিফাইড টুইটার একাউন্টে এমন কোনো ঘোষণা পাওয়া যায় নি।  কোনো সংবাদমাধ্যমেও অমিতাভ বচ্চন সম্পর্কিত এমন কোনো খবর দেখা যায় নি।

 

৬। অক্ষয় কুমার

‘এইমাত্র জুম্মার নামাজ শেষে মুসকান খানকে নিয়ে একি বললেন অক্ষয় কুমার’ – একই প্যাটার্নে বানানো এই ভিডিওটিও ফেসবুকে ভাইরাল হয়। দেখুন এখানে।

এ সংবাদটি কোনো গণমাধ্যমে পাওয়া যায় না। অক্ষয় কুমারের ভেরিফায়েড টুইটার একাউন্ট থেকে মুসকানকে নিয়ে কোনো টুইট করা হয় নি।


৭। সালমান খান

সালমান খান মুসকানকে ৫ কোটি রুপি পুরষ্কার দিয়েছে (ক্ষেত্রবিশেষে ৩ কোটি) , এবং মুসকান সেই টাকা আবার সালমান খানকে ফিরিয়ে দিয়েছে, এমন একটি গুজব ছড়িয়ে পড়েছিল। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এর সত্যতা পাওয়া যায়নি। এ সংক্রান্ত ফ্যাক্টওয়াচের রিপোর্ট দেখুন এখানে

৮। শাহরুখ খান

শাহরুখ খান মুসকানকে কোটি কোটি রুপি দিয়ে সহায়তা করেছে, এমন একটি ভিডিও-ও ভাইরাল হয়েছে। দেখুন এখানে। গণমাধ্যমে এবং শাহরুখ খানের ভেরিফায়েড টুইটার একাউন্টে এমন কোন সংবাদ নেই।

 

৯। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

‘এইমাত্র সাহসী মুসকান খানকে নিয়ে একি বললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং’ – এই ভাইরাল ভিডিওতে বলা হয় চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মুসকানের সাহসিকতাকে সম্মান জানিয়েছেন, এবং ভারতের সকল মুসলমানকে একত্রিত হওয়ার আহবান জানিয়েছে। তবে শি জিনপিং এই বক্তব্য প্রদান করছে, এমন কোন ক্লিপ এই ভিডিওতে নেই। দেখুন এখানে, এখানে

এ বিষয়ে মূলধারার কোনো গণমাধ্যমে কোনোরকম তথ্য পাওয়া যায় না।


১০। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

‘সুবহানআল্লাহ! মুসকান কে নিয়ে একি বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান’ – এ শিরোনামে একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হয়েছে। দেখুন এখানে, এখানে , এখানে , এখানে , এখানে , এখানে , । তবে ভিডিওটিতে মুসকানকে নিয়ে ইমরান খানের কোনো বক্তব্য নেই। ভিডিওটির ৫ সেকেন্ডের মাথায় ইমরান খানের যে বক্তব্য দেখানো হয় সেটি ২০২১ সালের সেপ্টেম্বর মাসে ইমরান খানের দেওয়া একটি ভাষণের অংশবিশেষ।

মিডিয়ায় মুসকানকে নিয়ে ইমরান খান কোনো বক্তব্য রেখেছেন এমন কোন সংবাদ পাওয়া যায় নি।


১১। উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন

‘এইমাত্র সাহসী মুসকান খানকে নিয়ে একি বললেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন’ – এই ক্যাপশনেও একটি ভিডিও ভাইরাল হয়েছে। দেখুন এখানে, এখানে। এই ভিডিওতেও মুসকানকে নিয়ে কিম জন উন-এর কোনো সুনির্দিষ্ট বক্তব্য দেখানো হয় নি। মিডিয়াতেও এ সংক্রান্ত কোন তথ্য নেই।

 

১২। সৌদি আরবের প্রধানমন্ত্রী সালমান বিন আবদুল আজিজ

‘এইমাত্র মুসকান খানকে নিয়ে একি বললেন সৌদি আরবের প্রধানমন্ত্রী সালমান বিন আবদুল আজিজ’ – এই শিরোনামেও একটি ভিডিও ভাইরাল হয়। দেখুন এখানে, এখানে

