১৪ ফেব্রুয়ারি উপলক্ষে বিকাশ সকল গ্রাহককে ১৪০০ টাকা ভালোবাসা উপহার দিচ্ছে – এমন দাবিতে একটি পোস্ট ঘুরে বেড়াচ্ছে ফেসবুকে। ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে, এটি একটি ভুয়া তথ্য বা স্ক্যাম। বিকাশ কর্তৃপক্ষ থেকে এমন কোনো ঘোষণা আসে নি। পোস্টের সাথে যে লিংক যুক্ত করা হয়েছে তা থেকে প্রতীয়মান হয় যে, প্রতি বছরই একটি নির্দিষ্ট দিবসকে কেন্দ্র করে বিকাশ অফারের নামে স্প্যামিং পোস্টে সংযুক্ত ফিশিং লিংকের মাধ্যমে গ্রাহকদের টাকা ও তথ্য হাতিয়ে নেওয়ার মতোই এটি আরেকটা প্রচেষ্টা । তাই ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “মিথ্যা” আখ্যা দিচ্ছে।
গুজবের উৎস
১১ ফেব্রুয়ারি থেকে পোস্টটি ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে। কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে, এখানে।
ফ্যাক্টওয়াচ অনুসন্ধান
বিকাশেরঅফিশিয়ালফেইসবুকপেইজbKash Limitedএরচলতিমাসেরবিভিন্নপোস্টএবংঅফারপর্যালোচনাকরেদেখা যাচ্ছে তারা ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে সকল গ্রাহককে কোনঅর্থমূল্যউপহারঅফারকরেনি। ভালোবাসা দিবস ও পহেলা ফাল্গুন উপলক্ষে শুধুমাত্র কিছু দোকান এবং হোটেল-রিসোর্টে বিকাশে লেনদেন করলে সীমিত পরিমাণে ডিসকাউন্ট এবং কিছু প্যাকেজ অফার করা হয়েছে বিকাশ কর্তৃপক্ষ থেকে।
১৪ ফেব্রুয়ারিরএইপোস্টটিসম্পর্কেফেসবুকে সৈয়দপুর নিউজ ২৪ নামক একটি পেইজ থেকে সতর্কতামূলকএকটিপোস্টকরাহয়েছে।সেখানেবলাহয়েছে “এরাপ্রতারকএদেরকাছথেকেসাবধান, টাকারএমাউন্টভেরিফিকশনকোডদিলেআপনারএকাউন্টতাদেরহাতেচলেযাবে।“
সতর্কতামূলক পোস্টে বিকাশেরভুয়া অফার লিংকে ক্লিক করে যা ঘটবে সেসম্পর্কিতকিছুস্ক্রিনশটদেওয়াহয়েছেযারমাধ্যমেপ্রতারণারপ্রক্রিয়াটিসম্পর্কেধারণাপাওয়াযাবে। স্ক্রিনশটগুলো আমরা এখানেও সংযুক্ত করছি –
উপরের প্রক্রিয়া থেকে স্পষ্ট যে, প্রতারক চক্র একটি মার্চেন্ট অ্যাকাউন্ট তৈরি করে গ্রাহককে তার বিকাশ অ্যাকাউন্টের সম্পূর্ণ টাকা পেমেন্ট অপশনের মাধ্যমে সেই মার্চেন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করাচ্ছে। এভাবে গ্রাহক তার বিকাশ অ্যাকাউন্টে জমাকৃত টাকার সম্পূর্ণটাই হারাবেন।
সুতরাং সার্বিক বিবেচনায় ফ্যাক্টওয়াচ এ পোস্টকে “মিথ্যা” সাব্যস্ত করছে।
বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবসে বিকাশের নামে ফেসবুকে এমন প্রতারণার চেষ্টা নিয়মিত করা হয়। সম্পর্কিত ফ্যাক্টওয়াচের কিছু প্রতিবেদন দেখতে পারেন এখানে, এখানে, এখানে, এখানে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।