সম্প্রতি “মসজিদে নামাজরত অবস্থায় মুসল্লির মৃত্যু, মরদেহ কে পেছনে রেখে নামাজ পড়লেন অন্য মুসুল্লিরা” শিরোনামে একটি খবর প্রকাশিত হয়েছে বিভিন্ন ওয়েব পোর্টাল ও ফেসবুক পেজ থেকে। খবরে ব্যবহৃত ছবিটি গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে দেখা গেছে, মূল খবরটি প্রায় এক বছরের পুরনো। ঘটনার প্রকৃত সাল উল্লেখ না করে পুরাতন খবর নতুন করে প্রচার করায় ফ্যাক্টওয়াচ এটিকে ‘বিভ্রান্তিকর’ সাব্যস্ত করেছে।
ভাইরাল খবরটিতে ব্যবহৃত ফিচার্ড ইমেজটি গুগল রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনুসন্ধান করে দেখা গেছে, এটি ২০২১ সালের ৩০ মে তারিখের ঘটনা। সেদিন চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় মগধরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ঘরওয়ালার মসজিদে নামাজরত অবস্থায় এক মুসল্লি ইন্তেকাল করেন। মো. হানিফ (৬০) নামের ঐ মুসল্লি নামাজরত অবস্থায় হঠাৎ ঢলে পড়লে স্থানীয় এক চিকিৎসককে ডেকে আনেন অন্য মুসল্লিরা। পরে ওই চিকিৎসক হানিফকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে চট্টগ্রাম প্রতিদিন, এনটিভি এবং ইনকিলাব থেকে প্রকাশিত দুটি সংবাদ দেখুন এখানে,এখানে এবং এখানে।
আপনি কি এমন কোন খবর দেখেছেন যার সত্যতা যাচাই করা প্রয়োজন? কোন বিভ্রান্তিকর ছবি/ভিডিও পেয়েছেন? নেটে ছড়িয়ে পড়া কোন গুজব কি চোখে পড়েছে?