সম্প্রতি অস্ত্রের মুখে বাইক ছিনতাই করা হচ্ছে দাবিতে প্রায় ৩২ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা দুই যুবক একটি মোটরসাইকেলের গতিরোধ করে চালককে মারধর করে ফেলে দেয়। এরপর মুখ বাঁধা আরও দুই যুবক এসে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়। এ সময় এক যুবক ভুক্তভোগীকে অস্ত্রের ভয় দেখায়, পরে চার জন দুইটি মোটরসাইকেলে করে দ্রুত চলে যায়। এ সময় একজন আনসার সদস্যকেও দেখা যায়। ভিডিওটি নিয়ে ফ্যাক্টওয়াচের অনুসন্ধানে দেখা যায়, ভিডিওটি সাজানো বা শুটিংয়ের দৃশ্য, কোনো বাস্তব ঘটনা নয়। তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।
ভিডিওটি নিয়ে অনুসন্ধানে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চে নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনের ওয়েবসাইটে আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) প্রকাশিত একটি প্রতিবেদন পাওয়া যায়। জানা যায়, ভিডিওটি বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হাতিরঝিলের ২ নম্বর ব্রিজের মহানগর পূর্ব পাশের এলাকায় ধারণ করা হয়।
প্রতিবেদনটিতে ভাইরাল ভিডিওটিতে উপস্থিত আনসার সদস্যের সাক্ষাৎকারও রয়েছে। সুনীল নামের ওই আনসার সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘প্রথমে আমি ঘটনাটি বুঝতে পারিনি। পরে এগিয়ে গেলে জানানো হয় এটি শুটিংয়ের একটি অংশ, যা কর্তৃপক্ষের অনুমতি নিয়ে করা হয়েছে।’
এই প্রতিবেদনের সূত্রে ভিডিওটি শুটিংয়ে অংশ নেওয়া এক ব্যক্তির ফেসবুক অ্যাকাউন্ট পাওয়া যায়। সাকিব রাজ নামের ওই অ্যাকাউন্ট থেকে ভিডিওটি গতকাল বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দিবাগত রাতে পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, ‘এটি একটি সতর্কতামূলক ভিডিও, যা দেশের বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করার উদ্দেশ্যে তৈরি। দয়া করে এটি সত্যি হিসেবে নেবেন না।’
এই অ্যাকাউন্ট থেকে ভিডিওটি শুটিংয়ের সময় ধারণ করা পূর্ণাঙ্গ ফুটেজটিও একটি পোস্টে শেয়ার করা হয়েছে। এই ফুটেজটিতে ভিডিও কিভাবে ধারণ করা হয়েছে সে সম্পর্কে বর্ণনা দিতেও শোনা যায়।
ওই পোস্টের ক্যাপশনে সাকিব রাজ লিখেছেন, ‘এখানে একটা সতর্কতামূলক ভিডিও করার জন্য কাজ করা হয়েছিল। কিন্তু কিছু মানুষ এই ভিডিওটাকে অল্প একটু ক্রপ করে ফুল ভিডিওটা না ছেড়ে সেটা ভাইরাল করে দেয়।
ভাই আমরা কোন ছিনতাইকারী না আমরা content creator। দেশের পরিস্থিতি এখন যেভাবে যাচ্ছে, সেই ক্ষেত্রে এখন যেভাবে ছিনতাই ডাকাতি হচ্ছে ওইটার উদ্দেশ্যে আমরা একটা ভিডিও বানিয়ে ছিলাম দেশবাসীর জন্য, দেশবাসীকে সতর্ক করার জন্য। কিন্তু ভাই আপনারা তো আমাদেরকেই ছিনতাইকারী বানায় দিলেন। এগুলা করা বন্ধ করেন কেউ আজেবাজে ভাবে ভিডিওটা পোস্ট করবেন না।’
এসব পোস্ট ও সংবাদমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে এটি নিশ্চিত যে, রাজধানীতে দিনে-দুপুরে অস্ত্রের মুখে বাইক ছিনতাইয়ের দাবিতে ভাইরাল ভিডিওটি সাজানো, কোনো বাস্তব ঘটনা নয়। তাই ফ্যাক্টওয়াচ দাবিটিকে মিথ্যা হিসেবে সাব্যস্ত করছে।
Claim: সম্প্রতি অস্ত্রের মুখে বাইক ছিনতাই করা হচ্ছে দাবিতে প্রায় ৩২ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে প্রচার করা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, হেলমেট পরা দুই যুবক একটি মোটরসাইকেলের গতিরোধ করে চালককে মারধর করে ফেলে দেয়। এরপর মুখ বাঁধা আরও দুই যুবক এসে মোটরসাইকেলটি ছিনিয়ে নেয়।
Claimed By: Facebook Users
Rating: False
এই নিবন্ধটি ফেসবুকের ফ্যাক্ট-চেকিং প্রোগ্রামের
নীতি মেনে লেখা হয়েছে। এর উপর ভিত্তি করে ফেসবুক যে ধরণের বিধিনিষেধ আরোপ করতে পারে, সে সম্পর্কে বিস্তারিত জানুন এখানে।
এছাড়া এই নিবন্ধ সম্পর্কে আপনার মূল্যায়ন, সম্পাদনা কিংবা আরোপিত বিধিনিষেধ তুলে নেয়ার জন্য আবেদন করতে এই লিঙ্কের সাহায্য নিন।
কোনো তথ্যের সত্যতা যাচাই করতে আমাদেরকে ইমেইল করুনঃ contact@fact-watch.org অথবা ফেইসবুকে মেসেজ দিনঃ facebook.com/fwatch.bangladesh