সেখানে বলা হয়েছে সৌদি আরবের প্রধানমন্ত্রী সালমান বিন আবদুল আজিজ মুসকানের সপক্ষে বক্তব্য রাখেন এবং তাকে কোটি কোটি রুপি প্রদান করেন। বাকিগুলোর মতো এ দাবির সপক্ষেও কোন তথ্য খুঁজে পাওয়া যায় নি।

 

১৩। দুবাই এর শেখ হামদান বিন মোহাম্মদ

‘দেখুন এবার দুবাই থেকে বোন মুসকানকে কোটি টাকা পুরস্কার করল শেখ হামদান বিন মোহাম্মদ’ – এই শিরোনামে ভিডিওটি ভাইরাল হয়। দেখুন এখানে, এখানে

তবে দুবাইয়ের প্রিন্স মুসকানকে নিয়ে কোন বক্তব্য রেখেছেন অথবা তাকে কোটি টাকা পুরস্কৃত করেছেন এমন কোন সংবাদ পাওয়া যায় নি। হামদান বিন মোহাম্মদের ভেরিফায়েড টুইটার একাউন্টে এমন কোন টুইট পাওয়া যায় নি।

 

১৪,১৫। মমতা ব্যানার্জি ও নরেন্দ্র মোদি

মমতা ব্যানার্জির নামযুক্ত ভিডিওতে দাবি করা হয়েছে, মমতা ব্যানার্জি মুসকানের কাজ খুশি এবং হিজাবের পক্ষে কথা বলেছেন। তিনি মুসকানকে কোটি টাকা পুরষ্কার দিয়েছেন। দেখুন এখানে, নরেন্দ্র মোদির নামযুক্ত ভিডিওতে দাবি করা হয়েছে, নরেন্দ্র মোদি বিজেপি সরকারের পক্ষ থেকে হিজাব পরা যাবে না এমন কোন নির্দেশ দেওয়া হয় নি। গণমাধ্যম, মমতা ব্যানার্জি এবং নরেন্দ্র মোদির ভেরিফায়েড টুইটার একাউন্টে মুসকানের কোন উল্লেখ নেই।

 

উল্লেখ্য, বলিউডের বেশ কয়েকজন তারকা মুসকান খানকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন। এদের মধ্যে রয়েছে স্বরা ভাস্কর, রিচা চাড্ডা, কমল হাসান, পূজা ভাট, মালালা, সাফাত আলী, ফখর-এ-আলম, জন কিউস্যাক, ফিরোজ খান, আসাদ সিদ্দিকী, ফয়সাল কুরাইশি, নূর বুখারি প্রমুখ। এছাড়া সেলেব্রিটি ফুটবলার পগবা মুসকান ইস্যুতে একটি ইন্সটাগ্রাম স্টোরি শেয়ার করেন।

বিভিন্ন ইস্যুতে বিখ্যাত ব্যক্তিদের নাম ব্যবহার করে গুজব তৈরি কোনো সাম্প্রতিক ট্রেন্ড নয়। পূর্ববর্তী সময়ে একই প্যাটার্নে বিখ্যাত ব্যক্তিদের নাম ব্যবহার করে তৈরি গুজব ফেসবুকে ভাইরাল হতে দেখা গেছে। ২০২১ সালের সেপ্টেম্বরে কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন অবমাননা ইস্যুতে এরকম বেশ কিছু পোস্ট ভাইরাল হয়।এ বিষয়ে দেখতে পারেন ফ্যাক্টওয়াচের এই দু’টি রিপোর্ট- কুমিল্লার ঘটনা নিয়ে মিজানুর রহমান আজহারী কোনো উস্কানিমূলক বক্তব্য দেন নি এবং কুমিল্লার ঘটনায় ক্ষিপ্ত হয়ে এবার মুখ খুললেন সেনাবাহিনী” – দাবিটি মিথ্যা ।

 

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

 

 

No Factcheck schema data available.