যা দাবি করা হচ্ছে: “অ্যাকাউন্ট থেকে টাকা তোলার লিমিট বেঁধে দিল ব্যাংক” – শিরোনামে একটি সংবাদ সামাজিক মাধ্যমে শেয়ার করা হচ্ছে, যা দেখে অনেকেই মনে করছে যে এই টাকা উত্তোলনের সীমারেখা বাংলাদেশের ব্যাংকগুলোর উপর আরোপ করা হয়েছে।
আসলে যা ঘটেছে: ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে জানা গেছে যে, ব্যাংক থেকে টাকা উত্তোলনের সীমারেখা বেঁধে দেওয়ার খবরটি বাংলাদেশের নয়, ভারতের। দেশটির কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া (RBI) গত ২৫ সেপ্টেম্বর ২০২৩ এ প্রকাশিত একটি প্রেস রিলিজে জানিয়েছে যে, ভারতের আহমেদাবাদ এ অবস্থিত কালার মার্চেন্টস কো-অপারেটিভ ব্যাংক পূর্বানুমতি না পাওয়া পর্যন্ত কোন ঋণ দিতে বা পুরানো ঋণ নবায়ন করতে পারবে না, কোন নতুন বিনিয়োগ বা আমানত গ্রহণ করতে পারবে না, এবং ব্যাংকটির গ্রাহকেরা তাদের অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকার (রুপি) বেশি অর্থ উত্তোলন করতে পারবেন না। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’র এই নির্দেশনাটি কেবল কালার মার্চেন্টস কো-অপারেটিভ ব্যাংক এর জন্য ২৬ সেপ্টেম্বর ২০২৩ থেকে শুরু করে পরবর্তী ছয় মাসের জন্য কার্যকর থাকবে। যেহেতু সামাজিক মাধ্যমে শেয়ারকৃত সংবাদগুলোর শিরোনামে উপরে আলোচিত বিষয়গুলো স্পষ্ট করা হয়নি, সেহেতু ফ্যাক্টওয়াচ উক্ত শিরোনামকে “বিভ্রান্তিকর” বলে সাব্যস্ত করছে।
এমন কিছু সংবাদ শিরোনামের নমুনা দেখুন এখানে, এখানে, এবং এখানে।
সামাজিক মাধ্যমে শেয়ারকৃত “অ্যাকাউন্ট থেকে টাকা তোলার লিমিট বেঁধে দিল ব্যাংক” – শীর্ষক শিরোনামের সংবাদগুলোতে প্রবেশ করে মূল সংবাদ পড়ে দেখা গেছে যে, ব্যাংক থেকে গ্রাহকদের টাকা উত্তোলনের সীমারেখা বেঁধে দেওয়ার খবরটি ভারতের। শেয়ার নিউজ ২৪, দৈনিক জনকন্ঠ, জুম বাংলা কর্তৃক প্রকাশিত সংবাদগুলো পড়ে জানা গেছে যে, গত ২৫ সেপ্টেম্বর ২০২৩ এ ভারতের কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া, তাদের প্রকাশিত একটি প্রেস রিলিজে জানিয়েছে, আহমেদাবাদে অবস্থিত কালার মার্চেন্টস সমবায় ব্যাংকটি কেন্দ্রীয় ব্যাংকের পূর্বানুমতি না পাওয়া পর্যন্ত কোন ধরণের ঋণ দিতে বা পুরানো ঋণ নবায়ন করতে পারবে না, কোন নতুন বিনিয়োগ বা আমানত গ্রহণ করতে পারবে না, এবং ব্যাংকটির গ্রাহকেরা তাদের অ্যাকাউন্ট থেকে ৫০ হাজার টাকার (রুপি) বেশি অর্থ উত্তোলন করতে পারবেন না। উক্ত সংবাদগুলোতে আরও বলা হয়েছে, ব্যাংকের গ্রাহকেরা ৫০ হাজার টাকার (রুপি) বেশি অর্থ উত্তোলন করতে না পারলেও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া’র নিয়ম অনুযায়ী তারা পাঁচ লাখ টাকা (রুপি) পর্যন্ত বীমা সুবিধা পাবেন এবং কালার মার্চেন্টস সমবায় ব্যাংকটির আর্থিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত তাদের উপর কেন্দ্রীয় ব্যাংকের এই নিষেধাজ্ঞা বলবৎ থাকবে। তাছাড়া, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া আরও জানিয়েছে যে, কালার মার্চেন্টস সমবায় ব্যাংকটিকে ঘিরে তাদের গৃহীত পদক্ষেপগুলোকে কোনভাবেই উক্ত ব্যাংকের লাইসেন্স বাতিলের সাথে তুলনা করা উচিত নয়।
Image: Excerpt from the Daily Janakantha
উল্লেখ্য, ভারতের কেন্দ্রীয় ব্যাংক, রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়া এর ওয়েবসাইটে ২৫ সেপ্টেম্বর ২০২৩ এ প্রকাশিত একটি প্রেস রিলিজ খুঁজে পাওয়া গেছে যার সাথে উপরে আলোচিত সংবাদগুলোর মিল রয়েছে।
Image: Press Release of Reserve Bank of India
অতএব, এই বিষয়টি স্পষ্ট যে, ব্যাংকের গ্রাহকদের অ্যাকাউন্ট থেকে টাকা তোলার লিমিট বেঁধে দেওয়ার সংবাদটি ভারতের। তাও এটি ভারতের সকল ব্যাংক নয়, বরং আহমেদাবাদে অবস্থিত কালার মার্চেন্টস কো-অপারেটিভ ব্যাংকের গ্রাহকদের জন্য প্রযোজ্য করেছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক।
সঙ্গত কারণে ফ্যাক্টওয়াচ এসব শিরোনামকে “বিভ্রান্তিকর” আখ্যা দিচ্ছে।
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের নীতি মেনে লেখা হয়েছে।। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে। এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।