মাকে জড়িয়ে ধরলেন মেসি- সম্প্রতি এমন শিরোনামে মেসির সাথে একজন মহিলার একটি ছবি এবং ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। অনুসন্ধানে জানা যাচ্ছে, ছবির সেই মহিলাটি মেসির মা নন। ভিডিওর মহিলার হাতে ট্যাটু আঁকা ছিল এবং তার গায়ে ছিল আর্জেন্টিনার নীল-সাদা জার্সি, অপরদিকে মেসির মা ফাইনালের দিন পার্পল রঙের জার্সি পরে স্টেডিয়ামে এসেছিলেন এবং তার হাতে কোনো ট্যাটু আঁকা নেই। অধিকন্তু, ল্যাটিন আমেরিকার কয়েকটি গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, মেসিকে জড়িয়ে ধরা এই মহিলার নাম এনটনিও ফারিয়াস (Antonio Farias), তিনি আর্জেন্টিনা জাতীয় দলের একজন রাঁধুনী।
তবে পুনরায় অনুসন্ধানে তথ্য যাচাই প্রতিষ্ঠান দ্য কুইন্টের একটি প্রতিবেদন পাওয়া যায়। সেখান থেকে বিশ্বকাপ ফাইনালের দিন গেটি ইমেজে প্রকাশিত মেসির মা সিলিয়া মারিয়ার (Celia Maria Cuccittini) কিছু ছবি খুঁজে পাওয়া যায়। উক্ত ছবির সাথে ভাইরাল ছবি এবং ভিডিওর তুলনা করলে নিম্নোক্ত কয়েকটি বিষয় নজরে আসেঃ
লক্ষ্য করলে দেখা যায় ফাইনাল খেলার সময় মেসির মা আর্জেন্টিনা জাতীয় দলের এওয়ে জার্সি অর্থ্যাৎ পার্পল রং এর একটি জার্সি পড়েছিলেন। কিন্তু ভিডিওতে থাকা মহিলার গায়ে জাতীয় দলের হোম জার্সি অর্থ্যাৎ আকাশী নীল এবং সাদা রং এর জার্সিটি দেখা যাচ্ছে।
পুনরায় লক্ষ্য করলে দেখা যাচ্ছে ভাইরাল ভিডিওতে থাকা মহিলার বাম হাতে একটি ট্যাটু আঁকা আছে কিন্তু মেসির মায়ের দুই হাতের এই জায়গায় কোনো ট্যাটু দেখা যাচ্ছে না।
এ থেকে নিশ্চিতভাবেই বলা যাচ্ছে ভাইরাল ভিডিও কিংবা ছবিতে থাকা মহিলা লিওনেল মেসির মা নন।
পরবর্তীতে সেই মহিলার পরিচয় জানতে অনুসন্ধান করা হলে, কলাম্বিয়া এবং আর্জেন্টিনার কয়েকটি গণমাধ্যম থেকে জানা যায়, তার নাম এনটনিয়া ফারিয়াস (Antonia Farias), তার বয়স ৪২ বছর। তিনি আর্জেন্টিনা জাতীয় দলের একজন রাঁধুনি, প্রায় এক দশক ধরে তিনি এই দলের সাথে রয়েছেন। এমন কয়েকটি প্রতিবেদন পড়ুন এখানে, এখানে এবং এখানে।
অতএব, নিশ্চিতভাবেই দেখা যাচ্ছে ভাইরাল এই মহিলা মেসির মা নন। কয়েকটি সংবাদমাধ্যমের দাবি অনুযায়ী তিনি আর্জেন্টিনা জাতীয় দলের রাঁধুনী এনটনিও ফারিয়াস। সবকিছু বিবেচনায় ফ্যাক্টওয়াচ এমন দাবিসহ ফেসবুক পোস্টগুলোকে মিথ্যা চিহ্নিত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?