সম্প্রতি একটি ছবি ফেসবুকে প্রচুর শেয়ার হয়েছে যার ক্যাপশনে দাবি করা হচ্ছে ছবিতে দৃশ্যমান ব্যক্তিটি দুবাই বিমানবন্দরের মেঝেতে শুয়ে থাকা সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর ডা. মুরাদ হাসান। গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে দেখা গেছে, ছবিটি ডা. মুরাদের নয়।
অনুসন্ধানে আরও দেখা গেছে, ইত্তেফাক তাদের দুটি সংবাদ প্রতিবেদনে “দুবাই বিমানবন্দরে শুয়ে আছেন মুরাদ” ক্যাপশনে উক্ত ছবিটি ব্যবহার করেছে। প্রতিবেদন দুটির আরকাইভ ভার্সন দেখুন এখানে এবং এখানে।
গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে ৩০ এপ্রিল ২০১৮ তারিখের একটি টুইটে সম্প্রতি ভাইরাল হওয়া ছবিটি পাওয়া গেছে। টুইটটির বরাতে consoglobe.com নামের একটি ওয়েবসাইটেও ছবিটি একই তারিখে একটি লেখায় ব্যবহৃত হয়েছিল। এ থেকে বিষয়টি সহজেই অনুমেয় যে ছবিটি সাম্প্রতিক নয়, পুরনো।
এছাড়া শাটার স্টক নামক একটি ওয়েবসাইটে ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে এই ছবিটি পাওয়া গেছে। ছবিটির বিবরণী অংশে বলা হয়েছে, বিলম্বিত ফ্লাইটের কারণে ছবির ব্যক্তিটি বিমানবন্দরে মেঝেতে ঘুমাচ্ছেন। Chanyanuch Wannasinlapin নামের একজন থাই চিত্রশিল্পী ছবিটি তুলেছেন।
উল্লেখ্য যে, সাবেক তথ্য প্রতিমন্ত্রীর মুরাদ হাসান সম্প্রতি দেশত্যাগের পর কানাডায় ঢুকতে পারেননি। এরপর দুবাইয়ে ঢোকার চেষ্টা করেও ব্যর্থ হয়ে গতকাল রোববার বিকেল ৪টা ৫৫ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকায় ফিরেছেন তিনি।
পুরনো ছবি ভুল প্রেক্ষাপটে ব্যবহার করার কারণে, ফ্যাক্টওয়াচ এটিকে মিথ্যা সাব্যস্ত করেছে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?