ভারতীয় ব্যক্তিকে কুমিল্লার আবদুর রহমান দাবিতে ভূয়া সাহায্যের আবেদন

16
ভারতীয় ব্যক্তিকে কুমিল্লার আবদুর রহমান দাবিতে ভূয়া সাহায্যের আবেদন ভারতীয় ব্যক্তিকে কুমিল্লার আবদুর রহমান দাবিতে ভূয়া সাহায্যের আবেদন

Published on: [post_published]

সম্প্রতি সামাজিক মাধ্যমে এক ব্যক্তিকে “কুমিল্লার আব্দুর রহমান” দাবি করে পায়ের অপারেশন করানোর জন্য অর্থ সাহায্য চেয়ে একটি পোস্ট শেয়ার করা হচ্ছে। তবে, ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গিয়েছে যে উক্ত পোস্টে ব্যবহৃত ছবিটি ২০১৭ সাল থেকেই ভারতীয় বিভিন্ন ফেসবুক পেইজে শেয়ার হচ্ছে এবং ছবির ব্যক্তির নাম আব্দুর রহমান নয়। তাছাড়া, সামাজিক মাধ্যমে প্রাপ্ত ভারতীয় ফেসবুক পেইজের পোস্টগুলোর ভাষা যাচাই করে দেখা গিয়েছে সেগুলো পাঞ্জাবি ভাষা। সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টগুলোর ক্যাপশনকে “মিথ্যা” বলে সাব্যস্ত করছে।

সামাজিক মাধ্যমে শেয়ারকৃত এমন কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এবং এখানে

ফ্যাক্টওয়াচের অনুসন্ধান:

সামাজিক মাধ্যমে অর্থ সাহায্য চেয়ে শেয়ারকৃত পোস্টের ব্যক্তিটির নাম আব্দুর রহমান কিনা এবং তার বাড়ি কুমিল্লার কান্দিরপাড় কিনা তা যাচাই করতে আমরা পোস্টগুলোতে ব্যবহৃত ছবিটি নিয়ে রিভার্স ইমেজ সার্চ করি এবং বেশ কয়েকটি ভারতীয় ফেসবুক পেইজের সন্ধান পাই। উক্ত পেইজগুলো ঘেঁটে ২০১৭ সাল থেকে নিয়মিত পোস্ট হওয়া একটি ছবি খুঁজে পাই আমরা, যার সাথে কুমিল্লার আব্দুর রহমান দাবি করে হওয়া পোস্টে ব্যবহৃত ছবিটির হুবহু মিল রয়েছে। ভারতীয় পেইজগুলোতে প্রাপ্ত কিছু পোস্টের নমুনা দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে, এবং এখানে। তাছাড়া, উক্ত পোস্টগুলোর ভাষা গুগল ট্রান্সলেটের ল্যাঙ্গুয়েজ ডিটেক্টর এর মাধ্যমে যাচাই করে দেখা গিয়েছে যে সেগুলো পাঞ্জাবি ভাষা।

প্রাপ্ত ভারতীয় ফেসবুক পেইজগুলোর মধ্যে “Bhai Pargat Singh Moga” নামক পেইজে ১০ই অক্টোবর, ২০১৭ তে শেয়ার হওয়া একটি পোস্ট পাওয়া যায়, যেখানে ব্যবহৃত ছবিটির সাথে সামাজিক মাধ্যমে শেয়ারকৃত বাংলা ভাষার পোস্টে ব্যবহৃত ছবিটির হুবহু মিল রয়েছে এবং পোস্টের ক্যাপশনে বলা হচ্ছে অজিত গিল (Ajit Gill) গ্রামের বালজিন্দার সিং (Baljinder Singh) এর ছেলে সোহান সিং (Sohan Singh) দুই মাস আগে ট্রেনে কাটা পড়ে তার দুই পা এবং একটি হাত হারিয়েছেন৷ উল্লেখ্য, অজিত গিল ভারতের পাঞ্জাবের ফরিদকোট (Faridkot) জেলায় অবস্থিত একটি গ্রামের নাম।

তাছাড়া, আব্দুর রহমান দাবি করে সামাজিক মাধ্যমে সাহায্য চেয়ে শেয়ারকৃত পোস্টগুলোতে উল্লেখিত বিকাশ এবং নগদ অ্যাকাউন্ট নাম্বার এর মধ্যে তারতম্য লক্ষ্য করা গিয়েছে, যা সন্দেহজনক। সাধারণত সাহায্য চাওয়ার প্রকৃত পোস্টগুলোতে একটি মোবাইল নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার ব্যবহার হতে দেখা যায়।

অতএব, এই বিষয়টি স্পষ্ট যে সামাজিক মাধ্যমে সাহায্য চাওয়ার পোস্টটিতে ব্যবহৃত ছবিটি সাম্প্রতিক সময়ের নয় এবং ছবিটির ব্যক্তির নাম আব্দুর রহমান নয় এবং তার বাড়ি কুমিল্লার কান্দিরপাড় নয়।

উল্লেখ্য, কুমিল্লার আব্দুর রহমান দাবি করে সাহায্য চাওয়া – বিষয়টি নিয়ে Boom Bangladesh নামক একটি ফ্যাক্ট-চেকিং ওয়েবসাইট ২৫ই মে, ২০২২ এ একটি ফ্যাক্ট-চেকিং রিপোর্ট প্রকাশ করে এবং তাদের প্রাপ্ত প্রমাণাদি এর ভিত্তিতে জানিয়েছে যে উক্ত ব্যক্তিটি আব্দুর রহমান নন এবং ছবিটি পুরানো। Boom Bangladesh এর রিপোর্টটি পড়ুন এখানে

সুতরাং, সবকিছু বিবেচনা করে ফ্যাক্টওয়াচ সামাজিক মাধ্যমে শেয়ারকৃত পোস্টের ক্যাপশনকে “মিথ্যা” সাব্যস্ত করছে।

আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন?
কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন?
নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?

এসবের সত্যতা যাচাই করতে আমাদেরকে জানান।
আমাদেরকে ইমেইল করুনঃ contact@factwatch.org
অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh

No Factcheck schema data available.