সম্প্রতি ভারতীয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর মৃত্যুর খবর ফেসবুকে ভাইরাল হয়েছে। অনুসন্ধানে দেখা যাচ্ছে, মিঠুন চক্রবর্তীর মৃত্যুর খবরটি ভিত্তিহীন। তাঁর অফিসিয়াল ফেসবুক পেজ কিংবা মূলধারার গণমাধ্যমে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। বরং তাঁকে সম্প্রতি একটি সিনেমার শ্যুটিং শেষ করতে দেখা যায়।
ভাইরাল এই প্রতিবেদনে বলা হচ্ছে, বিখ্যাত এই অভিনেতা না ফেরার দেশে চলে গেছেন। “Barnews24” নামে একটি ওয়েবপোর্টাল থেকে খবরটি ভাইরাল হয়।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধান
ভাইরাল এই প্রতিবেদনের শিরোনামে মিঠুন চক্রবর্তীর মৃত্যুর দাবি করা হলেও বিস্তারিত অংশে এর স্বপক্ষে কোনো তথ্য দেওয়া হয়নি। বরং এই অংশে একটি তথ্য যাচাই প্রতিবেদন হুবহু তুলে দেওয়া হয়েছে। শিরোনামে বলা হচ্ছে, মিঠুন চক্রবর্তী মারা গেছেন, আবার মূল অংশে বলা হচ্ছে দাবিটি গুজব। অর্থাৎ, ভাইরাল এই প্রতিবেদনটি স্ব-বিরোধী।
প্রাসঙ্গিক কি-ওয়ার্ডের সাহায্যে অনুসন্ধান করা হলে মূল প্রতিবেদনটি খুঁজে পাওয়া যায়৷ রিউমার স্ক্যানার নামে বাংলাদেশের একটি তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ০৯ আগস্ট, ২০২২ এ প্রতিবেদনটি প্রকাশ করে। মিঠুন চক্রবর্তীর মারা যাওয়ার গুজবের বিপরীতে প্রতিবেদনটি প্রকাশিত হয়। অবাক করা বিষয় এটা যে, ভাইরাল পোস্টটি রিউমার স্ক্যানারের ফ্যাক্টচেক রিপোর্ট থেকেই কপি করেছে, কিন্তু শিরোনামটি পাল্টে দিয়েছে।
অন্যদিকে, মিঠুন চক্রবর্তীর অফিসিয়াল মাধ্যম কিংবা মূলধারার গণমাধ্যমেও এ ধরণের কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি। বরং সম্প্রতি ভারতীয় গণমাধ্যম এবিপি লাইভের একটি প্রতিবেদনে জানা যায়, এই অভিনেতা “প্রজাপতি” নামে তার নতুন সিনেমার শ্যুটিং শেষ করেছেন।
এর আগেও এমন গুজব ছড়ালে আরটিভি এ বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি দেখুন এখানে।
সুতরাং বিষয়টি পরিষ্কার যে, মিঠুন চক্রবর্তীর মৃত্যুর খবরটি ভিত্তিহীন এবং মিথ্যা। তাই ফ্যাক্টওয়াচ এসব পোস্টকে “মিথ্যা” চিহ্নিত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?