পদ্মা সেতু উদ্বোধন করতে নরেন্দ্র মোদি আসছেন না

65
পদ্মা সেতু উদ্বোধন করতে নরেন্দ্র মোদি আসছেন না
পদ্মা সেতু উদ্বোধন করতে নরেন্দ্র মোদি আসছেন না

Published on: [post_published]

পদ্মা সেতু উদ্বোধন করতে বাংলাদেশে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি– এমন একটি খবর ভাইরাল হয়েছে। তবে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে এই খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাই এই সেতুটি উদ্বোধন করবেন ।

গুজবের উৎস

ভাইরাল কয়েকটি পোস্ট দেখুন এখানে , এখানে , এখানে এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান

বাংলাদেশ সংবাদ সংস্থা-বাসস এর এই খবরে বলা হয়েছে, ২৫শে জুন সকাল ১০টায় মুন্সীগঞ্জের মাওয়া পয়েন্টে পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী।

সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত সেতু উদ্বোধন, সেতু অতিক্রম, স্মারক ডাকটিকেট উন্মোচন, জনসভা ইত্যাদি কর্মসূচীর বিস্তারিত সূচিও পাওয়া যাচ্ছে প্রতিবেদনটি থেকে।

নরেন্দ্র মোদি কিংবা অন্য কোনো অতিথির আগমনের কথা এসব খবরে নেই।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বর্তমানে ভারতেই আছেন । আগামি ২৬ থেকে ২৮ জুনের সফরে নরেন্দ্র মোদি  জার্মানিতে জি-৭-এর বৈঠকে আমন্ত্রিত রাষ্ট্রের প্রতিনিধি হিসাবে যোগ দেবেন । তারপর সেখান থেকে তিনি যাবেন আবু ধাবি।

সর্বশেষ ২০২১ সালের ২৬শে মার্চ নরেন্দ্র মোদি বাংলাদেশ সফরে এসেছিলেন। নিকট ভবিষ্যতে তার বাংলাদেশে আসার কোনো কর্মসূচি নেই।

এছাড়া, আলোচ্য ভিডিওতে নরেন্দ্র মোদির বিমান থেকে নামার যে ক্লিপটা ব্যবহার করা হয়েছে, সেটি নেয়া হয়েছে নরেন্দ্র মোদির জাপান সফরের ভিডিও থেকে। ২০২২ সালের ২৩শে মে তিনি কোয়াড এর বৈঠকে যোগ দিতে জাপানের টোকিও পৌছান ।

সার্বিক বিবেচনায় পদ্মা সেতু উদ্বোধন করতে নরেন্দ্র মোদি আসার খবরটিকে ফ্যাক্টওয়াচ মিথ্যা সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.