পূজামণ্ডপের সামনে মোনাজাতের এই ছবিটা বিকৃত

278
পূজামণ্ডপের সামনে মোনাজাতের এই ছবিটা বিকৃত
পূজামণ্ডপের সামনে মোনাজাতের এই ছবিটা বিকৃত

দুর্গাপূজার একটি মণ্ডপকে পেছনে রেখে পাঁচ জন মুসল্লী দুই হাত তুলে মোনাজাত করছেন, এমন একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। তবে অনুসন্ধানে দেখা যাচ্ছে যে এই ছবিটি ডিজিটাল প্রযুক্তির সহায়তায় বিকৃত করা হয়েছে। প্রকৃতপক্ষে ,উক্ত ব্যক্তিরা একটি কবরের সামনে হাত তুলে মোনাজাত করছিলেন। তাদের মোনাজাতের ছবিটি পূজামণ্ডপের সামনে প্রতিস্থাপন করা হয়েছে।

গুজবের উৎস


ছড়িয়ে পড়া কয়েকটি পোস্ট দেখতে পাবেন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এখানে

অনুসন্ধান


এই ছবিতে কমপক্ষে দু’টি অসঙ্গতি দেখা যাচ্ছে।

প্রথমত, সর্ববামে নীল পাঞ্জাবি পরিহিত ব্যক্তির শরীরের অংশবিশেষ একেবারেই অদৃশ্য হয়ে গিয়েছে এবং পেছনের পূজা মন্ডপের অংশবিশেষ দেখা যাচ্ছে।

দ্বিতীয়ত, সর্বডানের ব্যক্তির মোনাজাতরত হাতের সাথে লাগোয়া অপর এক ব্যক্তির সাদা পাঞ্জাবির অংশবিশেষ (বা অন্য কোনো কাপড়) দেখা যাচ্ছে,কিন্তু সম্পূর্ণ শরীর দেখা যাচ্ছে না।


এই দু’টি অসঙ্গতি থেকে ধারণা করা যায় যে এটি একটি এডিটেড ছবি।

৫ জন ব্যক্তির মোনাজাত করা মূল ছবিটি ২০২৩ সালের ৫ই ফেব্রুয়ারি তারিখে বিভিন্ন পেজ এবং একাউন্ট থেকে দেখা যাচ্ছে। যেমন দেখুন এখানে,এখানে,এখানে,এখানে,এখানে

এই ছবিতে পূর্বের অসঙ্গতি দু’টি নাই। এখানে বাম পাশের নীল পাঞ্জাবি পরিহিত ব্যক্তির সম্পূর্ণ শরীর এবং দুই হাত দেখা যাচ্ছে। একেবারে ডান পাশের ব্যক্তির পাশে অপর একজন ব্যক্তি দন্ডায়মান রয়েছেন বলে ধারণা করা যাচ্ছে, যদিও ছবির ফ্রেমে তিনি আসেননি।


এসকল ছবির ক্যাপশন থেকে জানা যাচ্ছে যে, আল্লামা হাফিজুর রহমান সিদ্দিকী ও মুফতি হেদায়েত উল্লাহ আজাদীসহ কয়েকজন মুসল্লী চরমোনাই মরহুম পীর সাহেব হুজুরের কবর জিয়ারত করার সময়ে এই ছবি তোলা হয়েছিল।

অর্থাৎ এটা নিশ্চিত বোঝা যাচ্ছে যে কবর জিয়ারতের এই ছবিটাকেই পূজামণ্ডপের সামনে জুড়ে দিয়ে ভুল দাবিতে প্রচার করা হচ্ছে।

সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এ সকল পোস্টকে ‘বিকৃত’ সাব্যস্ত করছে।

No Factcheck schema data available.

এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে

এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।

কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে
ইমেইল করুনঃ contact@fact-watch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh