সম্প্রতি আড়ং এবং প্রাণ-আরএফএলের নাম ব্যবহার করে কিছু পোস্ট ভাইরাল হয়েছে ,যে পোস্টগুলোতে বলা হচ্ছে মা দিবস উপলক্ষে প্রাণ আরএফএল (অথবা কোনো কোনো পোস্ট অনুযায়ী আড়ং) ৩০ হাজার টাকা পুরস্কার দিচ্ছে। কিন্তু ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে প্রাণ-আরএফএল বা আড়ং কোন কোম্পানি এমন কোন পুরস্কারের ঘোষণা দেয় নি। সঙ্গত কারনে ফ্যাক্টওয়াচ এ পোস্টগুলোকে মিথ্যা সাব্যস্ত করছে।
ভাইরাল হওয়া পোস্টগুলোর কোনটি আড়ং কোনটি প্রাণ-আরএফএল কোম্পানির নামে ছড়ানো হচ্ছে। পোস্টগুলোর ক্যাপশন হুবহু একই, শুধু কোম্পানির নাম বদলে দেয়া হয়েছে।
বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে এপ্রিল মাসের দ্বিতীয় রবিবার মা দিবস হিসেবে উদযাপিত হয়। এ বছর ১৪ই মে এই মা দিবস পড়েছে। ১৪ই মে কে সামনে রেখে মে মাসের প্রথম থেকেই এই গুজবটা ছড়িয়ে পড়েছে। ইতিপূর্বে ২১শে ফেব্রুয়ারি,২৬শে মার্চ এবং ১৪ই এপ্রিল নিয়েও একই ধরনের গুজব ছড়িয়েছিল।
ফ্যাক্টওয়াচেরঅনুসন্ধান
আড়ংকিমাদিবসউপলক্ষে৩০হাজারটাকাপুরস্কারদিচ্ছে?
আড়ং বাংলাদেশের একটি হস্ত ও কারুশিল্প ব্যবসায় প্রতিষ্ঠান। আড়ং -এ পোশাক, গহনা, গৃহস্থালি ও আনুষঙ্গিক উপকরণ, নকশা ইত্যাদি বিক্রি করা হয়ে থাকে।
ফ্যাক্টওয়াচ আড়ংয়ের অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে তাদের বর্তমান সময়ের অফারগুলো যাচাই করে দেখেছে। তবে মা দিবস উপলক্ষে আড়ং ৩০ হাজার টাকা পুরস্কার দিচ্ছে এমন কোন অফার কোথাও দেখা যায়নি।
প্রাণ-আরএফএল গ্রুপ বাংলাদেশের একটি বৃহৎ খাদ্যসামগ্রী উৎপাদনকারী প্রতিষ্ঠান। খাদ্য সামগ্রী ছাড়াও প্লাস্টিক, ইলেক্ট্রনিক্সসহ বিভিন্ন ধরনের পণ্য প্রস্তুত করে প্রাণ-আর এফ এল গ্রুপ।
ফ্যাক্টওয়াচ প্রাণের অফিশিয়াল ওয়েবসাইটের মিডিয়া বিভাগে দেখেছে প্রাণ মা দিবস উপলক্ষে ৩০ হাজার টাকা পুরস্কার দেয়ার কোন ঘোষণা দিয়েছে কি না। কিন্তু প্রাণের অফিশিয়াল মিডিয়া বিভাগে এমন কোন তথ্য পাওয়া যায়নি।
আরএফএলের অফিশিয়াল ওয়েবসাইটের মিডিয়া সেন্টারেও মা দিবস উপলক্ষে ৩০ হাজার টাকা পুরস্কার দেয়ার কোন সংবাদ খুঁজে পাওয়া যায়নি।
ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যাচ্ছে আড়ং বা প্রাণ-আরএফএল কোন প্রতিষ্ঠানই মা দিবস উপলক্ষে ৩০ হাজার টাকা দেওয়ার ঘোষণা দেয়নি। তাই ফ্যাক্টওয়াচ ভাইরাল পোস্টগুলোকে “মিথ্যা’’ তথ্য হিসেবে চিহ্নিত করছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?